নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সুপ্রিম কোর্টে আবারও আইনজীবীদের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক পদ নিয়েই মূল জটিলতা। ওই পদ দখলের অভিযোগ তুলে এর প্রতিবাদে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা। আজ বুধবার দুপুরে সম্পাদকের কক্ষের সামনে দিয়ে মিছিল নিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের সঙ্গে হাতাহাতি হয়।
বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে প্রতিবাদ সভা করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সেখানে কয়েক শ আইনজীবী অংশ নেন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যসচিব ফজলুর রহমান। প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিল করেন বিএনপি সমর্থিত আইনজীবীরা। সম্পাদকের কক্ষের সামনে দিয়ে মিছিলটি যাওয়ার সময় সেখানে থাকা আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের সঙ্গে তাঁদের হাতাহাতি হয়। একপর্যায়ে বিএনপিপন্থী আইনজীবীরা সম্পাদকের কক্ষের নেমপ্লেট খুলে ফেলেন। হাতাহাতিতে আওয়ামী লীগপন্থী আইনজীবী নজরুল ইসলাম প্রামাণিক আহত হন বলে জানা গেছে।
এ বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী লীগপন্থীরা জয়বাংলা স্লোগান দিয়ে হামলা করে। এর পর উভয় পক্ষই হাতাহাতিতে জড়িয়ে পড়ে, যা দুঃখজনক। তবে স্বঘোষিত সম্পাদক স্বেচ্ছায় বিদায় না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এ বিষয়ে বক্তব্য জানতে আওয়ামী ফোরামের মমতাজ উদ্দিন ফকির, আবদুন নূর দুলাল ও শহিদুল ইসলামের মোবাইলে বেশ কয়েকবার ফোন করেও পাওয়া যায়নি।
এর আগে আওয়ামীপন্থীদের ঘোষিত অজি উল্লাহর নেতৃত্বাধীন নির্বাচন উপকমিটি গত ২৭ এপ্রিল সম্মেলন কক্ষের তালা ভেঙে সম্পাদক পদের ভোট গণনা করতে যায়। তখন উভয় পক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতি হয়। সে ঘটনায় কয়েকজন আইনজীবী আহত হন। পরে ওই রাতেই ভোট পুনরায় গণনা শেষে সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থক আইনজীবী আবদুন নূর দুলালকে বিজয়ী ঘোষণা করা হয়।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২৩ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১৫ ও ১৬ মার্চ। ভোট গণনা শেষে ১৭ মার্চ রাতে ফল ঘোষণা করতে গেলে সম্পাদক পদে ভোট পুনঃগণনার দাবি তোলেন আওয়ামীপন্থী আইনজীবীরা। প্রধান নির্বাচন কমিশনার অভিযোগ নাকচ করে ফলাফল ঘোষণা করতে চাইলে হট্টগোলের সৃষ্টি হয়। ওই সময় আবদুন নূর দুলাল লিখিতভাবে ভোট পুনরায় গণনার আবেদন করেন। সৃষ্ট জটিলতা নিরসনে গত ৬ এপ্রিল সাবেক সভাপতি ও সম্পাদকদের সঙ্গে যৌথ বৈঠক করে কার্য নির্বাহী কমিটি। এর পর একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এ ওয়াই মশিউজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করে দুঃখ প্রকাশ করেন।
সুপ্রিম কোর্টে আবারও আইনজীবীদের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক পদ নিয়েই মূল জটিলতা। ওই পদ দখলের অভিযোগ তুলে এর প্রতিবাদে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা। আজ বুধবার দুপুরে সম্পাদকের কক্ষের সামনে দিয়ে মিছিল নিয়ে যাওয়ার সময় আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের সঙ্গে হাতাহাতি হয়।
বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে প্রতিবাদ সভা করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সেখানে কয়েক শ আইনজীবী অংশ নেন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যসচিব ফজলুর রহমান। প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিল করেন বিএনপি সমর্থিত আইনজীবীরা। সম্পাদকের কক্ষের সামনে দিয়ে মিছিলটি যাওয়ার সময় সেখানে থাকা আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের সঙ্গে তাঁদের হাতাহাতি হয়। একপর্যায়ে বিএনপিপন্থী আইনজীবীরা সম্পাদকের কক্ষের নেমপ্লেট খুলে ফেলেন। হাতাহাতিতে আওয়ামী লীগপন্থী আইনজীবী নজরুল ইসলাম প্রামাণিক আহত হন বলে জানা গেছে।
এ বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ মিছিলে আওয়ামী লীগপন্থীরা জয়বাংলা স্লোগান দিয়ে হামলা করে। এর পর উভয় পক্ষই হাতাহাতিতে জড়িয়ে পড়ে, যা দুঃখজনক। তবে স্বঘোষিত সম্পাদক স্বেচ্ছায় বিদায় না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এ বিষয়ে বক্তব্য জানতে আওয়ামী ফোরামের মমতাজ উদ্দিন ফকির, আবদুন নূর দুলাল ও শহিদুল ইসলামের মোবাইলে বেশ কয়েকবার ফোন করেও পাওয়া যায়নি।
এর আগে আওয়ামীপন্থীদের ঘোষিত অজি উল্লাহর নেতৃত্বাধীন নির্বাচন উপকমিটি গত ২৭ এপ্রিল সম্মেলন কক্ষের তালা ভেঙে সম্পাদক পদের ভোট গণনা করতে যায়। তখন উভয় পক্ষের আইনজীবীদের মধ্যে হাতাহাতি হয়। সে ঘটনায় কয়েকজন আইনজীবী আহত হন। পরে ওই রাতেই ভোট পুনরায় গণনা শেষে সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থক আইনজীবী আবদুন নূর দুলালকে বিজয়ী ঘোষণা করা হয়।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২৩ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয় গত ১৫ ও ১৬ মার্চ। ভোট গণনা শেষে ১৭ মার্চ রাতে ফল ঘোষণা করতে গেলে সম্পাদক পদে ভোট পুনঃগণনার দাবি তোলেন আওয়ামীপন্থী আইনজীবীরা। প্রধান নির্বাচন কমিশনার অভিযোগ নাকচ করে ফলাফল ঘোষণা করতে চাইলে হট্টগোলের সৃষ্টি হয়। ওই সময় আবদুন নূর দুলাল লিখিতভাবে ভোট পুনরায় গণনার আবেদন করেন। সৃষ্ট জটিলতা নিরসনে গত ৬ এপ্রিল সাবেক সভাপতি ও সম্পাদকদের সঙ্গে যৌথ বৈঠক করে কার্য নির্বাহী কমিটি। এর পর একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এ ওয়াই মশিউজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করে দুঃখ প্রকাশ করেন।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৭ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৭ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৮ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ ঘণ্টা আগে