নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাভারের সাবেক সংসদ সদস্য শামসুদ্দোহা খান মজলিশের স্ত্রী সেলিমা খান হত্যার ১৩ বছর পর রহস্য উদ্ঘাটন হয়েছে। গত ৪ জুন সাভার থেকে সাবেক ওই এমপির মেয়ে শামীমা খান মজলিশ ওরফে পপিসহ তিনজনকে গ্রেপ্তারের পর হত্যার কারণ জানতে পারে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গ্রেপ্তাররা হলেন শামসুদ্দোহা-সেলিমা দম্পতির মেয়ে শামীমা খান মজলিশ ওরফে পপি (৫৭), আরতি সরকার ও সুবল কুমার রায় (৫০)।
পিবিআই জানায়, সেলিমা খানের মেয়ে শামীমা খান পপির সঙ্গে সুবল কুমার রায়ের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। এ ছাড়া পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিরোধ এবং রাজনৈতিক বিরোধের জেরে এমপির স্ত্রীকে হত্যা করা হয়।
সেলিমা খান হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানাতে আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির পিবিআই সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার।
তিনি জানান, সাভারের প্রয়াত আওয়ামী লীগ নেতা শামসুদ্দোহা খানের স্ত্রী ছিলেন সেলিমা খান মজলিশ। তিনি স্বামীর দুই তলার বাড়ির নিচতলার পশ্চিম পাশের ফ্ল্যাটে বড় মেয়ে শামীমা খান মজলিশ ওরফে পপি (৫৭), মেয়ে তিলোত্তমা ও মেয়ের স্বামী আবুল কালাম আজাদ এবং পূর্বপাশের ফ্ল্যাটে সেজ মেয়ে সেলিমা খান মজলিশ ওরফে শিল্পী (৩৮) এবং তাঁর একমাত্র ছেলে প্লাবনকে (১২) নিয়ে বসবাস করতেন।
২০১১ সালের ১৪ জুন ভোর সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে সেলিমা খানকে গলা ও পেট কাটা অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চার দিন পর ১৮ জুন তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ভাই মো. শাফিউর রহমান খান ওরফে শাফি বাদী হয়ে একটি মামলা করেন। মামলার পর নিহতের নাতনির স্বামী আবুল কালাম আজাদ ও গৃহকর্মী সরস্বতীর স্বামী হরিপদ সরকারকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। পরে থানা-পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটির তদন্তভার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়।
সিআইডি ৪ বছর ৩ মাস ২৪ দিন তদন্ত করে। তদন্তকালে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মো. আবু সুফিয়ান ওরফে রানা (৩২) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। কিন্তু তদন্তে সম্পৃক্ততা না মেলায় চূড়ান্ত প্রতিবেদন থেকে তাঁদের নাম বাদ দেয় সিআইডি। এরপর ২০১৫ সালের অক্টোবরে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। পরবর্তীতে আদালত মামলাটি পুনঃতদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেয়। মামলাটির তদন্ত করেন উপপরিদর্শক (এসআই) সালেহ ইমরান। গত ১৬ ফেব্রুয়ারি মামলার তদন্তের দায়িত্ব পান এসআই ইমরান আহমেদ।
বনজ কুমার বলেন, ১৩ বছর ধরে মামলাটির তদন্ত হলেও মূল আসামি ছিল ধরাছোঁয়ার বাইরে। গত ৩০ মে সুবল কুমার রায়কে গ্রেপ্তার করলে হত্যাকাণ্ডের আসল রহস্য বেরিয়ে আসতে শুরু করে। সুবলের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহতের মেয়ে পপি ও আরতি সরকারকে গ্রেপ্তার করা হয়। সুবল কুমার রায় এবং নিহতের বড় মেয়ে শামীমা তাহের পপির মধ্যে সম্পর্ক ছিল। পারিবারিক সম্পত্তিসংক্রান্ত বিরোধ এবং রাজনৈতিক বিরোধও এই হত্যাকাণ্ডের পেছনে ছিল।
পিবিআই প্রধান জানান, হত্যাকাণ্ডটি সংঘটিত হয় বড় মেয়ে পপির পরিকল্পনায়। বড় মেয়ে পপির সহায়তায় সেলিমা খান মজলিশের গলার দুই পাশে ফল কাটার ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত করা হয়। পরে সেই অবস্থায় প্রতিবন্ধী ছেলে সেতুর কক্ষে খাটের চাদরের ওপরে একটি পুরোনো পত্রিকা বিছিয়ে সেলিমা খানের মাথার কাছে দুটি বালিশ দিয়ে চাপা দিয়ে এবং ঘাড়ের নিচে তোশক দিয়ে শুইয়ে রাখেন। পরে তাঁরা বাসার দ্বিতীয় তলার ডাইনিং রুমে সেলিমাকে ফেলে রেখে চলে যান।
সাভারের সাবেক সংসদ সদস্য শামসুদ্দোহা খান মজলিশের স্ত্রী সেলিমা খান হত্যার ১৩ বছর পর রহস্য উদ্ঘাটন হয়েছে। গত ৪ জুন সাভার থেকে সাবেক ওই এমপির মেয়ে শামীমা খান মজলিশ ওরফে পপিসহ তিনজনকে গ্রেপ্তারের পর হত্যার কারণ জানতে পারে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গ্রেপ্তাররা হলেন শামসুদ্দোহা-সেলিমা দম্পতির মেয়ে শামীমা খান মজলিশ ওরফে পপি (৫৭), আরতি সরকার ও সুবল কুমার রায় (৫০)।
পিবিআই জানায়, সেলিমা খানের মেয়ে শামীমা খান পপির সঙ্গে সুবল কুমার রায়ের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। এ ছাড়া পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিরোধ এবং রাজনৈতিক বিরোধের জেরে এমপির স্ত্রীকে হত্যা করা হয়।
সেলিমা খান হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানাতে আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির পিবিআই সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার।
তিনি জানান, সাভারের প্রয়াত আওয়ামী লীগ নেতা শামসুদ্দোহা খানের স্ত্রী ছিলেন সেলিমা খান মজলিশ। তিনি স্বামীর দুই তলার বাড়ির নিচতলার পশ্চিম পাশের ফ্ল্যাটে বড় মেয়ে শামীমা খান মজলিশ ওরফে পপি (৫৭), মেয়ে তিলোত্তমা ও মেয়ের স্বামী আবুল কালাম আজাদ এবং পূর্বপাশের ফ্ল্যাটে সেজ মেয়ে সেলিমা খান মজলিশ ওরফে শিল্পী (৩৮) এবং তাঁর একমাত্র ছেলে প্লাবনকে (১২) নিয়ে বসবাস করতেন।
২০১১ সালের ১৪ জুন ভোর সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে সেলিমা খানকে গলা ও পেট কাটা অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চার দিন পর ১৮ জুন তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ভাই মো. শাফিউর রহমান খান ওরফে শাফি বাদী হয়ে একটি মামলা করেন। মামলার পর নিহতের নাতনির স্বামী আবুল কালাম আজাদ ও গৃহকর্মী সরস্বতীর স্বামী হরিপদ সরকারকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। পরে থানা-পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটির তদন্তভার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়।
সিআইডি ৪ বছর ৩ মাস ২৪ দিন তদন্ত করে। তদন্তকালে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মো. আবু সুফিয়ান ওরফে রানা (৩২) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। কিন্তু তদন্তে সম্পৃক্ততা না মেলায় চূড়ান্ত প্রতিবেদন থেকে তাঁদের নাম বাদ দেয় সিআইডি। এরপর ২০১৫ সালের অক্টোবরে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। পরবর্তীতে আদালত মামলাটি পুনঃতদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেয়। মামলাটির তদন্ত করেন উপপরিদর্শক (এসআই) সালেহ ইমরান। গত ১৬ ফেব্রুয়ারি মামলার তদন্তের দায়িত্ব পান এসআই ইমরান আহমেদ।
বনজ কুমার বলেন, ১৩ বছর ধরে মামলাটির তদন্ত হলেও মূল আসামি ছিল ধরাছোঁয়ার বাইরে। গত ৩০ মে সুবল কুমার রায়কে গ্রেপ্তার করলে হত্যাকাণ্ডের আসল রহস্য বেরিয়ে আসতে শুরু করে। সুবলের দেওয়া তথ্যের ভিত্তিতে নিহতের মেয়ে পপি ও আরতি সরকারকে গ্রেপ্তার করা হয়। সুবল কুমার রায় এবং নিহতের বড় মেয়ে শামীমা তাহের পপির মধ্যে সম্পর্ক ছিল। পারিবারিক সম্পত্তিসংক্রান্ত বিরোধ এবং রাজনৈতিক বিরোধও এই হত্যাকাণ্ডের পেছনে ছিল।
পিবিআই প্রধান জানান, হত্যাকাণ্ডটি সংঘটিত হয় বড় মেয়ে পপির পরিকল্পনায়। বড় মেয়ে পপির সহায়তায় সেলিমা খান মজলিশের গলার দুই পাশে ফল কাটার ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত করা হয়। পরে সেই অবস্থায় প্রতিবন্ধী ছেলে সেতুর কক্ষে খাটের চাদরের ওপরে একটি পুরোনো পত্রিকা বিছিয়ে সেলিমা খানের মাথার কাছে দুটি বালিশ দিয়ে চাপা দিয়ে এবং ঘাড়ের নিচে তোশক দিয়ে শুইয়ে রাখেন। পরে তাঁরা বাসার দ্বিতীয় তলার ডাইনিং রুমে সেলিমাকে ফেলে রেখে চলে যান।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৮ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৮ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৯ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১০ ঘণ্টা আগে