নিজস্ব প্রতিনিধি
ঢাকা: ঢাকা দেশে করোনা সংক্রমণের হার কমে গেলে সাথে সাথেই দেশের সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
গতকাল শনিবার রাতে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত 'ভিক্টিম ব্লেমিং সংস্কৃতি ' শীর্ষক এক ওয়েবিনিয়ারে শিক্ষামন্ত্রী এ কথা জানান।
দীপু মনি বলেন, যদি আপনারা আমাকে বলতে পারেন সবাই আমরা নিয়ম মেনে চলবো, স্বাস্থ্যবিধি মেনে চলবো, তাহলে আমাদের সংক্রমণ কমে যাবে। সেক্ষেত্রে আমি নিশ্চিত করে বলতে পারি সংক্রমণ কমে গেলে সাথে সাথেই আমরা সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিব। কিন্তু আমরাতো স্বাস্থ্যবিধি মানছি না। আর আমাদের পাশের দেশে করোনার যে ভয়াবহ পরিস্থিতি সেটার প্রতিফলন যদি আমাদের দেশে ঘটে, তাহলে এখানে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। সেজন্য আমাদের অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে।
বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ে পর্যায়ে আবাসিক শিক্ষার্থীদের টিকা দেওয়া সম্পূর্ণ করে বিশ্ববিদ্যালয় খুলতে হবে। তা না হলে সংক্রমণ ছড়িয়ে যাবে। আমাদের দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে অধিকাংশ ক্ষেত্রে ধারণ ক্ষমতার বেশি শিক্ষার্থী থাকে। সেখানে দ্রুত সংক্রমণ ছড়িয়ে যেতে পারে। এ ক্ষেত্রে আমাদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, মনে করতে হবে আমরা এখন যুদ্ধের মধ্যেই আছি। ৭১ এ আমরা যখন যুদ্ধে ছিলাম তখন কেউ প্রশ্ন করেনি স্কুল কখন খুলবে, চাকুরির জায়গায় কখন যাব। তখন জীবন বাঁচানো এবং দেশকে স্বাধীন করাই প্রধান ছিলো। তাই এখন দেশকে করোনা মুক্ত করাই প্রধান কাজ হওয়া উচিত। আমরা অনলাইনে গবেষণার সুযোগ করে দিয়েছি। যেসকল পরীক্ষা অনলাইনে নেওয়া সম্ভব সেগুলো যেন অনলাইনে নিয়ে নেওয়া হয় সেজন্য নির্দেশনা দিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, দৈনিক মানবকন্ঠের সম্পাদক আনিস আলমগীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক উম্মে আরা প্রমূখ বক্তব্য রাখেন।
ঢাকা: ঢাকা দেশে করোনা সংক্রমণের হার কমে গেলে সাথে সাথেই দেশের সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
গতকাল শনিবার রাতে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত 'ভিক্টিম ব্লেমিং সংস্কৃতি ' শীর্ষক এক ওয়েবিনিয়ারে শিক্ষামন্ত্রী এ কথা জানান।
দীপু মনি বলেন, যদি আপনারা আমাকে বলতে পারেন সবাই আমরা নিয়ম মেনে চলবো, স্বাস্থ্যবিধি মেনে চলবো, তাহলে আমাদের সংক্রমণ কমে যাবে। সেক্ষেত্রে আমি নিশ্চিত করে বলতে পারি সংক্রমণ কমে গেলে সাথে সাথেই আমরা সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিব। কিন্তু আমরাতো স্বাস্থ্যবিধি মানছি না। আর আমাদের পাশের দেশে করোনার যে ভয়াবহ পরিস্থিতি সেটার প্রতিফলন যদি আমাদের দেশে ঘটে, তাহলে এখানে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। সেজন্য আমাদের অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে।
বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ে পর্যায়ে আবাসিক শিক্ষার্থীদের টিকা দেওয়া সম্পূর্ণ করে বিশ্ববিদ্যালয় খুলতে হবে। তা না হলে সংক্রমণ ছড়িয়ে যাবে। আমাদের দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে অধিকাংশ ক্ষেত্রে ধারণ ক্ষমতার বেশি শিক্ষার্থী থাকে। সেখানে দ্রুত সংক্রমণ ছড়িয়ে যেতে পারে। এ ক্ষেত্রে আমাদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, মনে করতে হবে আমরা এখন যুদ্ধের মধ্যেই আছি। ৭১ এ আমরা যখন যুদ্ধে ছিলাম তখন কেউ প্রশ্ন করেনি স্কুল কখন খুলবে, চাকুরির জায়গায় কখন যাব। তখন জীবন বাঁচানো এবং দেশকে স্বাধীন করাই প্রধান ছিলো। তাই এখন দেশকে করোনা মুক্ত করাই প্রধান কাজ হওয়া উচিত। আমরা অনলাইনে গবেষণার সুযোগ করে দিয়েছি। যেসকল পরীক্ষা অনলাইনে নেওয়া সম্ভব সেগুলো যেন অনলাইনে নিয়ে নেওয়া হয় সেজন্য নির্দেশনা দিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, দৈনিক মানবকন্ঠের সম্পাদক আনিস আলমগীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক উম্মে আরা প্রমূখ বক্তব্য রাখেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী আফসানা কারিম রাচি নিহতের ঘটনায় রিকশাচালক আরজু মিয়াকে একদিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে এম মহিউদ্দিন এই রিমান্ড মঞ্জুর করেন।
৪ মিনিট আগেঝালকাঠি সদর হাসপাতালের গাইনি বিভাগের পেছনে থেকে এক ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকটির আনুমানিক বয়স হবে একদিন।
৮ মিনিট আগেরাজধানীর যাত্রাবাড়ীতে মাহবুবুর রহমান মোল্লা কলেজ (ডিএমআরসি), কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে...
১১ মিনিট আগেবড়াইগ্রামে আ.লীগ কর্মীকে মারধরের মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার নাটোরের বড়াইগ্রামে বৃদ্ধ মা-বাবা ও অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে আওয়ামী লীগ সমর্থক উজ্জ্বল কুমার মন্ডলকে মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় পৌর শ্রমিকদলের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
২৪ মিনিট আগে