শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরের নড়িয়ায় স্বতন্ত্র প্রার্থী ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. খালেদ শওকত আলীর নির্বাচনী প্রচার মিছিলে বোমা হামলা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় নাড়িয়া পৌরসভার বাঁশতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
এতে স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকের ২০ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন ঈগলের প্রার্থী খালেদ শওকত আলী।
একই সঙ্গে তিনি এ হামলার জন্য নৌকার প্রার্থী এ কে এম এনামুল হক শামীম ও তার কর্মীদের দায়ী করেছেন। আহতদের শরীয়তপুর সদর হাসপাতাল, নড়িয়া মাজেলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে নজরুল খলিফা, মান্নান বেপারী, রশিদ চৌকিদার, নজরুল বেপারী, সুমন মোড়ল, মহিউদ্দিন বেপারী ও আব্দুর রহিম নাম জানা গেছে।
স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলী অভিযোগ করেন, ‘আজ সন্ধ্যার দিকে নড়িয়া উপজেলার বাঁশতলা থেকে ঈগলের পক্ষে একটি গণসংযোগ মিছিল নিয়ে মূলফৎগঞ্জের দিকে যাচ্ছিল। মূলফৎগঞ্জ লেক ব্রিজের কাছাকাছি পৌঁছলে নৌকার প্রার্থী এ কে এম এনামুল হক শামীমের কর্মীরা পূর্বপরিকল্পিতভাবে হাতবোমা ও অস্ত্র নিয়ে ঈগলের প্রচার মিছিলে অতর্কিত হামলা চালায়। এতের ঈগলের ২০ জন সমর্থক গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীয়তপুর সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘পরাজয় নিশ্চিত জেনে ভীতিকর পরিবেশ সৃষ্টির জন্য এনামুল হক শামীমের সন্ত্রাসীরা এই ন্যক্কারজনক হামলা চালিয়েছে। যাতে মানুষ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে না পারে। ব্যালটের মাধ্যমে আমরা এই হামলার জবাব দেব ইনশা আল্লাহ।’
তবে নৌকার প্রার্থী এ কে এম এনামুল হক শামীম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তারা নিজেরা নিজেরা মারামারি করে আমাদের ওপর দোষ চাপাতে চাইছে। ঈগলের কোনো জনসমর্থন নাই। এ কারণে তারা নিজেরা নিজেরা মারামারি করে নির্বাচন বানচালের অপচেষ্টা করছে।’
এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঈগলের প্রচার মিছিলে হামলার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। এ ঘটনায় তদন্ত চলছে। পুলিশি রিপোর্ট পেলে বলতে পারব আসল ঘটনা কী এবং কতজন আহত হয়েছে। এ বিষয়ে এখনো কেই অভিযোগ নিয়ে থানায় আসেনি।’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। আর দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে ঈগল প্রতীকে নির্বাচন করছেন যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য খালেদ শওকত আলী। খালেদ শওকত স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে নড়িয়া ও সখিপুরের নৌকা ও ঈগলের সমর্থকদের মধ্যে ৫০টির মতো হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে এবং উভয় পক্ষের একাধিক নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় একে অপরের ওপর দোষ চাপিয়েছেন।
শরীয়তপুরের নড়িয়ায় স্বতন্ত্র প্রার্থী ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. খালেদ শওকত আলীর নির্বাচনী প্রচার মিছিলে বোমা হামলা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় নাড়িয়া পৌরসভার বাঁশতলা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
এতে স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকের ২০ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন ঈগলের প্রার্থী খালেদ শওকত আলী।
একই সঙ্গে তিনি এ হামলার জন্য নৌকার প্রার্থী এ কে এম এনামুল হক শামীম ও তার কর্মীদের দায়ী করেছেন। আহতদের শরীয়তপুর সদর হাসপাতাল, নড়িয়া মাজেলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে নজরুল খলিফা, মান্নান বেপারী, রশিদ চৌকিদার, নজরুল বেপারী, সুমন মোড়ল, মহিউদ্দিন বেপারী ও আব্দুর রহিম নাম জানা গেছে।
স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলী অভিযোগ করেন, ‘আজ সন্ধ্যার দিকে নড়িয়া উপজেলার বাঁশতলা থেকে ঈগলের পক্ষে একটি গণসংযোগ মিছিল নিয়ে মূলফৎগঞ্জের দিকে যাচ্ছিল। মূলফৎগঞ্জ লেক ব্রিজের কাছাকাছি পৌঁছলে নৌকার প্রার্থী এ কে এম এনামুল হক শামীমের কর্মীরা পূর্বপরিকল্পিতভাবে হাতবোমা ও অস্ত্র নিয়ে ঈগলের প্রচার মিছিলে অতর্কিত হামলা চালায়। এতের ঈগলের ২০ জন সমর্থক গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীয়তপুর সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘পরাজয় নিশ্চিত জেনে ভীতিকর পরিবেশ সৃষ্টির জন্য এনামুল হক শামীমের সন্ত্রাসীরা এই ন্যক্কারজনক হামলা চালিয়েছে। যাতে মানুষ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে না পারে। ব্যালটের মাধ্যমে আমরা এই হামলার জবাব দেব ইনশা আল্লাহ।’
তবে নৌকার প্রার্থী এ কে এম এনামুল হক শামীম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তারা নিজেরা নিজেরা মারামারি করে আমাদের ওপর দোষ চাপাতে চাইছে। ঈগলের কোনো জনসমর্থন নাই। এ কারণে তারা নিজেরা নিজেরা মারামারি করে নির্বাচন বানচালের অপচেষ্টা করছে।’
এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঈগলের প্রচার মিছিলে হামলার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। এ ঘটনায় তদন্ত চলছে। পুলিশি রিপোর্ট পেলে বলতে পারব আসল ঘটনা কী এবং কতজন আহত হয়েছে। এ বিষয়ে এখনো কেই অভিযোগ নিয়ে থানায় আসেনি।’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। আর দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে ঈগল প্রতীকে নির্বাচন করছেন যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য খালেদ শওকত আলী। খালেদ শওকত স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে নড়িয়া ও সখিপুরের নৌকা ও ঈগলের সমর্থকদের মধ্যে ৫০টির মতো হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে এবং উভয় পক্ষের একাধিক নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় একে অপরের ওপর দোষ চাপিয়েছেন।
রাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
৪ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৫ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৫ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।
৫ ঘণ্টা আগে