শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ছাত্রলীগের শোভাযাত্রা

ঢাবি প্রতিনিধি
আপডেট : ১৬ মে ২০২৪, ২২: ০৯
Thumbnail image

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শোভাযাত্রা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যানটিন থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশের মাধ্যমে শেষ হয় শোভাযাত্রাটি।

সমাবেশে সভাপতির বক্তব্যে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার প্রত্যাবর্তনই বাংলাদেশের বিজয়ের গল্প রচনা করেছে, তাঁর প্রত্যাবর্তন বাংলাদেশের পরিবর্তনের সূচনা করেছে। তিনি এমন সময়ে প্রত্যাবর্তন করেছেন যখন বাংলাদেশে চলছিল কারফিউ গণতন্ত্র, তখন মিলিটারিরা প্রজ্ঞাপনের মাধ্যমে দেশ পরিচালনা করত, যখন রাজনৈতিক দলগুলোর সামরিক স্বৈরশাসকেরা কোন বানেগা ক্রোড়পতির মতো টাকা দিয়ে রাজনীতি করত। বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা আমাদের রাজনৈতিক অধিকার নিয়ে প্রত্যাবর্তন করেছেন। শুধু তা-ই নয়, রাজনৈতিক অর্জন ছাড়াও জননেত্রী শেখ হাসিনার এই প্রত্যাবর্তনের মাধ্যমে এ দেশের সাধারণ মানুষের জীবন বদলে গেছে।’

সাদ্দাম হোসেন আরও বলেন, ‘বাংলাদেশের জনগণের উদ্দেশে যারা টেকব্যাক বাংলাদেশ বলেছিল, তাদেরকে রেড কার্ড দেখিয়েছে দেশের জনগণ। যারা বাংলাদেশের গণতন্ত্রকে বলেছিল ত্রুটিপূর্ণ, তারাই আবার গতকাল বলছে আস্থার পুনর্নির্মাণ। যারা বলেছিল বাংলাদেশে লু হাওয়া প্রবাহিত হবে, তারা দেখছে বাংলাদেশে পরিবর্তনের হাওয়া প্রবাহিত হচ্ছে।’ অপশক্তি মোকাবিলায় ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান ছাত্রলীগ সভাপতি।

সংগঠনটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় শোভাযাত্রা পরবর্তী সমাবেশে আরও বক্তব্য দেন ঢাবি শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ঢাকা মহানগর উত্তরের সভাপতি রিয়াজ মাহমুদ, সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম, মহানগর দক্ষিণের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক সজল কুন্ডু। 

‘তুমি দেশের, তুমি দশের’—শীর্ষক শোভাযাত্রা ও সমাবেশ কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর হল, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল ইসলাম কলেজসহ রাজধানীর বিভিন্ন ইউনিট ও শিক্ষাপ্রতিষ্ঠানের সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত