নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশ বিমানসহ সব এয়ারলাইনসের ভাড়া আগের তুলনায় ২ থেকে ৩ গুণ বেড়েছে। এ কারণে মধ্যপ্রাচ্যগামী রেমিট্যান্স-যোদ্ধারা আর্থিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এ অবস্থায় এয়ার টিকিটের দাম কমানোর দাবি জানিয়েছেন সাধারণ রিক্রুটিং এজেন্সির মালিকেরা।
আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে রিক্রুটিং এজেন্সির মালিকেরা বলেন, মাত্র ২ সপ্তাহের ব্যবধানে ৩০ থেকে ৪০ হাজার টাকার এয়ার টিকিটের দাম ৭০ থেকে ৯৫ হাজার টাকা পর্যন্ত করা হয়েছে। এ কারণে হাজার হাজার মধ্যপ্রাচ্যগামী রেমিট্যান্স-যোদ্ধা এয়ার টিকিট কিনতে পারছেন না। সঙ্গে আছে ফ্লাইটসংখ্যা কমে যাওয়ার সংকট। এদিকে ছুটিতে দেশে আসা অনেক প্রবাসীরই ছুটির মেয়াদ ফুরিয়ে যাচ্ছে। আবার নতুন ভিসা পাওয়া ব্যক্তিরাও যেতে পারছেন না। অনেকেই চাকরি হারানোর শঙ্কায় রয়েছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জরুরি ভিত্তিতে বাংলাদেশ বিমানসহ মধ্যপ্রাচ্যগামী এয়ারলাইনসগুলোর ফ্লাইটসংখ্যা বাড়াতে হবে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বর্তমানে দৈনিক ৫ হাজারের বেশি রেমিট্যান্স-যোদ্ধা গমনের চাহিদা থাকলেও দৈনিক ৩ হাজারের বেশি যেতে পারছেন না। এতে এই খাতে মারাত্মক বিপর্যয় নেমে আসতে পারে।
রিক্রুটিং এজেন্সি মালিকদের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ বিমান মাত্র ১০ শতাংশের কম যাত্রী বহন করে। ৯০ শতাংশের বেশি যাত্রী বহন করে দুই থেকে তিন গুণ টাকা বিদেশি এয়ারলাইনসগুলো নিয়ে যাচ্ছে। প্রতিবেশী ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোয় যাওয়ার এয়ার টিকিটের দাম ২০ থেকে ৩০ হাজার টাকা হলেও বাংলাদেশ থেকে একই গন্তব্যের এয়ার টিকিটের দাম বর্তমানে ৭০ থেকে ৯৫ হাজার টাকার বেশি। অযৌক্তিকভাবে কেন এ দাম বাড়ানো হলো, তা তদন্ত করা প্রয়োজন।
মানববন্ধনে বর্তমান সংকট নিরসনে বেশ কিছু দাবি জানানো হয়। দাবিগুলো হলো, বাংলাদেশ বিমানসহ বিভিন্ন এয়ারলাইনসকে সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অতি দ্রুত ফ্লাইটসংখ্যা বাড়াতে হবে; রেমিট্যান্স-যোদ্ধাদের জন্য বাংলাদেশ বিমানসহ সব এয়ারলাইনসে লেবার ফেয়ার নির্ধারণ করতে হবে; এয়ারলাইনসগুলো যাতে প্লট বরাদ্দ (টিকিট সিন্ডিকেট) করে ২-৩ গুণ ভাড়া অনৈতিকভাবে নির্ধারণ করতে না পারে, তা নিশ্চিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন রেগুলেটরি বোর্ড গঠন করতে হবে।
মানববন্ধনে সাধারণ রিক্রুটিং এজেন্সির এম টিপু সুলতান, লিমা বেগম, মোস্তফা মাহমুদ, আরিফুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশ বিমানসহ সব এয়ারলাইনসের ভাড়া আগের তুলনায় ২ থেকে ৩ গুণ বেড়েছে। এ কারণে মধ্যপ্রাচ্যগামী রেমিট্যান্স-যোদ্ধারা আর্থিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এ অবস্থায় এয়ার টিকিটের দাম কমানোর দাবি জানিয়েছেন সাধারণ রিক্রুটিং এজেন্সির মালিকেরা।
আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে রিক্রুটিং এজেন্সির মালিকেরা বলেন, মাত্র ২ সপ্তাহের ব্যবধানে ৩০ থেকে ৪০ হাজার টাকার এয়ার টিকিটের দাম ৭০ থেকে ৯৫ হাজার টাকা পর্যন্ত করা হয়েছে। এ কারণে হাজার হাজার মধ্যপ্রাচ্যগামী রেমিট্যান্স-যোদ্ধা এয়ার টিকিট কিনতে পারছেন না। সঙ্গে আছে ফ্লাইটসংখ্যা কমে যাওয়ার সংকট। এদিকে ছুটিতে দেশে আসা অনেক প্রবাসীরই ছুটির মেয়াদ ফুরিয়ে যাচ্ছে। আবার নতুন ভিসা পাওয়া ব্যক্তিরাও যেতে পারছেন না। অনেকেই চাকরি হারানোর শঙ্কায় রয়েছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, জরুরি ভিত্তিতে বাংলাদেশ বিমানসহ মধ্যপ্রাচ্যগামী এয়ারলাইনসগুলোর ফ্লাইটসংখ্যা বাড়াতে হবে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বর্তমানে দৈনিক ৫ হাজারের বেশি রেমিট্যান্স-যোদ্ধা গমনের চাহিদা থাকলেও দৈনিক ৩ হাজারের বেশি যেতে পারছেন না। এতে এই খাতে মারাত্মক বিপর্যয় নেমে আসতে পারে।
রিক্রুটিং এজেন্সি মালিকদের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ বিমান মাত্র ১০ শতাংশের কম যাত্রী বহন করে। ৯০ শতাংশের বেশি যাত্রী বহন করে দুই থেকে তিন গুণ টাকা বিদেশি এয়ারলাইনসগুলো নিয়ে যাচ্ছে। প্রতিবেশী ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোয় যাওয়ার এয়ার টিকিটের দাম ২০ থেকে ৩০ হাজার টাকা হলেও বাংলাদেশ থেকে একই গন্তব্যের এয়ার টিকিটের দাম বর্তমানে ৭০ থেকে ৯৫ হাজার টাকার বেশি। অযৌক্তিকভাবে কেন এ দাম বাড়ানো হলো, তা তদন্ত করা প্রয়োজন।
মানববন্ধনে বর্তমান সংকট নিরসনে বেশ কিছু দাবি জানানো হয়। দাবিগুলো হলো, বাংলাদেশ বিমানসহ বিভিন্ন এয়ারলাইনসকে সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অতি দ্রুত ফ্লাইটসংখ্যা বাড়াতে হবে; রেমিট্যান্স-যোদ্ধাদের জন্য বাংলাদেশ বিমানসহ সব এয়ারলাইনসে লেবার ফেয়ার নির্ধারণ করতে হবে; এয়ারলাইনসগুলো যাতে প্লট বরাদ্দ (টিকিট সিন্ডিকেট) করে ২-৩ গুণ ভাড়া অনৈতিকভাবে নির্ধারণ করতে না পারে, তা নিশ্চিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন রেগুলেটরি বোর্ড গঠন করতে হবে।
মানববন্ধনে সাধারণ রিক্রুটিং এজেন্সির এম টিপু সুলতান, লিমা বেগম, মোস্তফা মাহমুদ, আরিফুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
নওগাঁর মান্দায় আওয়ামী ক্যাডারদের দখলে থাকা বিলমান্দার খাসজমি প্রকৃত ভূমিহীনদের মধ্যে বন্দোবস্তের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ শনিবার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার বাদলঘাটা স্কুল বাজারে ভূমিহীন ও অসহায় কৃষকের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল স্কুল বাজারের বিভিন
৫ মিনিট আগেপ্রতিযোগিতা করে চলতে গিয়ে গত বুধবার ঢাকার সাভারে দুর্ঘটনার কবলে পড়ে অ্যাম্বুলেন্স ও দুটি বাস। এতে নিহত হয় এক শিশুসহ একই পরিবারের চারজন। এ ঘটনায় গতকাল শুক্রবার সাভার হাইওয়ে থানা-পুলিশ দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সের ও একটি বাসের চালককে গ্রেপ্তার করেছে।
২৩ মিনিট আগেফরিদপুরের কানাইপুরে যুবককে তুলে নিয়ে নির্যাতন করে হত্যার ঘটনায় লাশ নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজ শনিবার প্রায় ঘণ্টাব্যাপী ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুর বাজার এলাকায় বিক্ষোভ করে তারা।
২৭ মিনিট আগেবাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা মেইলের হারুন জামিল এবং সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ পোস্টের শওকত আলী খান লিথো।
৩০ মিনিট আগে