খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

ঢামেক প্রতিবেদক
প্রকাশ : ২২ মার্চ ২০২৩, ২১: ৩৪

রাজধানীর খিলগাঁও বাগিচা রেললাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধা মারা গেছেন। তাঁর বয়স আনুমানিক ৬০। আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই বৃদ্ধাকে পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তাঁর মৃত্যু হয়। 

ওই বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. সোলাইমান বলেন, ওই বৃদ্ধা নারী একটি প্লাস্টিকের গামলা নিয়ে রেললাইনের ধার দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় কমলাপুর থেকে ছেড়ে আসা টঙ্গীগামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃদ্ধাকে দেখে মনে হয়েছে সে ভিক্ষাবৃত্তি করতেন। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, পথচারীরা জানিয়েছে খিলগাঁও এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়েছিল ওই বৃদ্ধা। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত