জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বহিরাগতদের অবাধ চলাচল নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন ছাত্রীরা। একই সঙ্গে নারী শিক্ষার্থীদের প্রতি প্রশাসনের বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি বন্ধসহ বিভিন্ন দাবিতে তাঁরা মানববন্ধন করেছেন।
আজ বুধবার বেলা সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা, খালেদা জিয়া, প্রীতিলতা ও সুফিয়া কামাল হলের অর্ধশতাধিক ছাত্রী অংশ নেন।
ছাত্রীদের অভিযোগ, আবাসিক হলে একের পর এক চুরি ও উত্ত্যক্তের ঘটনা আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত করেছে।
তাদের অন্যান্য দাবির মধ্যে আছে যৌন নিপীড়নের ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা, নারী শিক্ষার্থীদের প্রতি দমন-পীড়নমূলক আচরণ থামানো এবং পুরো ক্যাম্পাস সিসিটিভি ক্যামেরার আওতায় আনা।
এ সময় নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ফাইজা মেহজাবিন বলেন, ‘গত এক বছর যাবৎ বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি দেখছি। গত শনিবার গভীর রাতে এক ব্যক্তি সুফিয়া কামাল হল, খালেদা জিয়া হল ও শেখ হাসিনা হলের মেয়েদের উদ্দেশে যৌন নিপীড়নমূলক কথা বলেন। এ ঘটনায় এখনো দোষীকে চিহ্নিত করা কিংবা কোনো দৃশ্যমান ব্যবস্থা নিতে দেখিনি। আমরা যখন হল কমিটির কাছে যাই, তখন তারা তদন্ত কমিটি গঠন করে। কিন্তু তদন্ত কমিটি মূলত আমাদের বক্তব্যকে বিভিন্নভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।’
এ ব্যাপারে শেখ হাসিনা হলের প্রোভোস্ট হোসনে আরা বলেন, ‘সেদিনের ঘটনায় আমরা ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ শুরু করেছি। দায়িত্বে থাকা গার্ডদের কারণ দর্শানোর নোটিশ প্রদান, গার্ডের সংখ্যা তিন থেকে চারে উন্নীত করা, ঢাকা-আরিচা মহাসড়কসংলগ্ন প্রাচীর উঁচু করা, ৩০ মিনিট পরপর বাঁশি দেওয়াসহ একাধিক নির্দেশনা দেওয়া হয়েছে।’
জাবির উপাচার্য অধ্যাপক নূরুল আলম বলেন, ‘প্রভোস্ট কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়া হয়।’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বহিরাগতদের অবাধ চলাচল নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন ছাত্রীরা। একই সঙ্গে নারী শিক্ষার্থীদের প্রতি প্রশাসনের বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি বন্ধসহ বিভিন্ন দাবিতে তাঁরা মানববন্ধন করেছেন।
আজ বুধবার বেলা সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা, খালেদা জিয়া, প্রীতিলতা ও সুফিয়া কামাল হলের অর্ধশতাধিক ছাত্রী অংশ নেন।
ছাত্রীদের অভিযোগ, আবাসিক হলে একের পর এক চুরি ও উত্ত্যক্তের ঘটনা আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত করেছে।
তাদের অন্যান্য দাবির মধ্যে আছে যৌন নিপীড়নের ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা, নারী শিক্ষার্থীদের প্রতি দমন-পীড়নমূলক আচরণ থামানো এবং পুরো ক্যাম্পাস সিসিটিভি ক্যামেরার আওতায় আনা।
এ সময় নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ফাইজা মেহজাবিন বলেন, ‘গত এক বছর যাবৎ বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি দেখছি। গত শনিবার গভীর রাতে এক ব্যক্তি সুফিয়া কামাল হল, খালেদা জিয়া হল ও শেখ হাসিনা হলের মেয়েদের উদ্দেশে যৌন নিপীড়নমূলক কথা বলেন। এ ঘটনায় এখনো দোষীকে চিহ্নিত করা কিংবা কোনো দৃশ্যমান ব্যবস্থা নিতে দেখিনি। আমরা যখন হল কমিটির কাছে যাই, তখন তারা তদন্ত কমিটি গঠন করে। কিন্তু তদন্ত কমিটি মূলত আমাদের বক্তব্যকে বিভিন্নভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।’
এ ব্যাপারে শেখ হাসিনা হলের প্রোভোস্ট হোসনে আরা বলেন, ‘সেদিনের ঘটনায় আমরা ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ শুরু করেছি। দায়িত্বে থাকা গার্ডদের কারণ দর্শানোর নোটিশ প্রদান, গার্ডের সংখ্যা তিন থেকে চারে উন্নীত করা, ঢাকা-আরিচা মহাসড়কসংলগ্ন প্রাচীর উঁচু করা, ৩০ মিনিট পরপর বাঁশি দেওয়াসহ একাধিক নির্দেশনা দেওয়া হয়েছে।’
জাবির উপাচার্য অধ্যাপক নূরুল আলম বলেন, ‘প্রভোস্ট কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন দ্রুততম সময়ে ব্যবস্থা নেওয়া হয়।’
গাজীপুরের শ্রীপুরে বনভূমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করছে বন বিভাগ। এসব বনভূমিতে গড়ে ওঠা শতাধিক বসতবাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উদ্ধার করা হয়েছে ৭ একর বনভূমি।
১ মিনিট আগেআদালতে শুনানি শেষে দুপুর ১২টা ২০ মিনিটের দিকে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় প্রিজনভ্যানে ওঠানো হয়। তবে তাঁর অনুসারীদের বাধার কারণে প্রিজনভ্যানটি আদালত প্রাঙ্গণ থেকে বের হতে পারেনি। প্রায় তিন ঘণ্টা প্রিজনভ্যান আটকে রাখার পর পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার
৯ মিনিট আগেমুন্সিগঞ্জের সিরাজদিখানে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের তুলশীখালী ও চিত্রকোট এলাকায় অবস্থিত বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) এই পার্ক পরিদর্শন করেন তিনি।
২৩ মিনিট আগেসাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘কোনো প্রকার হস্তক্ষেপ, কোনো প্রকার আঘাত এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না।’ ইউনিয়ন পরিষদ (ইউপি) ভেঙে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, অতি দ্রুত বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে।
২৮ মিনিট আগে