নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরে এক বিএনপি নেতা ছাদ থেকে পড়ে নিহত হয়েছেন। তাঁর নাম আব্দুর রশীদ (৩৮)। তিনি আদাবর থানা ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ছিলেন। আজ রোববার সকালে মোহাম্মদপুর টাউন হলের সামনে এ ঘটনা ঘটে। মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় বিএনপি ও পুলিশের পক্ষ থেকে পাল্টাপাল্টি বক্তব্য দেওয়া হয়েছে। বিএনপি বলছে, তাঁকে পিটিয়ে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে। পুলিশের দাবি, বাসে আগুন দিয়ে পথচারীদের ধাওয়ায় পালাতে ছাদে উঠেছিলেন ওই ব্যক্তি। পরে লাফিয়ে পড়ে তাঁর মৃত্যু হয়।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক সাংবাদিকদের বলেন, ‘আব্দুর রশীদ আদাবর থানার সাবেক যুবদল নেতা এবং বর্তমান আদাবর থানা ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক। আজ রোববার দুপুরে হরতালের সমর্থনে মিছিল শেষে ফেরার সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা পিটিয়ে এবং একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে ফেলে তাঁকে হত্যা করেছে।’
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) আজিজুল হক বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুরের টাউন হলের সামনে পরিস্থান পরিবহন নামে একটি যাত্রীবাহী মিনিবাসে আগুন দেন এক ব্যক্তি। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। দুজন দগ্ধ হন। আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে পথচারীরা ধাওয়া করেন। ওই ব্যক্তি দৌড়ে মোহাম্মদপুরের জাকির হোসেন সড়কের একটি নির্মাণাধীন ভবনে উঠে যায়। সেখানে লোকজন তাঁকে ঘেরাও করলে ওই ব্যক্তি লাফিয়ে পালানোর চেষ্টা করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।’
তিনি বলেন, নিহত ব্যক্তির পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তাঁর নাম নিশ্চিত হওয়া গেছে। তাঁর নাম আব্দুর রশীদ। গ্রামের বাড়ি নাটোরে। নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরে এক বিএনপি নেতা ছাদ থেকে পড়ে নিহত হয়েছেন। তাঁর নাম আব্দুর রশীদ (৩৮)। তিনি আদাবর থানা ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ছিলেন। আজ রোববার সকালে মোহাম্মদপুর টাউন হলের সামনে এ ঘটনা ঘটে। মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় বিএনপি ও পুলিশের পক্ষ থেকে পাল্টাপাল্টি বক্তব্য দেওয়া হয়েছে। বিএনপি বলছে, তাঁকে পিটিয়ে ছাদ থেকে ফেলে হত্যা করা হয়েছে। পুলিশের দাবি, বাসে আগুন দিয়ে পথচারীদের ধাওয়ায় পালাতে ছাদে উঠেছিলেন ওই ব্যক্তি। পরে লাফিয়ে পড়ে তাঁর মৃত্যু হয়।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক সাংবাদিকদের বলেন, ‘আব্দুর রশীদ আদাবর থানার সাবেক যুবদল নেতা এবং বর্তমান আদাবর থানা ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক। আজ রোববার দুপুরে হরতালের সমর্থনে মিছিল শেষে ফেরার সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা পিটিয়ে এবং একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে ফেলে তাঁকে হত্যা করেছে।’
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) আজিজুল হক বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুরের টাউন হলের সামনে পরিস্থান পরিবহন নামে একটি যাত্রীবাহী মিনিবাসে আগুন দেন এক ব্যক্তি। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। দুজন দগ্ধ হন। আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় এক ব্যক্তিকে পথচারীরা ধাওয়া করেন। ওই ব্যক্তি দৌড়ে মোহাম্মদপুরের জাকির হোসেন সড়কের একটি নির্মাণাধীন ভবনে উঠে যায়। সেখানে লোকজন তাঁকে ঘেরাও করলে ওই ব্যক্তি লাফিয়ে পালানোর চেষ্টা করে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।’
তিনি বলেন, নিহত ব্যক্তির পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তাঁর নাম নিশ্চিত হওয়া গেছে। তাঁর নাম আব্দুর রশীদ। গ্রামের বাড়ি নাটোরে। নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মানিকগঞ্জের ঘিওরে অনুষ্ঠিত হয়েছে পার্বণ নবান্ন উৎসব। গ্রাম বাংলার নানা অনুষঙ্গ ও আয়োজনে মেতে উঠে হাজারো মানুষ। নদীর তীরে জমজমাট নবান্ন উৎসবে পিঠাপুলি, লোকগান, খেলাধুলার প্রতিযোগিতাসহ হয় নানা রকম আয়োজন করা হয়।
২৩ মিনিট আগেআজ রোববার ভোর ৬টায় ও ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা আজ সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে নিশ্চিত করেছে আবহাওয়া অফিস। গতকাল শনিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
১ ঘণ্টা আগেরাত ১০টার দিকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রীর সঙ্গে কপালে টিপ পরে, ঘোমটা দিয়ে হলে প্রবেশ করে ওই যুবক। এ সময় পোশাক ও হাঁটা দেখে আশপাশের শিক্ষার্থীদের সন্দেহ হয়। পরে তাঁরা হল সুপারকে সিসিটিভি ফুটেজ চেক করতে বলেন। সিসিটিভি ফুটেজ চেক করে হল সুপারসহ ওই নারী শিক্ষার্থীর কক্ষে যান...
৩ ঘণ্টা আগেবরগুনার তালতলীর জেলেরা নিষিদ্ধ বেহুন্দি জাল দিয়ে বঙ্গোপসাগর উপকূলে দেদার নিধন করছেন মাছের পোনাসহ ছোট চিংড়ি। এতে ধ্বংস হচ্ছে সমুদ্রের জীববৈচিত্র্য। এ ক্ষেত্রে দাদন ব্যবসায়ীরা মদদ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তাঁরা প্রশাসনকে হাত করতে জেলেদের কাছ থেকে চাঁদা তোলেন। তবে সরকারি কর্মকর্তারা এ অভিযোগ...
৩ ঘণ্টা আগে