নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর আশুলিয়া থানার একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফীকে ২ দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার বিচারিক হাকিম মো. জুলহাস উদ্দিন এ আদেশ দেন। আশুলিয়া থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ২ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আশুলিয়া থানার এসআই আবু তাহের মিয়া রিমান্ডের এই আবেদন করেন।
এর আগে সকালে সাভার থানায় দায়ের করা শিক্ষার্থী ইয়ামিন হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় কাফীকে। ওই মামলায় তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পরে দুপুরে আব্দুল্লাহিল কাফীর উপস্থিতিতে শুনানি হয়। শুনানি শেষে আদালত ২ দিন রিমান্ড মঞ্জুর করেন।
গত ১১ সেপ্টেম্বর হত্যাচেষ্টার অভিযোগে মো. রবিউল সানি বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনকে আসামি করা হয়।
এ মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ইউজিসির সাবেক সচিব ড. ফেরদৌস জামান, সাবেক সদস্য ড. মুহাম্মদ আলমগীর, ড. বিশ্বজিৎ চন্দ্র, ড. মো. সাজ্জাদ হোসেন।
মামলায় বলা হয়, বাদী গত ৪ আগস্ট আনুমানিক সকাল ১০টায় ডেইরি গেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শান্তিপূর্ণভাবে যোগদান করেন। বেলা ৩টায় সন্ত্রাসী বাহিনী বাইপাইলে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর অতর্কিতভাবে গুলি ছোড়ে।
আন্দোলনের ফ্রন্টলাইনে অবস্থান করার কারণে বাইপাইল জামে মসজিদের ছাদের ওপর থেকে বাদীর পেটে স্নাইপার দিয়ে পুলিশ ও এর সন্ত্রাসী বাহিনী গুলি করে। বাদী সামনের দিকে এগিয়ে যেতে চাইলে পুলিশ তার পায়ে গুলি করলে, সঙ্গে সঙ্গে তিনি মাটিতে পড়ে যান। বাদীর পেটে স্নাইপারের একটি গুলি ডান পাশ দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বের হয়ে যায়। বাদীর শরীরে পেটে একটি ও ঊরুতে দুটিসহ মোট ৩টি গুলি লাগে। গত ৫ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত বাদী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। বাদী কিছুটা সুস্থ হয়ে মামলা দায়ের করেন।
উল্লেখ্য, আব্দুল্লাহিল কাফীকে গত ২ সেপ্টেম্বর রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে ডিবি। পরে হাজারীবাগ থানায় দায়ের করা প্রকৌশলী আরিফ মাইন উদ্দিনকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের মামলায় আট দিনের রিমান্ডে নেওয়া হয় গত ৪ সেপ্টেম্বর। এরপর ১২ সেপ্টেম্বর সাভারের শিক্ষার্থী ইয়ামিন হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়। এই নিয়ে কাফীকে তিন দফা রিমান্ডে নেওয়া হলো।
রাজধানীর আশুলিয়া থানার একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফীকে ২ দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার বিচারিক হাকিম মো. জুলহাস উদ্দিন এ আদেশ দেন। আশুলিয়া থানায় দায়ের করা হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ২ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আশুলিয়া থানার এসআই আবু তাহের মিয়া রিমান্ডের এই আবেদন করেন।
এর আগে সকালে সাভার থানায় দায়ের করা শিক্ষার্থী ইয়ামিন হত্যা মামলায় ৫ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় কাফীকে। ওই মামলায় তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পরে দুপুরে আব্দুল্লাহিল কাফীর উপস্থিতিতে শুনানি হয়। শুনানি শেষে আদালত ২ দিন রিমান্ড মঞ্জুর করেন।
