Ajker Patrika

কারাগার থেকে পালানো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১০: ২৮
কারাগার থেকে পালানো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার 

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালানো একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল মঙ্গলবার রাতে শ্রীপুর উপজেলার রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব-১। 

গ্রেপ্তারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. ইকবাল হোসেন (৩৮) উপজেলার বরমী ইউনিয়নের বরমী গ্রামের হাসেন আলীর ছেলে।

র‍্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মো. ইকবাল হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৬ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতর কারাবন্দীরা দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করে। কারাগারে দায়িত্ব পালনকারী কারারক্ষীদের জিম্মি করে কারাগারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইকবাল হোসেন জিআই পাইপ ভেঙে মই বানিয়ে কারাগারের সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান। এ ঘটনায় কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের জেলার বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি মামলা করেন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ মামলার এজাহারভুক্ত আসামি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইকবাল হোসেনকে শ্রীপুর উপজেলার রেলওয়ে স্টেশন এলাকায় আত্মগোপনে আছে এমন সংবাদে শ্রীপুরে অভিযান পরিচালনা করে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

বোনের বাড়িতে ‘ধর্ষণের’ শিকার: ২৪ ঘণ্টা পরও অচেতন শিশু, মূর্ছা যাচ্ছেন মা

আওয়ামী লীগ নেতা ‘ব্যাটারি বাবু’ ভবনে ঢুকে হাওয়া!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত