মরার পর গিনেস বুকে নাম উঠল রানীর

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১৭: ০৮
Thumbnail image

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে স্থান পাওয়া অপেক্ষা ছিল সাভারের আশুলিয়ায় খর্বাকৃতির গরু রানী। কিন্তু এর আগেই মৃত্যু হয় গরুটির। অবশেষে মৃত্যুর ৪০ দিন পর বিশ্বের সবচেয়ে ছোট গরু হিসেবে স্বীকৃতি পেল সেই রানী।

আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সাভারে চারিগ্রাম এলাকার শিকড় অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপক মো. আবু সুফিয়ান। 

এর আগে, গতকাল সোমবার বিকেল ৪টার দিকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তাঁকে একটি ই-মেইলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে গেলেও এখন রানীর তথ্য দেখা যাচ্ছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে রানীকে ‘শর্টেস্ট কাউ এভার’ আখ্যা দেওয়া হয়েছে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে রানীকে বিশ্বের খর্বতম গরু আখ্যা দেওয়া হয়েছে।শিকড় অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপক আবু সুফিয়ান বলেন, গিনেস বুক কর্তৃপক্ষের কাছে আমরা রানীর পোস্টমর্টেম রিপোর্ট পাঠিয়েছিলাম। ওরা মূলত দেখেছে, আমরা হরমোন জাতীয় ইনজেকশন পুশ করে রানীকে বামন করেছিলাম কি-না। কিন্তু এ ধরনের কোনো কিছু তারা রিপোর্টে পায়নি। তিন দিন আগে ওরা রানীকে বিশ্বের সবচেয়ে ছোট গরুর স্বীকৃতি দিয়েছে। কিন্তু ওদের প্রসেসের কারণে বিলম্বে কাল আমাদের ই-মেইল করেছে।

ভুট্টি জাতের এ গরুর উচ্চতা ছিল ২৪ দশমিক ৭ ইঞ্চি। দৈর্ঘ্য ২৬ ইঞ্চি এবং ওজন ২৬ কেজি। ১১ মাস আগে নওগাঁর প্রত্যন্ত গ্রাম থেকে রানীকে আনা হয়েছিল আশুলিয়ার খামারে। গিনেস রেকর্ডের জন্য আবেদন করার পর থেকে ভাইরাল হয়ে যায় রানী। নিরাপত্তা ও পালনের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করলেও শেষ পর্যন্ত রানীকে বাঁচানো যায়নি। গত ১৯ আগস্ট গরুটির মৃত্যুর খবর পাওয়া যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত