পাখির কিচিরমিচিরে ঘুম ভাঙে যে জনপদের মানুষের

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
Thumbnail image

গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণে অবস্থিত প্রহলাদপুর ইউনিয়নের দমদমা গ্রাম। এ জনপদে রয়েছে চার হাজার মানুষের বাস। এই জনপদের মানুষের ঘুম ভাঙে পাখির কিচিরমিচির শব্দে। শীতসহ সকল ঋতুতেই দমদমা গ্রামের ‘আমাদের বিল’ নামে দু'টি বিলে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখি আসে। পরিযায়ী ছাড়াও কোকিলের কুহু তান, শালিকের ঝাঁক, ময়না, দোয়েলের কিচিরমিচির শব্দে মুখরিত থাকে সব সময়।

সরেজমিন ঘুরে দেখা যায়, স্থানীয় সাংসদের বাড়ির দুপাশে রয়েছে ৩০০ বিঘা জমির ওপর দু'টি বিল। বিল দু'টি ‘আমাদের বিল’ নামে পরিচিত। এ গ্রামে বেশির ভাগ জমিতে বোরোধানের চাষ হয়। গত এক যুগ ধরে ধরে দুটি বিলের জমিতে ধান রোপণ হয় না। শীত পড়লে বিলে নামে হাজার হাজার পরিযায়ী পাখি। সকাল শুরু হতেই হাজার হাজার পাখি দল বেঁধে নামতে শুরু করে বিলে। পাখির কলকাকলীতে মুখরিত হয়ে ওঠে দমদমা গ্রামের আশপাশের পরিবেশ।

বিলের চারপাশে রয়েছে ফসলি জমি। জমির ফসলে সবুজের সমারোহে ভরে উঠেছে বিলের চারপাশ। এর মাঝে পরিযায়ী পাখিগুলো দেখতে কতই না সুন্দর।

গাজীপুরের শ্রীপুর উপজেলার দমদমা গ্রামের বিলে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী পাখিস্থানীয় গ্রামের বাসিন্দা সাখাওয়াত হোসেন জানান, ‘পাখিগুলো হাজার হাজার মাইল পাড়ি দিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে চলে আসে বিলে। এদের যেন কেউ শিকার না করে এ জন্য বিলের আশপাশের মানুষকে সচেতন করা হয়েছে।’

দমদমা গ্রামে প্রতিদিন হাজার হাজার পাখির কলকাকলি দেখতে আসে শত শত মানুষ। পাখির ঝাঁক বেঁধে থাকা সত্যিই নয়নাভিরাম। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত