নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সকাল থেকেই ছোট্ট তিতির সারা ছাদ দৌড়ে বেড়াচ্ছে। কিছুক্ষণ পরপর বাবার কাছে এসে জানতে চাইছে পেন (প্লেন) কখন আসবে? বাবা মুচকি হেসে বলছে, এই তো! একটু পর।
কিছুক্ষণ পরই বিকট শব্দে একটি হেলিকপ্টারকে উড়তে দেখা গেল আকাশে। তিতির এক দৌড়ে ঢুকে গেল বাবার কোলে। ওমা! প্লেন দেখবা না বলে বাবা হেসেই খুন। ছোট্ট তিতির বাবার বুকের ভেতর থেকেই ছোট ছোট চোখ করে তাকিয়ে দেখছে নীল আকাশে লাল-সবুজের চোখধাঁধানো প্রদর্শনী, সঙ্গে উড়ছে বাংলাদেশের পতাকা।
শুধু তিতির আর তার বাবা নয়, ফার্মগেট বিজয়সরণি এলাকার প্রায় সব বাড়ির ছাদেই দেখা মিলেছে দর্শনার্থীদের। লাল-সবুজের এই চমৎকার প্রদর্শনীটি বিজয়ের ৫০ বছর উপলক্ষে বাংলাদেশ বিমানবাহিনীর ফরমেশন ফ্লায়িং। এটি বিজয় দিবস ফ্লাই পাস্ট ও যুদ্ধবিমানের মিগ-২৯-এর অ্যারোবেটিক ডিসপ্লে। মিগ-২৯-এর পাশাপাশি এই প্রদর্শনীতে অংশ নেয় ট্রেইনি জেট কে-ডব্লিউ৮।
মিগ-২৯ যুদ্ধবিমানের অ্যারোবেটিক প্রদর্শনীতে দেখা মিলল নীল দিগন্তে লাল-সবুজের আভা। যা দেখে তিতিরের মতো আশপাশের সব ছাদ থেকে দেখা গেল উচ্ছ্বসিত হাততালি।
তিতিরের বাবা আমেরিকাপ্রবাসী সুজয় গোমেজ বলেন, ‘আমরা তিন মাস আগেই দেশে ফিরেছি। তিতিরের জন্ম আমেরিকাতেই, তাই জন্মের পর এই প্রথম সে দেশে এসেছে। গতকাল তাকে এই প্রদর্শনীর কথা বলছিলাম। সে অনেক ছোট, হয়তো মুক্তিযুদ্ধ সম্পর্কে এখনই বললে সে বুঝবে না। কিন্তু এই প্রদর্শনীটি আশা করি তার মনে থাকবে। ধীরে ধীরে সে দেশ সম্পর্কেও জানতে পারবে।’
তিতিরের পাশের বাড়িতেই থাকে মুগ্ধ। সে নবম শ্রেণিতে পড়ে। মুগ্ধ জানায়, প্রতিবছরই সকালে এই শো দেখার জন্য ছাদে আসে সে। আজ সকাল থেকেই গলিতে মাইকে দেশের গান বাজছিল।
গতকাল রাতে আব্বু আর ছোট ভাইয়ের সঙ্গে সংসদ ভবনে গিয়েছিল। অনেক ভালো লাগছে এই সাজসজ্জা। প্রতিবছরই ঢাকা এমন লাল-সবুজ আলোয় আলোকিত হয়। কিন্তু এবারেরটা আসলেই অন্য রকম!
সকাল থেকেই ছোট্ট তিতির সারা ছাদ দৌড়ে বেড়াচ্ছে। কিছুক্ষণ পরপর বাবার কাছে এসে জানতে চাইছে পেন (প্লেন) কখন আসবে? বাবা মুচকি হেসে বলছে, এই তো! একটু পর।
কিছুক্ষণ পরই বিকট শব্দে একটি হেলিকপ্টারকে উড়তে দেখা গেল আকাশে। তিতির এক দৌড়ে ঢুকে গেল বাবার কোলে। ওমা! প্লেন দেখবা না বলে বাবা হেসেই খুন। ছোট্ট তিতির বাবার বুকের ভেতর থেকেই ছোট ছোট চোখ করে তাকিয়ে দেখছে নীল আকাশে লাল-সবুজের চোখধাঁধানো প্রদর্শনী, সঙ্গে উড়ছে বাংলাদেশের পতাকা।
শুধু তিতির আর তার বাবা নয়, ফার্মগেট বিজয়সরণি এলাকার প্রায় সব বাড়ির ছাদেই দেখা মিলেছে দর্শনার্থীদের। লাল-সবুজের এই চমৎকার প্রদর্শনীটি বিজয়ের ৫০ বছর উপলক্ষে বাংলাদেশ বিমানবাহিনীর ফরমেশন ফ্লায়িং। এটি বিজয় দিবস ফ্লাই পাস্ট ও যুদ্ধবিমানের মিগ-২৯-এর অ্যারোবেটিক ডিসপ্লে। মিগ-২৯-এর পাশাপাশি এই প্রদর্শনীতে অংশ নেয় ট্রেইনি জেট কে-ডব্লিউ৮।
মিগ-২৯ যুদ্ধবিমানের অ্যারোবেটিক প্রদর্শনীতে দেখা মিলল নীল দিগন্তে লাল-সবুজের আভা। যা দেখে তিতিরের মতো আশপাশের সব ছাদ থেকে দেখা গেল উচ্ছ্বসিত হাততালি।
তিতিরের বাবা আমেরিকাপ্রবাসী সুজয় গোমেজ বলেন, ‘আমরা তিন মাস আগেই দেশে ফিরেছি। তিতিরের জন্ম আমেরিকাতেই, তাই জন্মের পর এই প্রথম সে দেশে এসেছে। গতকাল তাকে এই প্রদর্শনীর কথা বলছিলাম। সে অনেক ছোট, হয়তো মুক্তিযুদ্ধ সম্পর্কে এখনই বললে সে বুঝবে না। কিন্তু এই প্রদর্শনীটি আশা করি তার মনে থাকবে। ধীরে ধীরে সে দেশ সম্পর্কেও জানতে পারবে।’
তিতিরের পাশের বাড়িতেই থাকে মুগ্ধ। সে নবম শ্রেণিতে পড়ে। মুগ্ধ জানায়, প্রতিবছরই সকালে এই শো দেখার জন্য ছাদে আসে সে। আজ সকাল থেকেই গলিতে মাইকে দেশের গান বাজছিল।
গতকাল রাতে আব্বু আর ছোট ভাইয়ের সঙ্গে সংসদ ভবনে গিয়েছিল। অনেক ভালো লাগছে এই সাজসজ্জা। প্রতিবছরই ঢাকা এমন লাল-সবুজ আলোয় আলোকিত হয়। কিন্তু এবারেরটা আসলেই অন্য রকম!
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৪ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৪ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৫ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে