লাইসেন্সের দাবিতে ব্যাটারিচালিত যানবাহন শ্রমিকদের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৫ জুন ২০২২, ১৭: ৩৩

চলাচলের জন্য সুপ্রিম কোর্টের আদেশ থাকার পরও ব্যাটারিচালিত যানবাহন আটকের ফলে শ্রমিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আদালতের আদেশ বাস্তবায়ন করে এই আতঙ্ক থেকে শ্রমিকদের মুক্তি দিতে দাবি জানিয়েছে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন।

লাইসেন্সের দাবিতে বুধবার সকাল ১১টার দিকে পুরান ঢাকার সেকশন বেড়িবাঁধে শ্রমিক সমাবেশের পর উপ-পুলিশ কমিশনার (ডিসি) ট্রাফিক লালবাগ বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য ও রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় উপদেষ্টা আবদুল্লাহ ক্বাফি রতন, রাগীব আহসান মুন্না, রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, যুগ্ম-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম নাদিম, কেন্দ্রীয় কমিটির সদস্য সুমন মৃধা, কামরাঙ্গীরচর থানা কমিটির সদস্য জামাল, শহীদুল ইসলাম, আব্দুস সালাম, আরিফ, মহিউদ্দিন প্রমুখ। 

আব্দুল হাকিম মাইজভান্ডারির সভাপতিত্বে আলোচনায় বক্তারা বলেন, ‘সরকার ব্যাটারিচালিত যানবাহনের বিআরটিএ কর্তৃক লাইসেন্স না দিয়ে এই শ্রমিকদের কষ্টে উপার্জিত অর্থ অসাধু সরকারি কর্মকর্তা ও চাঁদাবাজদের লুটপাট করার সুযোগ তৈরি করে দিচ্ছে।’ দ্রুত লাইসেন্স দিয়ে চাঁদাবাজি বন্ধ করতে হবে এবং কার্ড ব্যবসার নামে চাঁদাবাজিতে যুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করার দাবি জানানো হয় সমাবেশ থেকে।

বক্তারা আরও বলেন, ‘সরকার গরিবের কর্মসংস্থান কেড়ে নিয়ে বাজেটে বনরুটির দাম বাড়ায় আর এসি হোটেলের খাবারের ট্যাক্স মওকুফ করে। এই বাজেট ধনী তোষণ নীতির সরকারের গরিব মারার বাজেট। এই গণবিরোধী নীতি বদল না করলে জনগণ সরকার বদল করে নিজেদের রুটি-রুজির সুরক্ষা নিশ্চিত করবে।

সমাবেশ শেষে শ্রমিকদের একটি মিছিল সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়ন করে ব্যাটারিচালিত যানবাহন আটক বন্ধ ও বিআরটিএ থেকে লাইসেন্স প্রদানের দাবিসহ ৫ দফা দাবিতে ডিসি ট্রাফিক লালবাগের কার্যালয়ে গিয়ে অবস্থান সমাবেশ করে। এ সময় শ্রমিকদের পক্ষ থেকে ৭ জনের একটি প্রতিনিধি দল স্মারকলিপি জমা দেয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত