ভ্যানচালককে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২২, ২০: ১৯

রাজবাড়ীতে বিল্লাল হোসেন নামের এক ভ্যানচালককে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বালিয়াকান্দি উপজেলার পদমদী কুড়িপাড়া গ্রামের নুরুজ্জামান, পূর্বপাড়া গ্রামের সাইফুল শেখ রিপন, ঘোনারঘাট গুচ্ছগ্রামের আব্দুর রাজ্জাক ও ছালাম শেখ। 

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১০ ডিসেম্বর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দিলালপুর গ্রামের একটি মসুরখেত থেকে ভ্যানচালক বিল্লাল হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বিল্লালের ভাই দাউদ হোসেন বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ ভ্যানটি উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করে। পরে দণ্ডিত চারজনের নামে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। 

আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি উজির আলী শেখ জানান, দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেছেন। রায়ে তাঁরা খুশি। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত