রামপুরায় বাসচাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

ঢামেক প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ১৯: ০৬
আপডেট : ১৩ জুলাই ২০২৩, ১৯: ২৮

রাজধানীর হাতিরঝিল থানাধীন রামপুরা মহানগর চেকপোস্টে ভিক্টর পরিবহনের বাসের ধাক্কায় জাহিদ হাসান (২৪) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি চীনের নর্থ ইলেকট্রিক পাওয়ার ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্র। অনলাইনের মাধ্যমে ক্লাস করতেন। আগস্ট মাসের ১০ তারিখে চীনে যাওয়ার প্রক্রিয়া চলছিল।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন। 

মৃত জাহিদ মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর গ্রামের মোদাচ্ছের আলীর ছেলে। পরিবার নিয়ে ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় থাকতেন। 

জাহিদের বড় ভাই মো. ইমরান হোসেন জানান, ছোট ভাই জাহিদকে সঙ্গে নিয়ে বিকেলে বাসা থেকে তাঁরা হাতিরঝিল পুলিশ প্লাজায় যাচ্ছিলেন। রামপুরা ব্রিজের পাশে মহানগর প্রজেক্ট চেকপোস্টের সামনে ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় ভিক্টর পরিবহনের বাস তাঁদের ওপর উঠিয়ে দেয়। এতে গুরুতর আঘাত পান জাহিদ। সঙ্গে সঙ্গে তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করা। 

ইমরান হোসেন আরও জানান, মিরপুর বাঙলা কলেজে অনার্স পড়তেন জাহিদ। সেটা বাতিল করে চীনের নর্থ ইলেকট্রিক পাওয়ার ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের পড়তেন। অনলাইনের মাধ্যমে ক্লাস করতেন। আগামী আগস্ট মাসের ১০ তারিখে চীনে যাওয়ার প্রক্রিয়া চলছিল। 

হাতিরঝিল থানার ডিউটি অফিসার (এসআই) শারমিন আক্তার ইভা জানান, মহানগর চেকপোস্টের পাশে ভিক্টর বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই ভিক্টর পরিবহনের বাসটি জব্দ করাসহ চালককে আটক করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত