নিজস্ব প্রতিবেদক, ঢাকা
খেলার মাঠ রক্ষায় সিসি ক্যামেরা বসানো হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘ডিএনসিসির এলাকার মাঠগুলো অবৈধ দখল থেকে উদ্ধার করে ছেলে-মেয়েদের খেলার জন্য উন্মুক্ত করে দিচ্ছি। অনেকগুলো মাঠে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা বসানো হবে। আমি চাই ছেলেদের সঙ্গে সঙ্গে আমাদের মেয়েরাও মাঠে খেলাধুলা করবে। তবে আমি সবাইকে অনুরোধ করব মাঠগুলো যেন রক্ষণাবেক্ষণ করি।’
আজ বুধবার রাজধানীর মোহাম্মদপুরের ইউল্যাব মাঠে অনুষ্ঠিত ‘ডিএনসিসি মেয়র কাপ ২০২১’ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।
যুব সমাজকে খেলার আহ্বান জানিয়ে ডিএনসিসি মেয়র বলেন, ‘যুবসমাজকে ঘরে বসে না থেকে মাঠে আসতে হবে। মাঠে এসে খেলাধুলায় অংশ গ্রহণ করতে হবে। খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সুন্দরভাবে গড়ে তুলতে হলে খেলাধুলার বিকল্প নাই।’
আতিকুল ইসলাম আরও বলেন, ‘বিভিন্ন ডেভেলপার কোম্পানিগুলো যখন নকশা প্রণয়ন করে তখন সেখানে খেলার মাঠ ও পার্ক নির্দিষ্ট করা থাকে। কিন্তু পরবর্তীতে সেই মাঠ ও পার্ক তারা নির্মাণ না করে প্লট আকারে বিক্রি করে দেয়। এটা জনগণের সঙ্গে প্রতারণা। আমি রাজউকসহ অন্যান্য ডেভেলপার কোম্পানিগুলোকে বলছি আপনারা নকশা অনুযায়ী মাঠ ও পার্ক নিশ্চিত করবেন।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের সাংসদ সাদেক খান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি সাংসদ কাজী নাবিল আহমেদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক কাজী ইনাম আহমেদ, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, সাইফ পাওয়ারটেক লিমিটেডের পরিচালক তরফদার রুহুল সাইফ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি শফিকুল ইসলাম বাসেক প্রমুখ।
ডিএনসিসির তথ্য সূত্র বলছে, ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত ‘ডিএনসিসি মেয়র কাপ ২০২১’ এর ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে ৭ নম্বর ওয়ার্ড। আজ বুধবার মোহাম্মদপুরে ইউল্যাব মাঠে অনুষ্ঠিত ফাইনালে ৭ উইকেটে হারিয়েছে ২৮ নম্বর ওয়ার্ডকে। টসে হেরে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ১১১ রানে অলআউট হয় ২৮ নম্বর ওয়ার্ড। জবাবে চার বল আগে ৩ উইকেট হারিয়ে জয় পায় ৭ নম্বর ওয়ার্ড।
খেলার মাঠ রক্ষায় সিসি ক্যামেরা বসানো হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘ডিএনসিসির এলাকার মাঠগুলো অবৈধ দখল থেকে উদ্ধার করে ছেলে-মেয়েদের খেলার জন্য উন্মুক্ত করে দিচ্ছি। অনেকগুলো মাঠে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা বসানো হবে। আমি চাই ছেলেদের সঙ্গে সঙ্গে আমাদের মেয়েরাও মাঠে খেলাধুলা করবে। তবে আমি সবাইকে অনুরোধ করব মাঠগুলো যেন রক্ষণাবেক্ষণ করি।’
আজ বুধবার রাজধানীর মোহাম্মদপুরের ইউল্যাব মাঠে অনুষ্ঠিত ‘ডিএনসিসি মেয়র কাপ ২০২১’ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।
