Ajker Patrika

কালকিনিতে প্রতিপক্ষের হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু, হামলাকারী গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি
কালকিনিতে প্রতিপক্ষের হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু, হামলাকারী গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনিতে প্রতিপক্ষের হামলায় আহত খোকন সরদার (৪৭) নামে এক ব্যবসায়ী মারা গেছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ব্যবসায়ীর মেয়ে সাহিদা খানম। 

এদিকে নিহত ওই ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার। পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার আসামিকে গ্রেপ্তার করে। নিহত খোকন সরদার কালকিনি পৌর এলাকার মজিদবাড়ি ভূরঘাটা বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, খোকন সরদারের বাড়ি কালকিনি পৌর এলাকার মজিদবাড়ি ভূরঘাটা লালব্রীজ সংলগ্ন এলাকায়। তাঁর প্রতিবেশী সিদ্দিক মাতুব্বরের ছেলে জোবায়ের মাতুব্বর (২৫) প্রায় সময় তাঁর বসতঘরের পাশ দিয়ে দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে আসা যাওয়া করত। গত ১৪ মার্চ জোবায়েরের মোটরসাইকেলের নিচে চাপা পড়ে একটি মুরগি মারা যায়। এ নিয়ে ওই দিন নিহত ব্যবসায়ীর মেয়ে সাহিদা খানমের সঙ্গে জোবায়েরের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে ঘটনাস্থলে নিহত ব্যবসায়ী খোকন সরদার উপস্থিত হলে তাঁকে মারধর করেন জোবায়ের। এতে তিনি গুরুতর আহত হলে তাঁকে উদ্ধার করে প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

এ ব্যাপারে কালকিনি থানার এসআই আশরাফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নিহত ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত