প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ): করোনাভাইরাসের সংক্রমণরোধে নারায়ণগঞ্জসহ দেশের সাতটি জেলায় পুনরায় লকডাউন দেওয়া হয়েছে। এই লকডাউনে কোনো প্রকার গণপরিবহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না নারায়ণগঞ্জে। লকডাউনের প্রথম দিনেই এ পর্যন্ত প্রায় দুই শতাধিক নারায়ণগঞ্জমুখী যানবাহন সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে ফিরিয়ে দিয়েছেন জেলা প্রশাসনের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ ছাড়া মহাসড়কে কঠোর অবস্থানে রয়েছে হাইওয়ে পুলিশও।
আজ মঙ্গলবার সকাল থেকে মহাসড়কের ৭টি পুলিশের তল্লাশি চৌকি ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড, মদনপুর, রূপগঞ্জের তারাব, সিদ্ধিরগঞ্জের শিমরাইল, সোনারগাঁয়ের মেঘনা, আড়াইহাজারের পুরিন্দা ও রূপগঞ্জের গোলাকান্দাইলে এই তল্লাশি চৌকি স্থাপন করা হয়। এ ছাড়াও থানা-পুলিশ, র্যাবও বিভিন্ন স্থানে লকডাউন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
জানা গেছে, কঠোর লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনের কয়েকটি টিম মাঠে কাজ করছে। এর মধ্যে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় সকাল ৬টা থেকে অবস্থান নিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) গোলাম রেজা মাসুম প্রধান।
তিনি জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় লকডাউন কঠোরভাবে প্রতিপালনের জন্য সাইনবোর্ড এলাকায় জেলার অভ্যন্তরে প্রবেশ ও বের হওয়ায় মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। জেলার অভ্যন্তরে কোনো পরিবহন আমরা ঢুকতে দিচ্ছি না। এ পর্যন্ত ২০০ থেকে ২৫০ যানবাহন ঘুরিয়ে দিয়েছি। তবে জরুরি সেবার আওতাভুক্ত কিছু পরিবহন প্রবেশ ও বের হতে দেওয়া হয়েছে।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, নারায়ণগঞ্জ জেলায় সাতটি তল্লাশি চৌকি স্থাপন করা হয়েছে। লকডাউন না মানার কোন সুযোগ নেই বলে মনে করেন তিনি।
মনিরুজ্জামান আরও জানান, জীবনকে আগে গুরুত্ব দিতে হবে এবং সরকারি নির্দেশনা পুরোপুরি পালন করতে হবে।
উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণরোধে নারায়ণগঞ্জের ২২ জুন সকাল ৬টা থেকে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। এই সময়ে সব রকম গণপরিবহন এবং দোকান-পাট বন্ধ থাকবে। তবে জরুরি সেবা যেমন ওষুধ, জরুরি খাদ্য, কৃষি ও শিল্প উপকরণ পরিবহন লকডাউনের আওতার বাইরে থাকবে।
আরও পড়ুন:
ঢাকাকে ঘিরে থাকা ৭ জেলায় লকডাউন শুরু
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ): করোনাভাইরাসের সংক্রমণরোধে নারায়ণগঞ্জসহ দেশের সাতটি জেলায় পুনরায় লকডাউন দেওয়া হয়েছে। এই লকডাউনে কোনো প্রকার গণপরিবহন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না নারায়ণগঞ্জে। লকডাউনের প্রথম দিনেই এ পর্যন্ত প্রায় দুই শতাধিক নারায়ণগঞ্জমুখী যানবাহন সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে ফিরিয়ে দিয়েছেন জেলা প্রশাসনের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ ছাড়া মহাসড়কে কঠোর অবস্থানে রয়েছে হাইওয়ে পুলিশও।
আজ মঙ্গলবার সকাল থেকে মহাসড়কের ৭টি পুলিশের তল্লাশি চৌকি ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড, মদনপুর, রূপগঞ্জের তারাব, সিদ্ধিরগঞ্জের শিমরাইল, সোনারগাঁয়ের মেঘনা, আড়াইহাজারের পুরিন্দা ও রূপগঞ্জের গোলাকান্দাইলে এই তল্লাশি চৌকি স্থাপন করা হয়। এ ছাড়াও থানা-পুলিশ, র্যাবও বিভিন্ন স্থানে লকডাউন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
জানা গেছে, কঠোর লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনের কয়েকটি টিম মাঠে কাজ করছে। এর মধ্যে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় সকাল ৬টা থেকে অবস্থান নিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) গোলাম রেজা মাসুম প্রধান।
তিনি জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় লকডাউন কঠোরভাবে প্রতিপালনের জন্য সাইনবোর্ড এলাকায় জেলার অভ্যন্তরে প্রবেশ ও বের হওয়ায় মুখ বন্ধ করে দেওয়া হয়েছে। জেলার অভ্যন্তরে কোনো পরিবহন আমরা ঢুকতে দিচ্ছি না। এ পর্যন্ত ২০০ থেকে ২৫০ যানবাহন ঘুরিয়ে দিয়েছি। তবে জরুরি সেবার আওতাভুক্ত কিছু পরিবহন প্রবেশ ও বের হতে দেওয়া হয়েছে।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, নারায়ণগঞ্জ জেলায় সাতটি তল্লাশি চৌকি স্থাপন করা হয়েছে। লকডাউন না মানার কোন সুযোগ নেই বলে মনে করেন তিনি।
মনিরুজ্জামান আরও জানান, জীবনকে আগে গুরুত্ব দিতে হবে এবং সরকারি নির্দেশনা পুরোপুরি পালন করতে হবে।
উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণরোধে নারায়ণগঞ্জের ২২ জুন সকাল ৬টা থেকে আগামী ৩০ জুন মধ্যরাত পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। এই সময়ে সব রকম গণপরিবহন এবং দোকান-পাট বন্ধ থাকবে। তবে জরুরি সেবা যেমন ওষুধ, জরুরি খাদ্য, কৃষি ও শিল্প উপকরণ পরিবহন লকডাউনের আওতার বাইরে থাকবে।
আরও পড়ুন:
ঢাকাকে ঘিরে থাকা ৭ জেলায় লকডাউন শুরু
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় স্থানীয়দের ওপর হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় এক গৃহবধূসহ আহত হয়েছে ৩ জন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে মাদারীপুর সদর উপজেলার পাচখোলা ইউনিয়নের তাল্লুক গ্রামে এ ঘটনা ঘটে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...
১৭ মিনিট আগেখাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ১০ হাজারের বেশি বিদ্যুৎ-সংযোগ রয়েছে আবাসিক গ্রাহকের বাসাবাড়িতে। কিন্তু অনেকের বাড়ি, এমনকি মূল লাইনেও বিদ্যুতের খুঁটি নেই। স্থায়ী খুঁটিতে সংযোগ টানার কথা বলে খুঁটিপ্রতি ১৭-১৮ হাজার টাকা নেওয়া হলেও সেটি হয়নি।
২৯ মিনিট আগেআজ সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনার পর চার ঘণ্টারও বেশি সময় ধরে ঢাকার কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত রেল চলাচলে বিঘ্ন ঘটেছে বলে জানান কমলাপুরের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন।
৩৬ মিনিট আগেহবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মোস্তাকিন মিয়া (১৭) নামে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের বসতঘর থেকে মোস্তাকিন মিয়ার লাশ উদ্ধার করা হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে