নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করেছে র্যাব-২। আজ মঙ্গলবার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার কর্মকর্তা কমান্ডার খন্দকার আল মঈন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
খন্দকার আল মঈন বলেন, মহামান্য আদালতকে কটূক্তি, আদালত অবমাননার মামলায় হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও আদালতে হাজির না হওয়ায় রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে গত মধ্যরাতে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-২। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নির্বাচন কমিশন থেকে বলা হয়েছিল, তফসিল ঘোষণার পর যদি কাউকে গ্রেপ্তার করতে হয় তাহলে কমিশনের কনসার্ন লাগবে। আপনারা সেটা নিয়েছিলেন কি না—এ বিষয়ে জানতে চাইলে র্যাবের আইন ও গণমাধ্যমের শাখার কর্মকর্তা বলেন, কারও বিরুদ্ধে যদি আদালতের নির্দেশনা থাকে তাঁকে আদালতে হাজির করার জন্য এ ব্যাপারে কারও নির্দেশনার প্রয়োজন আছে কি না সেটা দেখতে হবে।
হাইকোর্টের বিচারপতি মো. আখতারুজ্জামানকে নিয়ে ‘অবমাননাকর বক্তব্য’ দিয়েছিলেন হাবিবুর রহমান হাবিব। তাঁর সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই মন্তব্যের জন্য বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ হাবিবকে ৬ নভেম্বর হাইকোর্টে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছিলেন। কিন্তু সেদিন তিনি হাজির না হওয়ায় ৮ নভেম্বরের মধ্যে তাঁর বর্তমান অবস্থান জানতে চান হাইকোর্ট।
অ্যাটর্নি জেনারেলের দপ্তর থেকে আদালতকে জানানো হয়, আইনশৃঙ্খলা বাহিনী হাবিবকে তাঁর স্থায়ী ও বর্তমান ঠিকানায় খুঁজে পায়নি। তাঁর পরিবারের সদস্যরা বলেছেন, হাবিবের খবর তাঁরাও জানেন না। এর প্রেক্ষিতে গত ৮ নভেম্বর হাইকোর্ট বেঞ্চ হাবিবকে ধরে আদালতে হাজির করতে পুলিশকে নির্দেশ দেন।
ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক থাকার সময়ে খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় রায় ঘোষণা করেছিলেন আখতারুজ্জামান। পরে ২০১৯ সালে তিনি হাইকোর্টে নিয়োগ পান।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করেছে র্যাব-২। আজ মঙ্গলবার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার কর্মকর্তা কমান্ডার খন্দকার আল মঈন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
খন্দকার আল মঈন বলেন, মহামান্য আদালতকে কটূক্তি, আদালত অবমাননার মামলায় হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও আদালতে হাজির না হওয়ায় রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে গত মধ্যরাতে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-২। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নির্বাচন কমিশন থেকে বলা হয়েছিল, তফসিল ঘোষণার পর যদি কাউকে গ্রেপ্তার করতে হয় তাহলে কমিশনের কনসার্ন লাগবে। আপনারা সেটা নিয়েছিলেন কি না—এ বিষয়ে জানতে চাইলে র্যাবের আইন ও গণমাধ্যমের শাখার কর্মকর্তা বলেন, কারও বিরুদ্ধে যদি আদালতের নির্দেশনা থাকে তাঁকে আদালতে হাজির করার জন্য এ ব্যাপারে কারও নির্দেশনার প্রয়োজন আছে কি না সেটা দেখতে হবে।
হাইকোর্টের বিচারপতি মো. আখতারুজ্জামানকে নিয়ে ‘অবমাননাকর বক্তব্য’ দিয়েছিলেন হাবিবুর রহমান হাবিব। তাঁর সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই মন্তব্যের জন্য বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ হাবিবকে ৬ নভেম্বর হাইকোর্টে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছিলেন। কিন্তু সেদিন তিনি হাজির না হওয়ায় ৮ নভেম্বরের মধ্যে তাঁর বর্তমান অবস্থান জানতে চান হাইকোর্ট।
অ্যাটর্নি জেনারেলের দপ্তর থেকে আদালতকে জানানো হয়, আইনশৃঙ্খলা বাহিনী হাবিবকে তাঁর স্থায়ী ও বর্তমান ঠিকানায় খুঁজে পায়নি। তাঁর পরিবারের সদস্যরা বলেছেন, হাবিবের খবর তাঁরাও জানেন না। এর প্রেক্ষিতে গত ৮ নভেম্বর হাইকোর্ট বেঞ্চ হাবিবকে ধরে আদালতে হাজির করতে পুলিশকে নির্দেশ দেন।
ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক থাকার সময়ে খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় রায় ঘোষণা করেছিলেন আখতারুজ্জামান। পরে ২০১৯ সালে তিনি হাইকোর্টে নিয়োগ পান।
নাটোর–পাবনা মহাসড়কের কদিমচিলান এলাকায় বনপাড়া থেকে রাজাপুরগামী ব্যাটারিচালিত অটোভ্যানটিকে খুলনা থেকে নাটোরগামী ট্রাকে চাপা দেয়। এরপর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়।
৩৪ মিনিট আগেসিলেটে দুই পক্ষের সংঘর্ষে বিলাল আহমদ মুন্সী (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে সিলেট নগরের শাহপরান এলাকার বাহুবলে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন।
৩৪ মিনিট আগেকক্সবাজারে এইডস রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রায় ৭ বছরের তুলনায় গত দুই বছরে এই সংক্রমণ দ্বিগুণ হয়েছে। আক্রান্তদের মধ্যে বড় অংশ উখিয়া ও টেকনাফে আশ্রয়শিবিরে থাকা রোহিঙ্গা।
১ ঘণ্টা আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের ভবন নির্মাণ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। একদিকে ভবন নির্মাণের দাবিতে চারুকলা বিভাগের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছেন, অন্যদিকে মাস্টারপ্ল্যান বাস্তবায়ন এবং পরিবেশ রক্ষার পক্ষে অবস্থান নিয়েছেন অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে