নিজস্ব প্রতিবেদক
ঢাকা: মগবাজার শর্মা হাউসের বিস্ফোরণের পর তিন দিন ধরে ধ্বংসস্তূপে বাবার লাশ খুঁজছেন হেনা বেগম (৪১)। আজ মঙ্গলবারও শর্মা হাউসের ধসে পড়া অংশে বাবার ছবি নিয়ে দাঁড়িয়ে বারবার আহাজারি করছেন তিনি। হেনা বেগম কান্না জড়িত কণ্ঠে বলতে থাকেন, 'ভাই একটু দেখন, বিল্ডিংয়ের ভাঙা অংশের নিচে আমার বাবার লাশ আছে।'
হেনা বেগমের বাবার নাম হারুনুর রশীদ (৭১)। তাঁর গ্রামের বাড়ি বরিশাল উজিরপুর থানায়। তিনি মগবাজার ওয়ারলেসে বিস্ফোরণ হওয়া শর্মা হাউস ভবনে গার্ডের কাজ করতেন। হেনাও মগবাজার এলাকার একটি বাসায় থাকেন। ভালো কিছু রান্না করলে বাবার জন্য খাবার নিয়ে আসতেন তিনি।
হেনা জানিয়েছেন, রোববার (২৭) রাতে বিস্ফোরণ হওয়ার একটু আগেও তিনি তাঁর বাবার সঙ্গে কথা বলেছেন। তাঁর নাতির খোঁজ নিয়েছেন হারুনুর রশীদ। কথা বলা অবস্থায় হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর পর থেকে আর বাবার খোঁজ পাচ্ছেন না। তিনি আহাজারি করে বলেন, সবাই তাঁদের স্বজনদের পাচ্ছেন। আহতদের হাসপাতালে, নিহতদের মর্গে। কিন্তু আমি আমার বাবাকে খুঁজে পাচ্ছি না। আমি এখন কার দুয়ারে যাব।
হেনার অভিযোগ, বাড়ির মালিক তাঁর বাবা হারুনুর রশীদকে ঠিকমতো বেতন-ছুটি দিত না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়ে হেনা বেগম বলেন, 'মা, আপনি আমার বাবাকে ফিরিয়ে দেন। আপনিও আপনার বাবাকে হারাইছেন, লাশ পাইছেন। আমি তো আমার বাবার লাশও খুঁজে পাচ্ছি না।'
ঢাকা: মগবাজার শর্মা হাউসের বিস্ফোরণের পর তিন দিন ধরে ধ্বংসস্তূপে বাবার লাশ খুঁজছেন হেনা বেগম (৪১)। আজ মঙ্গলবারও শর্মা হাউসের ধসে পড়া অংশে বাবার ছবি নিয়ে দাঁড়িয়ে বারবার আহাজারি করছেন তিনি। হেনা বেগম কান্না জড়িত কণ্ঠে বলতে থাকেন, 'ভাই একটু দেখন, বিল্ডিংয়ের ভাঙা অংশের নিচে আমার বাবার লাশ আছে।'
হেনা বেগমের বাবার নাম হারুনুর রশীদ (৭১)। তাঁর গ্রামের বাড়ি বরিশাল উজিরপুর থানায়। তিনি মগবাজার ওয়ারলেসে বিস্ফোরণ হওয়া শর্মা হাউস ভবনে গার্ডের কাজ করতেন। হেনাও মগবাজার এলাকার একটি বাসায় থাকেন। ভালো কিছু রান্না করলে বাবার জন্য খাবার নিয়ে আসতেন তিনি।
হেনা জানিয়েছেন, রোববার (২৭) রাতে বিস্ফোরণ হওয়ার একটু আগেও তিনি তাঁর বাবার সঙ্গে কথা বলেছেন। তাঁর নাতির খোঁজ নিয়েছেন হারুনুর রশীদ। কথা বলা অবস্থায় হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর পর থেকে আর বাবার খোঁজ পাচ্ছেন না। তিনি আহাজারি করে বলেন, সবাই তাঁদের স্বজনদের পাচ্ছেন। আহতদের হাসপাতালে, নিহতদের মর্গে। কিন্তু আমি আমার বাবাকে খুঁজে পাচ্ছি না। আমি এখন কার দুয়ারে যাব।
হেনার অভিযোগ, বাড়ির মালিক তাঁর বাবা হারুনুর রশীদকে ঠিকমতো বেতন-ছুটি দিত না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়ে হেনা বেগম বলেন, 'মা, আপনি আমার বাবাকে ফিরিয়ে দেন। আপনিও আপনার বাবাকে হারাইছেন, লাশ পাইছেন। আমি তো আমার বাবার লাশও খুঁজে পাচ্ছি না।'
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৮ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৮ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৯ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১০ ঘণ্টা আগে