গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কাশিমপুরে কারা ফটক থেকে জঙ্গি সংগঠনের পলাতক এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার কাশিমপুর কেন্দ্রীয় হাইসিকিউরিটি কারাগারের প্রধান ফটক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাহতাব উদ্দিন (৩৫) পাবনা জেলার আতাইকুলা থানার কইজুরি শ্রীপুর গ্রামের বাসিন্দা। তিনি সম্প্রতি মৌলভীবাজারের কুলাউড়া থানার দুর্গম এলাকায় নবগঠিত জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদের কাফেলা’র সক্রিয় সদস্য।
মহানগর পুলিশের কমিশনার মাহবুব আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফেলার একজন পলাতক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে জিজ্ঞাসাবাদ করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাঁকে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কাছে হস্তান্তর করা হবে।’
মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার অপরাধ (উত্তর) আবু তোরাব মো. সামসুর রহমান বলেন, ‘চলতি বছরের আগস্ট মাসে মৌলভীবাজারের কুলাউড়া থানার দুর্গম এলাকায় অভিযান চালিয়ে প্রশিক্ষণরত অবস্থায় নবগঠিত জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফেলার ১০ সদস্যকে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। অভিযানের সময় গ্রেপ্তার জঙ্গি সদস্য মাহতাব উদ্দিন সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু তাঁর স্ত্রী শাপলা বেগম গ্রেপ্তার হন। পরবর্তী সময়ে আদালতে জবানবন্দিতে শাপলা বেগম তাঁর স্বামী মাহতাব জঙ্গি সদস্য এবং পলাতক বলে স্বীকার করে।’
তিনি বলেন, ‘গ্রেপ্তার মাহতাব ইসলামের স্ত্রী বর্তমানে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দী আছেন। এ ছাড়া মাহতাবের শ্যালক মোহাম্মদ আল মামুনের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাইসিকিউরিটি কারাগারে বন্দী আছেন।’
পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল, জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফেলার পলাতক সদস্য মাহতাব কাশিমপুর কারাগারে বন্দী তাঁর স্ত্রী ও শ্যালকের সঙ্গে সাক্ষাৎ করতে আসতে পারেন। এমন তথ্যের ভিত্তিতে আমরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি। আজ (বৃহস্পতিবার) সকালে মাহতাব তাঁর স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারের প্রধান ফটকে আসলে জিএমপির কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।’
আবু তোরাব মো. সামসুর রহমান আরও বলেন, ‘মাহতাবের বিরুদ্ধে রাজধানীর মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে। কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’
আরও পড়ুন:
কুলাউড়ায় দুর্গম পাহাড়ে জঙ্গি আস্তানা সন্দেহে চলছে ‘অপারেশন হিলসাইড’, আটক ৮
জঙ্গি প্রশিক্ষণের জন্য ৫০ শতাংশ জমি কেনা হয়: সিটিটিসি
অপারেশন হিলসাইড: কুলাউড়ার ‘জঙ্গি আস্তানা’ থেকে পালানো ১৭ জন আটক
কুলাউড়ায় নতুন ‘জঙ্গি’ সংগঠনের ১০ জন আটক: সিটিটিসি
‘জঙ্গি আস্তানায়’ আটক নটর ডেমের ছাত্র হতাশ ও বিষণ্ন ছিল, স্বজনদের দাবি
গাজীপুরের কাশিমপুরে কারা ফটক থেকে জঙ্গি সংগঠনের পলাতক এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার কাশিমপুর কেন্দ্রীয় হাইসিকিউরিটি কারাগারের প্রধান ফটক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাহতাব উদ্দিন (৩৫) পাবনা জেলার আতাইকুলা থানার কইজুরি শ্রীপুর গ্রামের বাসিন্দা। তিনি সম্প্রতি মৌলভীবাজারের কুলাউড়া থানার দুর্গম এলাকায় নবগঠিত জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদের কাফেলা’র সক্রিয় সদস্য।
মহানগর পুলিশের কমিশনার মাহবুব আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফেলার একজন পলাতক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে জিজ্ঞাসাবাদ করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাঁকে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কাছে হস্তান্তর করা হবে।’
মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার অপরাধ (উত্তর) আবু তোরাব মো. সামসুর রহমান বলেন, ‘চলতি বছরের আগস্ট মাসে মৌলভীবাজারের কুলাউড়া থানার দুর্গম এলাকায় অভিযান চালিয়ে প্রশিক্ষণরত অবস্থায় নবগঠিত জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফেলার ১০ সদস্যকে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। অভিযানের সময় গ্রেপ্তার জঙ্গি সদস্য মাহতাব উদ্দিন সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু তাঁর স্ত্রী শাপলা বেগম গ্রেপ্তার হন। পরবর্তী সময়ে আদালতে জবানবন্দিতে শাপলা বেগম তাঁর স্বামী মাহতাব জঙ্গি সদস্য এবং পলাতক বলে স্বীকার করে।’
তিনি বলেন, ‘গ্রেপ্তার মাহতাব ইসলামের স্ত্রী বর্তমানে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দী আছেন। এ ছাড়া মাহতাবের শ্যালক মোহাম্মদ আল মামুনের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাইসিকিউরিটি কারাগারে বন্দী আছেন।’
পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল, জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফেলার পলাতক সদস্য মাহতাব কাশিমপুর কারাগারে বন্দী তাঁর স্ত্রী ও শ্যালকের সঙ্গে সাক্ষাৎ করতে আসতে পারেন। এমন তথ্যের ভিত্তিতে আমরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি। আজ (বৃহস্পতিবার) সকালে মাহতাব তাঁর স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে কারাগারের প্রধান ফটকে আসলে জিএমপির কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।’
আবু তোরাব মো. সামসুর রহমান আরও বলেন, ‘মাহতাবের বিরুদ্ধে রাজধানীর মিরপুর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে। কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’
আরও পড়ুন:
কুলাউড়ায় দুর্গম পাহাড়ে জঙ্গি আস্তানা সন্দেহে চলছে ‘অপারেশন হিলসাইড’, আটক ৮
জঙ্গি প্রশিক্ষণের জন্য ৫০ শতাংশ জমি কেনা হয়: সিটিটিসি
অপারেশন হিলসাইড: কুলাউড়ার ‘জঙ্গি আস্তানা’ থেকে পালানো ১৭ জন আটক
কুলাউড়ায় নতুন ‘জঙ্গি’ সংগঠনের ১০ জন আটক: সিটিটিসি
‘জঙ্গি আস্তানায়’ আটক নটর ডেমের ছাত্র হতাশ ও বিষণ্ন ছিল, স্বজনদের দাবি
ডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৭ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৭ ঘণ্টা আগেপানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
৭ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
৭ ঘণ্টা আগে