যুব সমাজকে খেলার আহ্বান জানিয়ে ডিএনসিসি মেয়র বলেন, ‘যুবসমাজকে ঘরে বসে না থেকে মাঠে আসতে হবে। মাঠে এসে খেলাধুলায় অংশ গ্রহণ করতে হবে। খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটবে। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সুন্দরভাবে গড়ে তুলতে হলে খেলাধুলার বিকল্প নাই।’
আতিকুল ইসলাম আরও বলেন, ‘বিভিন্ন ডেভেলপার কোম্পানিগুলো যখন নকশা প্রণয়ন করে তখন সেখানে খেলার মাঠ ও পার্ক নির্দিষ্ট করা থাকে। কিন্তু পরবর্তীতে সেই মাঠ ও পার্ক তারা নির্মাণ না করে প্লট আকারে বিক্রি করে দেয়। এটা জনগণের সঙ্গে প্রতারণা। আমি রাজউকসহ অন্যান্য ডেভেলপার কোম্পানিগুলোকে বলছি আপনারা নকশা অনুযায়ী মাঠ ও পার্ক নিশ্চিত করবেন।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের সাংসদ সাদেক খান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি সাংসদ কাজী নাবিল আহমেদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক কাজী ইনাম আহমেদ, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, সাইফ পাওয়ারটেক লিমিটেডের পরিচালক তরফদার রুহুল সাইফ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি শফিকুল ইসলাম বাসেক প্রমুখ।
ডিএনসিসির তথ্য সূত্র বলছে, ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত ‘ডিএনসিসি মেয়র কাপ ২০২১’ এর ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে ৭ নম্বর ওয়ার্ড। আজ বুধবার মোহাম্মদপুরে ইউল্যাব মাঠে অনুষ্ঠিত ফাইনালে ৭ উইকেটে হারিয়েছে ২৮ নম্বর ওয়ার্ডকে। টসে হেরে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ১১১ রানে অলআউট হয় ২৮ নম্বর ওয়ার্ড। জবাবে চার বল আগে ৩ উইকেট হারিয়ে জয় পায় ৭ নম্বর ওয়ার্ড।
ব্যবসায়ীদের সংগঠন দ্য চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের ২০২৪-২৬ মেয়াদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। সংগঠনটিতে ২২ জন পরিচালকের মধ্যে চারজন ট্রেড গ্রুপ থেকে ইতিমধ্যে মনোনীত হয়েছেন। ভোটাভুটি হবে ১৮ পরিচালক পদে। এর মধ্যে ১৩ জন সাধারণ ও ৫ জন সহযোগী পরিচালক।
১৯ মিনিট আগেঘূর্ণিঝড় মিধিলির সময় বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারসহ নিখোঁজ বরগুনার পাথরঘাটার ২৫ জেলে এক বছরেও ফেরেননি। তাঁরা আদৌ বেঁচে আছেন কি-না, জানেন না স্বজনেরা। তবু প্রিয়জনের আশায় বুক বেঁধে নীরব অপেক্ষায় দিন কাটছে এসব জেলের পরিবারের সদস্যদের।
৩০ মিনিট আগেঅধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘৫ আগস্টের চার দিন আগে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তারপর চার দিনও টিকতে পারেনি আওয়ামী লীগ। জনরোষে পড়ে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা ও তাঁর আত্মীয়স্বজন। তাঁর বিচার জনগণই করবে। তারা নির্বাচনে আসতে পারবে কি না, সেটি জনগণের ওপর নির্ভর করবে...
১ ঘণ্টা আগেবগুড়ার দুপচাঁচিয়ায় ভাড়াটিয়া মাবিয়া চার লাখ টাকার চুক্তিতে গৃহবধূ সালমাকে হত্যার পরিকল্পনা করেন। তবে মাবিয়া চুক্তি করা অটোভ্যানচালক সুমন রবিদাসকে টাকা দেননি।
১ ঘণ্টা আগে