গত ১১ সেপ্টেম্বর হত্যাচেষ্টার অভিযোগে মো. রবিউল সানি বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ৩০ জনকে আসামি করা হয়।
এ মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, ইউজিসির সাবেক সচিব ড. ফেরদৌস জামান, সাবেক সদস্য ড. মুহাম্মদ আলমগীর, ড. বিশ্বজিৎ চন্দ্র, ড. মো. সাজ্জাদ হোসেন।
মামলায় বলা হয়, বাদী গত ৪ আগস্ট আনুমানিক সকাল ১০টায় ডেইরি গেটের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শান্তিপূর্ণভাবে যোগদান করেন। বেলা ৩টায় সন্ত্রাসী বাহিনী বাইপাইলে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর অতর্কিতভাবে গুলি ছোড়ে।
আন্দোলনের ফ্রন্টলাইনে অবস্থান করার কারণে বাইপাইল জামে মসজিদের ছাদের ওপর থেকে বাদীর পেটে স্নাইপার দিয়ে পুলিশ ও এর সন্ত্রাসী বাহিনী গুলি করে। বাদী সামনের দিকে এগিয়ে যেতে চাইলে পুলিশ তার পায়ে গুলি করলে, সঙ্গে সঙ্গে তিনি মাটিতে পড়ে যান। বাদীর পেটে স্নাইপারের একটি গুলি ডান পাশ দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বের হয়ে যায়। বাদীর শরীরে পেটে একটি ও ঊরুতে দুটিসহ মোট ৩টি গুলি লাগে। গত ৫ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত বাদী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। বাদী কিছুটা সুস্থ হয়ে মামলা দায়ের করেন।
উল্লেখ্য, আব্দুল্লাহিল কাফীকে গত ২ সেপ্টেম্বর রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে ডিবি। পরে হাজারীবাগ থানায় দায়ের করা প্রকৌশলী আরিফ মাইন উদ্দিনকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের মামলায় আট দিনের রিমান্ডে নেওয়া হয় গত ৪ সেপ্টেম্বর। এরপর ১২ সেপ্টেম্বর সাভারের শিক্ষার্থী ইয়ামিন হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়। এই নিয়ে কাফীকে তিন দফা রিমান্ডে নেওয়া হলো।
আয়শা আক্তার আঁখি এ পর্যন্ত তিনি ৫ শতাধিক গয়না তৈরি করেছেন। এসবের মধ্যে রয়েছে কানের দুল, গলার সেট, মালা, চুড়িসহ নানা ধরনের গয়না। মাটির গয়নায় নান্দনিক ডিজাইন ও কারুকাজ যুক্ত করে সেগুলি তৈরি করেন তিনি। শুরুতে তেমন সাড়া না পেলেও এখন তাঁর তৈরি গয়নাগুলো অনলাইনে বিক্রি হচ্ছে এবং ক্রেতারা নতুন অর্ডার...
৫ মিনিট আগেগতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শ্বাসনালিসহ হান্নানের শরীরে ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল। ইনস্টিটিউটের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছ
২৯ মিনিট আগেঅভাব আর শ্বশুরবাড়ির নির্যাতনের শিকার হয়েও রহিমা আরা দোলা স্বপ্ন দেখতেন ভালোভাবে বেঁচে থাকার। কিন্তু সড়ক দুর্ঘটনায় সন্তান হারানোর পর বেঁচে থাকার সেই ইচ্ছেটাও মরে যায়। তিনবার আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হন। সেই মনোবল হারানো দোলা আজ অনেক নারীর অনুপ্রেরণা। তিনটি জামার ডিজাইন করে ২০ হাজার টাকা নিয়ে ব্যব
৭ ঘণ্টা আগেছোট্ট দোকান। দোকানের সামনে কোনো সাইনবোর্ড নেই। দোকানটিতে পাওয়া যায় শুধু জিলাপি আর নিমকি। প্রতিবছর রোজার দিনে দুপুরের পর থেকে রাজশাহী নগরের বাটার মোড়ের এই দোকানে জিলাপি কিনতে ক্রেতাদের ভিড় লেগে যায়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।
৭ ঘণ্টা আগে