উত্তরা (ঢাকা) প্রতিনিধি
রাজধানীর উত্তরায় চুরির অপবাদে দুই কিশোরকে শিকলে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। এক কিশোরের পরিবার টাকা দিয়ে সন্তানকে ছাড়িয়ে নিয়ে যায়। পরে রোববার (২৭ অক্টোবর) রাতে পুলিশ গিয়ে আরেক কিশোরকে উদ্ধার করে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
উত্তরা ৯ নম্বর সেক্টরের নাভানা সিএনজি রোডের ভাই ভাই অটোমোবাইল ওয়ার্কশপের ভেতরে ঘটনাটি ঘটে।
গ্রেপ্তারেরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার উত্তর চকবস্তা গ্রামের গোলাম কিবরিয়া (২৪) ও আনোয়ার হোসেন (২৮)।
এ বিষয়ে সোমবার (২৮ অক্টোবর) রাতে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রাশেদা বেগম নামের এক নারী রোববার একটি অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তাঁর ছেলেকে গোলাম কিবরিয়া ও আনোয়ার হোসেনসহ ৪-৫ জন বাসা থেকে ডেকে নিয়ে উত্তরা ৯ নম্বর সেক্টরের নাভানা সিএনজি রোডের একটি ওয়ার্কশপের ভেতর শিকলে বেঁধে নির্যাতন করেছে। পরে তিনি সেখানে গেলে আসামিরা তাঁকে জানান, তাঁর ছেলে চোর। তাঁকে নিতে হলে ৪৫ হাজার টাকা দিতে হবে। পরে তিনি ৩৩ হাজার টাকা এবং একটি সাদা কাগজে লিখিত দিয়ে ছেলেকে মুক্ত করেন। ওই সময় তিনি গ্যারেজটিতে দেখতে পান, তাঁর ছেলের বন্ধুকেও শিকলে বেঁধে আটক রাখা হয়েছে। তার কেউ নেই বিধায় কেউ ছাড়াতে যায়নি।’
ওসি হাফিজুর রহমান বলেন, ‘পরবর্তীতে সেখানে অভিযান চালিয়ে চাঁদা আদায়ের ৩২ হাজার টাকা, লিখিত নেওয়া সাদা কাগজসহ গোলাম কিবরিয়া ও আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে শিকলে বেঁধে রাখা অবস্থায় কিশোরকে উদ্ধার করা হয়েছে।’
তিনি বলেন, ‘এ ঘটনায় রাশেদা বেগম বাদী হয়ে একটি মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার গোলাম কিবরিয়া ও আনোয়ার হোসেনকে আদালতে পাঠানো হয়। পরে শুনানি শেষে বিচারক তাঁদের কারাগারের পাঠানোর নির্দেশ দেন। তাঁরা বর্তমানে কারাগারে রয়েছেন।’
রাজধানীর উত্তরায় চুরির অপবাদে দুই কিশোরকে শিকলে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। এক কিশোরের পরিবার টাকা দিয়ে সন্তানকে ছাড়িয়ে নিয়ে যায়। পরে রোববার (২৭ অক্টোবর) রাতে পুলিশ গিয়ে আরেক কিশোরকে উদ্ধার করে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
উত্তরা ৯ নম্বর সেক্টরের নাভানা সিএনজি রোডের ভাই ভাই অটোমোবাইল ওয়ার্কশপের ভেতরে ঘটনাটি ঘটে।
গ্রেপ্তারেরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার উত্তর চকবস্তা গ্রামের গোলাম কিবরিয়া (২৪) ও আনোয়ার হোসেন (২৮)।
এ বিষয়ে সোমবার (২৮ অক্টোবর) রাতে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রাশেদা বেগম নামের এক নারী রোববার একটি অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তাঁর ছেলেকে গোলাম কিবরিয়া ও আনোয়ার হোসেনসহ ৪-৫ জন বাসা থেকে ডেকে নিয়ে উত্তরা ৯ নম্বর সেক্টরের নাভানা সিএনজি রোডের একটি ওয়ার্কশপের ভেতর শিকলে বেঁধে নির্যাতন করেছে। পরে তিনি সেখানে গেলে আসামিরা তাঁকে জানান, তাঁর ছেলে চোর। তাঁকে নিতে হলে ৪৫ হাজার টাকা দিতে হবে। পরে তিনি ৩৩ হাজার টাকা এবং একটি সাদা কাগজে লিখিত দিয়ে ছেলেকে মুক্ত করেন। ওই সময় তিনি গ্যারেজটিতে দেখতে পান, তাঁর ছেলের বন্ধুকেও শিকলে বেঁধে আটক রাখা হয়েছে। তার কেউ নেই বিধায় কেউ ছাড়াতে যায়নি।’
ওসি হাফিজুর রহমান বলেন, ‘পরবর্তীতে সেখানে অভিযান চালিয়ে চাঁদা আদায়ের ৩২ হাজার টাকা, লিখিত নেওয়া সাদা কাগজসহ গোলাম কিবরিয়া ও আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে শিকলে বেঁধে রাখা অবস্থায় কিশোরকে উদ্ধার করা হয়েছে।’
তিনি বলেন, ‘এ ঘটনায় রাশেদা বেগম বাদী হয়ে একটি মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার গোলাম কিবরিয়া ও আনোয়ার হোসেনকে আদালতে পাঠানো হয়। পরে শুনানি শেষে বিচারক তাঁদের কারাগারের পাঠানোর নির্দেশ দেন। তাঁরা বর্তমানে কারাগারে রয়েছেন।’
পুরানো ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর ৩৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট করার পর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ৫টার দিকে এ হামলা চালায়।
১২ মিনিট আগেচট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর ‘বহিরাগত সন্ত্রাসীদের’ হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন।
২১ মিনিট আগেটেকনাফে বড়শিতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি কোরাল মাছ। আজ রোববার উপজেলার শাহপরীর দ্বীপ জেটিতে মোজাম্মেল হক নামে এক জেলের বড়শিতে কোরালটি ধরা পড়ে। খবর পেয়ে কোরাল মাছটি দেখার জন্য স্থানীয় লোকজন জেটিতে ভিড় করেন।
৩১ মিনিট আগেভাঙারির দোকানে বিক্রি করে দেওয়া মুক্তিযোদ্ধার ভাস্কর্য দুটি ফিরিয়ে নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক আমিরুল মোমেনিন জোসি। তাঁর অনুরোধে ভাঙারি ব্যবসায়ী মো. খোকন আজ রোববার সকালে ভাস্কর্য দুটি এই অধ্যাপকের ল্যাবে দিয়ে এসেছেন।
৩২ মিনিট আগে