নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাজার সিন্ডিকেট ভাঙতে কৃষকের কাছ থেকে কিনে সরাসরি ভোক্তার কাছে কৃষিপণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে। এতে মধ্যস্বত্বভোগী না থাকায় বাজার মূল্যের চেয়ে অনেক কমে বিভিন্ন ধরনের সবজি, গরুর মাংস ও ডিম কিনতে পারবেন ভোক্তারা। বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় পণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার সকালে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাব ও কারওয়ানবাজার টিসিবি ভবনের সামনে কৃষিপণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে। শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিক্রি কার্যক্রম উদ্বোধন করবেন।
বাণিজ্য মন্ত্রণালয় জানায়, বেসরকারি প্রতিষ্ঠান ফসল ডট কম লিমিটেড পণ্য সরবরাহ ও বিক্রি করবে। শুরুতে রাজধানীর পাঁচ থেকে সাতটি এলাকায় বিক্রি হবে। পরবর্তীতে রাজধানীর ৫০টি স্থানে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হবে। এই কার্যক্রম শুরু হলে ভোক্তারা লাভবান হবে। পাশাপাশি বিক্রেতা প্রতিষ্ঠানও লাভবান হবে।
ফসল ডট কম সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ১৫টি পণ্য বিক্রি শুরু হচ্ছে। পণ্যগুলোর মধ্যে কাঁচা পেঁপে ৩৯ টাকা, লেবু হালি ২৮ টাকা, চাল কুমড়া পিচ ৭৩ টাকা, ঢ্যাঁড়স কেজি ৭৫ টাকা, পটোল ৬৮ টাকা, কাঁকরোল ৯১ টাকা, শসা ৬৫ টাকা, কচুমুখী ৭১ টাকা, ঝিঙে ৬৬ টাকা, করলা ৯৪ টাকা, টমেটো ১৯৪ টাকা, বাঁধাকপি পিচ ৬৮ টাকা, মুরগির মাংস সোনালী ৬০০ গ্রাম ২৭৩ টাকা এবং গরুর মাংস ৭২০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।
ফসল ডট কম লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মামুন উর রশিদ আজকের পত্রিকাকে বলেন, সরকারকে সহায়তার জন্য কৃষকের কাছ থেকে এসব পণ্য তারা সরাসরি ভোক্তার কাছে পৌঁছে দিচ্ছেন। মাঝপথে কোনো মধ্যস্বত্বভোগী থাকছে না। তারা লোকসানে পণ্য বিক্রি করবেন না। তবে লাভ খুবই সীমিত করা হবে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, বাজার সিন্ডিকেট ভাঙতে কৃষকের কাছ থেকে পণ্য কিনে সরাসরি ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার জন্য কৃষিপণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে। ফসল ডট কম লিমিটেডকে সরকারের পক্ষ থেকে আর্থিক সুবিধা নয়, লজিস্টিক সহযোগিতা দেওয়া হচ্ছে।
বাজার সিন্ডিকেট ভাঙতে কৃষকের কাছ থেকে কিনে সরাসরি ভোক্তার কাছে কৃষিপণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে। এতে মধ্যস্বত্বভোগী না থাকায় বাজার মূল্যের চেয়ে অনেক কমে বিভিন্ন ধরনের সবজি, গরুর মাংস ও ডিম কিনতে পারবেন ভোক্তারা। বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় পণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার সকালে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাব ও কারওয়ানবাজার টিসিবি ভবনের সামনে কৃষিপণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে। শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিক্রি কার্যক্রম উদ্বোধন করবেন।
বাণিজ্য মন্ত্রণালয় জানায়, বেসরকারি প্রতিষ্ঠান ফসল ডট কম লিমিটেড পণ্য সরবরাহ ও বিক্রি করবে। শুরুতে রাজধানীর পাঁচ থেকে সাতটি এলাকায় বিক্রি হবে। পরবর্তীতে রাজধানীর ৫০টি স্থানে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হবে। এই কার্যক্রম শুরু হলে ভোক্তারা লাভবান হবে। পাশাপাশি বিক্রেতা প্রতিষ্ঠানও লাভবান হবে।
ফসল ডট কম সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ১৫টি পণ্য বিক্রি শুরু হচ্ছে। পণ্যগুলোর মধ্যে কাঁচা পেঁপে ৩৯ টাকা, লেবু হালি ২৮ টাকা, চাল কুমড়া পিচ ৭৩ টাকা, ঢ্যাঁড়স কেজি ৭৫ টাকা, পটোল ৬৮ টাকা, কাঁকরোল ৯১ টাকা, শসা ৬৫ টাকা, কচুমুখী ৭১ টাকা, ঝিঙে ৬৬ টাকা, করলা ৯৪ টাকা, টমেটো ১৯৪ টাকা, বাঁধাকপি পিচ ৬৮ টাকা, মুরগির মাংস সোনালী ৬০০ গ্রাম ২৭৩ টাকা এবং গরুর মাংস ৭২০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।
ফসল ডট কম লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মামুন উর রশিদ আজকের পত্রিকাকে বলেন, সরকারকে সহায়তার জন্য কৃষকের কাছ থেকে এসব পণ্য তারা সরাসরি ভোক্তার কাছে পৌঁছে দিচ্ছেন। মাঝপথে কোনো মধ্যস্বত্বভোগী থাকছে না। তারা লোকসানে পণ্য বিক্রি করবেন না। তবে লাভ খুবই সীমিত করা হবে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, বাজার সিন্ডিকেট ভাঙতে কৃষকের কাছ থেকে পণ্য কিনে সরাসরি ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার জন্য কৃষিপণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে। ফসল ডট কম লিমিটেডকে সরকারের পক্ষ থেকে আর্থিক সুবিধা নয়, লজিস্টিক সহযোগিতা দেওয়া হচ্ছে।
ঢাকার আশুলিয়ার রেডিয়েন্স ফ্যাশন লিমিটেডের আমদানির করা অর্ধকোটি টাকার জিনসের কাপড় চুরি হওয়ার পর উদ্ধার করেছে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ। গাজীপুরের কোনাবাড়ী, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে এসব কাপড় জব্দ করা হয়। এ ঘটনায় মাসুম ওরফে বাবু (৩৪) নামের এক যুবককে কোনাবাড়ী থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।
১৩ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ শনিবার দুপুরে ঘটনার সূত্রপাত হলেও বিকেলেও সংঘর্ষ চলছিল। এই উত্তেজনা পরে কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে চৌকা সীমান্ত পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুই বাংলাদেশি আহত হয়েছেন।
১৯ মিনিট আগেরাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নির্মাণাধীন একাডেমিক ভবনের ছাদ থেকে পড়ে মো. সালাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজ পাঁচ বছরেও শেষ হয়নি। ভবনের কাজ ৬০ শতাংশ করে বন্ধ রাখার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এতে পাঠদানসহ বিভিন্ন কার্যক্রমে ভোগান্তিতে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
৪১ মিনিট আগে