নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২৮ অক্টোবর আওয়ামী লীগ, বিএনপি তাদের দলীয় কর্মসূচি পালনে অনড় অবস্থানে রয়েছে। রাজধানীর সড়কগুলো বন্ধ করে দলীয় কর্মসূচি পালন না করতে দলগুলোকে চিঠি দেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে পাল্টা চিঠির মাধ্যমে দলগুলো জানিয়েছে, তারা তাদের পছন্দের জায়গায় সমাবেশ করবে; কোনো মাঠে গিয়ে তারা কর্মসূচি পালন করবে না। তাই পরিস্থিতি সামাল দিতে আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত চার দফায় বৈঠক করেছেন ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৈঠকে থাকা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একটি দায়িত্বশীল সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছে, চার দফা বৈঠকের শেষ সিদ্ধান্ত অনুযায়ী বিএনপিকে এবং ক্ষমতাসীন আওয়ামী লীগকে (নয়াপল্টন ও বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে) তাদের পছন্দের জায়গাতেই সমাবেশ করতে দেওয়া হবে। তবে সেই সুযোগে যদি বিএনপির নেতা-কর্মীরা ঝামেলা করে তাঁদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপি ও আওয়ামী লীগের এই সমাবেশকেন্দ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বিক বিষয়ে নেতৃত্ব দিচ্ছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খ. মহিদ উদ্দিন। সন্ধ্যায় বৈঠক শেষে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এখনো লিখিতভাবে কোনো দলকে আমরা অনুমতি দিইনি। তবে একটা সিদ্ধান্তে পৌঁছেছি। যা শুক্রবার বিকেলে দল দুটিকে জানানো হবে।’
পুলিশের বৈঠক সূত্রে জানা যায়, কোনো ধরনের খারাপ পরিস্থিতির সৃষ্টি হলে সেটা কীভাবে সামাল দেবে সে বিষয়ে আলোচনা করে ইতিমধ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে। কয়েক দিনে বিপুলসংখ্যক পুলিশের পাশাপাশি সাদাপোশাক ও দাঙ্গা পুলিশকে প্রস্তুত করা হয়েছে। ওই দিন ডিএমপির সর্বোচ্চ সংখ্যক ফোর্স মাঠে থাকবে। কোনো ধরনের দাঙ্গা-হাঙ্গামা হলে পুলিশ তা দমন করবে। সমাবেশস্থলে সিসিটিভি ক্যামেরা, ড্রোন, গোয়েন্দারা সরাসরি ক্যামেরা বসানো হবে।
নাম প্রকাশ না করার শর্তে ডিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সমাবেশে সুযোগ দেওয়া হলেও ঢাকার প্রবেশমুখে ব্যাপক তল্লাশি করা হবে। শহরে ও শহরের বাইরে চেকপোস্ট বসানো হবে। নিরাপত্তা নিশ্চিত করেই সমাবেশে আসা নেতা-কর্মীদের প্রবেশের সুযোগ দেওয়া হবে।
তবে বিএনপি ও আওয়ামী লীগের বিষয়ে নমনীয় হলেও জামায়াতকে ছাড় না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, ‘আমরা জামায়াতের ব্যাপারে জিরো টলারেন্স। তারা রাজধানীতে কোনো ধরনের সভা-সমাবেশ করতে পারবে না। তারপরও তারা যদি সমাবেশের চেষ্টা করে তাদের কঠোরভাবে মোকাবিলা করা হবে।’
২৮ অক্টোবর আওয়ামী লীগ, বিএনপি তাদের দলীয় কর্মসূচি পালনে অনড় অবস্থানে রয়েছে। রাজধানীর সড়কগুলো বন্ধ করে দলীয় কর্মসূচি পালন না করতে দলগুলোকে চিঠি দেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে পাল্টা চিঠির মাধ্যমে দলগুলো জানিয়েছে, তারা তাদের পছন্দের জায়গায় সমাবেশ করবে; কোনো মাঠে গিয়ে তারা কর্মসূচি পালন করবে না। তাই পরিস্থিতি সামাল দিতে আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত চার দফায় বৈঠক করেছেন ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৈঠকে থাকা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একটি দায়িত্বশীল সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছে, চার দফা বৈঠকের শেষ সিদ্ধান্ত অনুযায়ী বিএনপিকে এবং ক্ষমতাসীন আওয়ামী লীগকে (নয়াপল্টন ও বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে) তাদের পছন্দের জায়গাতেই সমাবেশ করতে দেওয়া হবে। তবে সেই সুযোগে যদি বিএনপির নেতা-কর্মীরা ঝামেলা করে তাঁদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপি ও আওয়ামী লীগের এই সমাবেশকেন্দ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বিক বিষয়ে নেতৃত্ব দিচ্ছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খ. মহিদ উদ্দিন। সন্ধ্যায় বৈঠক শেষে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এখনো লিখিতভাবে কোনো দলকে আমরা অনুমতি দিইনি। তবে একটা সিদ্ধান্তে পৌঁছেছি। যা শুক্রবার বিকেলে দল দুটিকে জানানো হবে।’
পুলিশের বৈঠক সূত্রে জানা যায়, কোনো ধরনের খারাপ পরিস্থিতির সৃষ্টি হলে সেটা কীভাবে সামাল দেবে সে বিষয়ে আলোচনা করে ইতিমধ্যে প্রস্তুতি নেওয়া হয়েছে। কয়েক দিনে বিপুলসংখ্যক পুলিশের পাশাপাশি সাদাপোশাক ও দাঙ্গা পুলিশকে প্রস্তুত করা হয়েছে। ওই দিন ডিএমপির সর্বোচ্চ সংখ্যক ফোর্স মাঠে থাকবে। কোনো ধরনের দাঙ্গা-হাঙ্গামা হলে পুলিশ তা দমন করবে। সমাবেশস্থলে সিসিটিভি ক্যামেরা, ড্রোন, গোয়েন্দারা সরাসরি ক্যামেরা বসানো হবে।
নাম প্রকাশ না করার শর্তে ডিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সমাবেশে সুযোগ দেওয়া হলেও ঢাকার প্রবেশমুখে ব্যাপক তল্লাশি করা হবে। শহরে ও শহরের বাইরে চেকপোস্ট বসানো হবে। নিরাপত্তা নিশ্চিত করেই সমাবেশে আসা নেতা-কর্মীদের প্রবেশের সুযোগ দেওয়া হবে।
তবে বিএনপি ও আওয়ামী লীগের বিষয়ে নমনীয় হলেও জামায়াতকে ছাড় না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, ‘আমরা জামায়াতের ব্যাপারে জিরো টলারেন্স। তারা রাজধানীতে কোনো ধরনের সভা-সমাবেশ করতে পারবে না। তারপরও তারা যদি সমাবেশের চেষ্টা করে তাদের কঠোরভাবে মোকাবিলা করা হবে।’
নড়াইলে মাদক মামলায় তাসলিমা বেগম (৫০) নামের এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. সাইফুল আলম এ দণ্ডাদেশ দেন। রায়ে একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
১৫ মিনিট আগেচট্টগ্রামে এস আলম সংশ্লিষ্ট তিন ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা আজ রোববার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বিঘ্ন ও পথচারীরা ভোগান্তিতে পড়েন।
৩২ মিনিট আগেবান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কুকি চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) ৩ সদস্য নিহত হয়েছে। আজ রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য নিশ্চিত করেছে। আইএসপিআর জানায়, বান্দরবান জেলার রুমা উপজেলার গহিন জঙ্গলে সেনাবাহিনী কর্তৃক কেএনএ-এর গোপন আস্তানার সন্ধান পাওয়া যায়
৩৭ মিনিট আগেনারায়ণগঞ্জের মেঘনাঘাট এলাকায় বসুন্ধরা গ্রুপের অ্যারোসল কারখানায় বিস্ফোরণে ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। চিকিৎসার জন্য তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে