সারা দেশে জব্দ করা মালামালের অবস্থা জানতে চাইলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০০: ০০
Thumbnail image

সারা দেশের থানা, ডাম্পিং স্টেশন ও আদালত প্রাঙ্গণে মামলার আলামত হিসেবে থাকা মালামালের সর্বশেষ অবস্থা জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী দুই মাসের মধ্যে পুলিশের মহাপরিদর্শককে এই বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এই সংক্রান্ত রিটের শুনানি শেষে আজ বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ এ আদেশ দেন। 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, সারা দেশের থানা ও আদালত প্রাঙ্গণে থাকা মামলার আলামতের বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এর আগে ২০২২ সালে বিষয়টি নিয়ে রিট করেন পাঁচ আইনজীবী। রিটের পর ওই বছরের ৩০ আগস্ট হাইকোর্ট রুল জারি করেন। রুলে মালখানা ও থানায় জব্দ থাকা মালামাল সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়।

রিটের পর আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, জব্দ করা মালামাল এভাবে বছর পড়ে থেকে নষ্ট হয়। তা রাষ্ট্রের কাজে লাগে না, মালিকেরও কাজে লাগে না। পরে পাঁচ আইনজীবী রিট করেন। রিটকারীরা হলেন- মোহাম্মদ নোয়াব আলী, মো. মুজাহেদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, জি এম মুজাহিদুর রহমান (মুন্না) ও ইমরুল কায়েস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত