ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুরে জানালার গ্রিল কেটে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে উপজেলার কয়েড়া পশ্চিমপাড়া এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতেরা বাড়ির মালিক আলিম রাজ আজিম ও তার স্ত্রী মুন্নীকে বেঁধে রাখেন। এরপর তাঁদের সন্তানের গলায় ছুরি ঠেকিয়ে ২০ ভরি স্বর্ণালংকার ও ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতি কাজে অংশ নেয় চার মুখোশধারী ডাকাত।
বাড়ির মালিক আলিম রাজ আজিম বলেন, সোমবার রাত ১টার দিকে চার সদস্যদের ডাকাত দল জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তাঁরা বিষয়টি টের পেলে ডাকাত দল তাঁকেসহ স্ত্রী মুন্নীর হাত-পা বেঁধে বেধড়ক মারধর করে বিভিন্ন আসবাবপত্র তছনছ করে। এ সময় তাদের ঘুমিয়ে থাকা সন্তানের গলায় ছুরি ঠেকিয়ে আলমারির চাবি ছিনিয়ে নেয়। পরে ২০ ভরি স্বর্ণালংকার ও ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। রাত সাড়ে ৩টা পর্যন্ত চলে ডাকাতি কার্যক্রম।
এলাকাবাসী জানান, রাত সাড়ে ৩টার দিকে বাড়ির মালিক ও তাঁর স্ত্রীর ডাক চিৎকারে তাঁরা এগিয়ে যান। পরে দেখেন ঘরের আলমারিসহ সব আসবাবপত্র তছনছ করা অবস্থায় রয়েছে। এ সময় ২০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতেরা।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। একাধিক টিম মাঠে কাজ করছে। খুব তাড়াতাড়ি জড়িতদের গ্রেপ্তার করা হবে।
টাঙ্গাইলের ভূঞাপুরে জানালার গ্রিল কেটে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে উপজেলার কয়েড়া পশ্চিমপাড়া এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতেরা বাড়ির মালিক আলিম রাজ আজিম ও তার স্ত্রী মুন্নীকে বেঁধে রাখেন। এরপর তাঁদের সন্তানের গলায় ছুরি ঠেকিয়ে ২০ ভরি স্বর্ণালংকার ও ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতি কাজে অংশ নেয় চার মুখোশধারী ডাকাত।
বাড়ির মালিক আলিম রাজ আজিম বলেন, সোমবার রাত ১টার দিকে চার সদস্যদের ডাকাত দল জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তাঁরা বিষয়টি টের পেলে ডাকাত দল তাঁকেসহ স্ত্রী মুন্নীর হাত-পা বেঁধে বেধড়ক মারধর করে বিভিন্ন আসবাবপত্র তছনছ করে। এ সময় তাদের ঘুমিয়ে থাকা সন্তানের গলায় ছুরি ঠেকিয়ে আলমারির চাবি ছিনিয়ে নেয়। পরে ২০ ভরি স্বর্ণালংকার ও ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। রাত সাড়ে ৩টা পর্যন্ত চলে ডাকাতি কার্যক্রম।
এলাকাবাসী জানান, রাত সাড়ে ৩টার দিকে বাড়ির মালিক ও তাঁর স্ত্রীর ডাক চিৎকারে তাঁরা এগিয়ে যান। পরে দেখেন ঘরের আলমারিসহ সব আসবাবপত্র তছনছ করা অবস্থায় রয়েছে। এ সময় ২০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতেরা।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। একাধিক টিম মাঠে কাজ করছে। খুব তাড়াতাড়ি জড়িতদের গ্রেপ্তার করা হবে।
রাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
২ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৩ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৩ ঘণ্টা আগেপটুয়াখালীর দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার সময় সূচি পরিবর্তন করে ওই স্কুল মাঠে ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের জনসভা হয়েছে। এ নিয়ে উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।
৩ ঘণ্টা আগে