নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জৈব কীটনাশক বিটিআই নিয়ে বিতর্কের পর বাজারে এল আরও তিন ধরনের বিটিআই। এগুলো হচ্ছে ভেক্সটোম্যাক্স ডব্লিউএসপি, ভেক্টোব্যাক ডব্লিউডিজি, ভেক্টোব্যাক ডিটি। আমেরিকান কোম্পানি ভ্যালেন্ট বায়োসায়েন্সের তৈরি এই তিন ধরনের বিটিআই বাংলাদেশে বাজারজাত করবে বেসরকারি কোম্পানি সেফওয়ে পেস্ট কন্ট্রোল।
আজ সোমবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এডিস মশা নির্মূলে বিটিআই সম্পর্কে তথ্য তুলে ধরা হয়। ভ্যালেন্ট বায়োসায়েন্সের পরিচালক জেসন ডেভিড ক্লার্ক তাঁদের বিটিআই পণ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। কোম্পানির এশিয়া-প্যাসিফিকের হেলথ ম্যানেজার সেলিনা বেঞ্জামিন উপস্থিত সবার সামনে বিটিআই পণ্য ব্যবহারের একটি ডেমো প্রদর্শন করেন।
সেফওয়ে পেস্ট কন্ট্রোলের ব্যবস্থাপনা পরিচালক জাহাদ ঠাকুর বলেন, ‘ইতিমধ্যে সেফওয়ে পেস্ট কন্ট্রোল লিমিটেড কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ শাখা থেকে পরীক্ষিত এবং রেজিস্ট্রেশন প্রাপ্ত। এই বিটিআই পৃথিবীর ৬৬ দেশ মশা নিয়ন্ত্রণ করা হচ্ছে। বাংলাদেশেও এই জৈব কীটনাশক ব্যবহার করে মশা নির্মূলে কাজ করবে কোম্পানিটি। এর জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ বিভিন্ন দেশি-বিদেশি সংস্থার সঙ্গে যোগাযোগ করছে তারা।’
নতুন এই বিটিআই এর দামের কথা জিজ্ঞেস করলে জাহাদ ঠাকুর তাঁর উত্তর দেননি। তিনি বলেন, ‘এটা আন্তর্জাতিক মানের জৈব কীটনাশক, আসল বিটিআই।’ সেফওয়ে পেস্ট কন্ট্রোলের পরিচালক দিলারা লুইজা ঠাকুরও তাঁদের বিটিআই বেশ মানসম্পন্ন বলে জানান।
জানা গেছে, বিটিআই কীটনাশকের পুরো নাম বাসিলাস থুরিনজেনসিস ইসরায়েলেনসিস। এই জৈব কীটনাশক এডিস মশার লার্ভা মারতে সাধারণত পানিতে ছিটানো হয়।
কীটতত্ত্ববিদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো স্থানে যখন বিটিআই প্রয়োগ করা হয়, তখন মশার লার্ভা সেটিকে খাবার হিসেবে গ্রহণ করে। এটি থেকে নির্গত বিষক্রিয়ায় মশার খাদ্যনালির কোষগুলো ফুলে ফেটে যায়। যার কারণে লার্ভার অন্ত্রের প্রাচীর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে মারা যায়।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জৈব কীটনাশক বিটিআই নিয়ে বিতর্কের পর বাজারে এল আরও তিন ধরনের বিটিআই। এগুলো হচ্ছে ভেক্সটোম্যাক্স ডব্লিউএসপি, ভেক্টোব্যাক ডব্লিউডিজি, ভেক্টোব্যাক ডিটি। আমেরিকান কোম্পানি ভ্যালেন্ট বায়োসায়েন্সের তৈরি এই তিন ধরনের বিটিআই বাংলাদেশে বাজারজাত করবে বেসরকারি কোম্পানি সেফওয়ে পেস্ট কন্ট্রোল।
আজ সোমবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এডিস মশা নির্মূলে বিটিআই সম্পর্কে তথ্য তুলে ধরা হয়। ভ্যালেন্ট বায়োসায়েন্সের পরিচালক জেসন ডেভিড ক্লার্ক তাঁদের বিটিআই পণ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। কোম্পানির এশিয়া-প্যাসিফিকের হেলথ ম্যানেজার সেলিনা বেঞ্জামিন উপস্থিত সবার সামনে বিটিআই পণ্য ব্যবহারের একটি ডেমো প্রদর্শন করেন।
সেফওয়ে পেস্ট কন্ট্রোলের ব্যবস্থাপনা পরিচালক জাহাদ ঠাকুর বলেন, ‘ইতিমধ্যে সেফওয়ে পেস্ট কন্ট্রোল লিমিটেড কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ শাখা থেকে পরীক্ষিত এবং রেজিস্ট্রেশন প্রাপ্ত। এই বিটিআই পৃথিবীর ৬৬ দেশ মশা নিয়ন্ত্রণ করা হচ্ছে। বাংলাদেশেও এই জৈব কীটনাশক ব্যবহার করে মশা নির্মূলে কাজ করবে কোম্পানিটি। এর জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ বিভিন্ন দেশি-বিদেশি সংস্থার সঙ্গে যোগাযোগ করছে তারা।’
নতুন এই বিটিআই এর দামের কথা জিজ্ঞেস করলে জাহাদ ঠাকুর তাঁর উত্তর দেননি। তিনি বলেন, ‘এটা আন্তর্জাতিক মানের জৈব কীটনাশক, আসল বিটিআই।’ সেফওয়ে পেস্ট কন্ট্রোলের পরিচালক দিলারা লুইজা ঠাকুরও তাঁদের বিটিআই বেশ মানসম্পন্ন বলে জানান।
জানা গেছে, বিটিআই কীটনাশকের পুরো নাম বাসিলাস থুরিনজেনসিস ইসরায়েলেনসিস। এই জৈব কীটনাশক এডিস মশার লার্ভা মারতে সাধারণত পানিতে ছিটানো হয়।
কীটতত্ত্ববিদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কবিরুল বাশার আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো স্থানে যখন বিটিআই প্রয়োগ করা হয়, তখন মশার লার্ভা সেটিকে খাবার হিসেবে গ্রহণ করে। এটি থেকে নির্গত বিষক্রিয়ায় মশার খাদ্যনালির কোষগুলো ফুলে ফেটে যায়। যার কারণে লার্ভার অন্ত্রের প্রাচীর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে মারা যায়।’
নওগাঁর নিয়ামতপুরে একটি দিঘিতে মাছ ধরাকে কেন্দ্র করে মারামারি ও প্রতিপক্ষের মারধরে মাছচাষীসহ চারজন আহত হয়েছেন। এক ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে তিনজন নারী রয়েছেন।
৭ মিনিট আগেচট্টগ্রামে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের চান্দগাঁও থানার টেকবাজার এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৫ মিনিট আগেসিলেটে ১ কোটি ২১ লাখ টাকার চোরাই পণ্য আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতি ও আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
৩১ মিনিট আগেচট্টগ্রাম নগরে আত্মীয়ের বাসা থেকে সীতাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর মনছুরাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডাবলমুরিং থানা-পুলিশ।
৩৫ মিনিট আগে