নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রবীন্দ্র কাছারি বাড়ি রক্ষায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করায় সলিসিটরের অপসারণ দাবিতে নোটিশ পাঠিয়েছেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। আগামী ৭ দিনের মধ্যে ওই পদ থেকে অপসারণ করার অনুরোধ জানিয়ে আইন সচিবকে ডাকযোগে আজ সোমবার নোটিশ পাঠিয়েছেন তিনি।
নোটিশে বলা হয়, সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়ি রক্ষার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ২০১৪ সালে রিট করে। ওই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট আদেশ দেন শাহজাদপুরে রবীন্দ্রনাথের ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক অস্তিত্ব রক্ষায় কোনো স্থাপনা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কি না, তা অনুসন্ধান করতে। ওই স্থানের পবিত্রতা ও কাঠামো রক্ষার জন্য এবং স্থাবর পুরাকীর্তি সংরক্ষণের জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
নোটিশে আরও বলা হয়, যেহেতু ওই রায়টি সরকারের বিরুদ্ধে যায়নি তাই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর আপিল দায়ের করেনি। কিন্তু সলিসিটর অফিসের পক্ষ থেকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়েছে।
এতে বাদী হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের মহাপরিচালক, সিরাজগঞ্জের জেলা প্রশাসকসহ অন্যদের দেখানো হয়েছে। তবে তারা কেউই আপিল করার অনুরোধ করেননি বা ওকালতনামায় স্বাক্ষর করেননি। সলিসিটর নিজেই ওকালতনামায় তার নিজ নাম স্বাক্ষর করেছেন।
মনজিল মোরসেদ বলেন, আপিল সম্পর্কে অবহিত হওয়ার পর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব গত ৪ এপ্রিল সলিসিটরকে চিঠি পাঠিয়ে অবিলম্বে আপিল প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন।
ওই চিঠি সত্ত্বেও সলিসিটর সরকারি স্বার্থের বিরুদ্ধে দায়ের করা আপিল প্রত্যাহার করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। সরকারি স্বার্থ রক্ষার জন্য সলিসিটরের পদটি অত্যন্ত দায়িত্বশীল এবং বর্তমানে তিনি সরকারি স্বার্থ রক্ষায় তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তাই, তিনি এই পদে থাকার যোগ্য নন। থাকলে ভবিষ্যতে সরকারের স্বার্থ বিপন্ন হতে পারে।
রবীন্দ্র কাছারি বাড়ি রক্ষায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করায় সলিসিটরের অপসারণ দাবিতে নোটিশ পাঠিয়েছেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। আগামী ৭ দিনের মধ্যে ওই পদ থেকে অপসারণ করার অনুরোধ জানিয়ে আইন সচিবকে ডাকযোগে আজ সোমবার নোটিশ পাঠিয়েছেন তিনি।
নোটিশে বলা হয়, সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়ি রক্ষার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ২০১৪ সালে রিট করে। ওই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট আদেশ দেন শাহজাদপুরে রবীন্দ্রনাথের ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক অস্তিত্ব রক্ষায় কোনো স্থাপনা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কি না, তা অনুসন্ধান করতে। ওই স্থানের পবিত্রতা ও কাঠামো রক্ষার জন্য এবং স্থাবর পুরাকীর্তি সংরক্ষণের জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
নোটিশে আরও বলা হয়, যেহেতু ওই রায়টি সরকারের বিরুদ্ধে যায়নি তাই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর আপিল দায়ের করেনি। কিন্তু সলিসিটর অফিসের পক্ষ থেকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়েছে।
এতে বাদী হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের মহাপরিচালক, সিরাজগঞ্জের জেলা প্রশাসকসহ অন্যদের দেখানো হয়েছে। তবে তারা কেউই আপিল করার অনুরোধ করেননি বা ওকালতনামায় স্বাক্ষর করেননি। সলিসিটর নিজেই ওকালতনামায় তার নিজ নাম স্বাক্ষর করেছেন।
মনজিল মোরসেদ বলেন, আপিল সম্পর্কে অবহিত হওয়ার পর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব গত ৪ এপ্রিল সলিসিটরকে চিঠি পাঠিয়ে অবিলম্বে আপিল প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন।
ওই চিঠি সত্ত্বেও সলিসিটর সরকারি স্বার্থের বিরুদ্ধে দায়ের করা আপিল প্রত্যাহার করার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। সরকারি স্বার্থ রক্ষার জন্য সলিসিটরের পদটি অত্যন্ত দায়িত্বশীল এবং বর্তমানে তিনি সরকারি স্বার্থ রক্ষায় তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তাই, তিনি এই পদে থাকার যোগ্য নন। থাকলে ভবিষ্যতে সরকারের স্বার্থ বিপন্ন হতে পারে।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
২৬ মিনিট আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
২৯ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
১ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে