Ajker Patrika

সেনা ও র‍্যাবের পোশাকে ডাকাতি, ছয় আসামি ৭ দিনের রিমান্ডে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সেনা ও র‍্যাবের পোশাকে ডাকাতি, ছয় আসামি ৭ দিনের রিমান্ডে 

রাজধানীর মোহাম্মদপুরে গভীর রাতে সেনাবাহিনী ও র‍্যাবের পোশাক পরে সংঘবদ্ধভাবে ডাকাতির ঘটনায় করা মামলায় গ্রেপ্তার ছয় আসামিকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন এই রিমান্ড মঞ্জুর করেন। 
রিমান্ডে নেওয়া ব্যক্তিরা হলেন- জাকির হোসেন ওরফে জিন জাকির, শরিফুল ইসলাম তুষার, মাসুদুর রহমান, আরিফুল ইসলাম তরফদার, জাহিদ হাসান ও আব্দুস সালাম। 

বিকেলে ৬ জনকে আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই রাশেদুল ইসলাম তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। 

গত রোববার (১৩ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ লাখ ২০ হাজার টাকা, প্রায় চার ভরি ওজনের স্বর্ণালংকার ও দুটি আইফোন উদ্ধার করা হয়। 

এর আগে গত ১২ অক্টোবর গভীর রাতে রাজধানীর মোহাম্মদপুরে সেনা ও র‍্যাবের পোশাক পরে সংঘবদ্ধ ডাকাত দল একটি বাসা থেকে সাড়ে ৭৫ লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণালংকার লুট করে। 

এ ঘটনায় বাড়ির মালিক ব্যবসায়ী আবু বক্কর মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন। রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, আসামিরা সঙ্গবদ্ধ ডাকাত দলের সদস্য। ডাকাতি তাদের পেশা। তাদের কাছ থেকে ডাকাতির টাকা স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। আরও টাকা উদ্ধারের জন্য এবং তাদের সঙ্গে থাকা অন্যান্যদের গ্রেপ্তারের জন্য রিমান্ডে নেওয়া প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত