রাজধানীতে মার্কেট দখল করতে গিয়ে যৌথ বাহিনীর হাতে বিএনপি নেতা আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০৯: ০১
Thumbnail image

রাজধানীর নিউমার্কেট থানা সংলগ্ন জিলানী মার্কেট দখল করতে গিয়ে যৌথ বাহিনীর হাতে আটক হয়েছেন জাহাঙ্গীর হোসেন পাটোয়ারি। তিনি নিউমার্কেট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। 

মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যায় শতাধিক লোক নিয়ে মার্কেটটি দখল করতে গেলে জাহাঙ্গীরসহ তিনজনকে আটক করা হয়। 

নিউমার্কেট জোনের সহকারী কমিশনার তারিক লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন। 

রাত সাড়ে ১০টার দিকে তিনি জানান, রাতে জিলানী মার্কেটে মারামারির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহতও হয়েছেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

জিলানী মার্কেট সূত্রে জানা যায়, মার্কেটের নির্বাচিত কমিটি আছে। যারা হেরেছিল তাদের নিয়ে মার্কেট দখল করতে আসেন জাহাঙ্গীর। খবর পেয়ে প্রথমে পুলিশ ও পরে সেনাবাহিনী আসে। এ সময় তিনজনকে আটক করে নিয়ে যায়। 

নিউমার্কেট থানা সূত্রে জানা গেছে, আটক তিনজন থানা হেফাজতে আছেন। তাঁদের ছাড়িয়ে নেওয়ার জন্য বিভিন্ন পক্ষ থেকে তদবির করা হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত