ঢামেক প্রতিনিধি
রাজধানীর উত্তরা আজমপুরে বিলবোর্ড লাগানোর সময় বিদ্যুতায়িত এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাঁরা দুজনই একটি বিজ্ঞাপন সংস্থার কর্মচারী।
আজ সোমবার বেলা ১১টার দিকে আজমপুর হোসেন টাওয়ারের পাশে এ ঘটনাটি ঘটে। আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক বেলা সোয়া ৩টার দিকে একজনকে মৃত ঘোষণা করেন। অপরজন জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত ব্যক্তির নাম—হৃদয় সূত্রধর (৩০)। তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার সাওয়ালী মহেরা গ্রামের রামকৃষ্ণ সূত্রধরের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন মো. রাশেদ মিয়া (২৩)।
দুজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যান ওই বিজ্ঞাপন সংস্থার মার্কেটিং অফিসার পবিত্র বণিক। তিনি আজকের পত্রিকাকে জানান, কালকেয়ার টেকনোলোজি নামে একটি বিজ্ঞাপন সংস্থায় কাজ করেন তারা। তাদের অফিস গুলশানে। ওই দুজন বোর্ড লাগানোর কাজ করে। আজকে আজমপুর হোসেন টাওয়ারের তৃতীয় তলায় একটি মোবাইল কোম্পানির বিলবোর্ড লাগাচ্ছিলেন তাঁরা।
পবিত্র বণিক আরও জানান, রাশেদ ও হৃদয় হোসেন টাওয়ারের তিন তলায় ওঠার জন্য একটি স্টিলের মই নিয়ে আসে। এ সময় ওপরে চার হাজার ভোল্টেজের তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায় তারা। পরে তাদের দুজনকে দ্রুত উত্তরা বাংলাদেশ মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। আহত হৃদয় জরুরি বিভাগে চিকিৎসাধীন আছে।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরা থেকে বিদ্যুৎস্পৃষ্টে আহত দুজনকে হাসপাতালে নিয়ে আসলে হৃদয় নামে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত রাশেদের বাম পা ঝলসে গেছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’
রাজধানীর উত্তরা আজমপুরে বিলবোর্ড লাগানোর সময় বিদ্যুতায়িত এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তাঁরা দুজনই একটি বিজ্ঞাপন সংস্থার কর্মচারী।
আজ সোমবার বেলা ১১টার দিকে আজমপুর হোসেন টাওয়ারের পাশে এ ঘটনাটি ঘটে। আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক বেলা সোয়া ৩টার দিকে একজনকে মৃত ঘোষণা করেন। অপরজন জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত ব্যক্তির নাম—হৃদয় সূত্রধর (৩০)। তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার সাওয়ালী মহেরা গ্রামের রামকৃষ্ণ সূত্রধরের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন মো. রাশেদ মিয়া (২৩)।
দুজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যান ওই বিজ্ঞাপন সংস্থার মার্কেটিং অফিসার পবিত্র বণিক। তিনি আজকের পত্রিকাকে জানান, কালকেয়ার টেকনোলোজি নামে একটি বিজ্ঞাপন সংস্থায় কাজ করেন তারা। তাদের অফিস গুলশানে। ওই দুজন বোর্ড লাগানোর কাজ করে। আজকে আজমপুর হোসেন টাওয়ারের তৃতীয় তলায় একটি মোবাইল কোম্পানির বিলবোর্ড লাগাচ্ছিলেন তাঁরা।
পবিত্র বণিক আরও জানান, রাশেদ ও হৃদয় হোসেন টাওয়ারের তিন তলায় ওঠার জন্য একটি স্টিলের মই নিয়ে আসে। এ সময় ওপরে চার হাজার ভোল্টেজের তারের সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায় তারা। পরে তাদের দুজনকে দ্রুত উত্তরা বাংলাদেশ মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। আহত হৃদয় জরুরি বিভাগে চিকিৎসাধীন আছে।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘উত্তরা থেকে বিদ্যুৎস্পৃষ্টে আহত দুজনকে হাসপাতালে নিয়ে আসলে হৃদয় নামে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত রাশেদের বাম পা ঝলসে গেছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’
ভারত-পাকিস্তান যুদ্ধের আগে পর্যন্ত রাজশাহীর সুলতানগঞ্জ ও ভারতের মুর্শিদাবাদের ময়া পর্যন্ত পদ্মা নদীতে চালু ছিল একটি নৌ-রুট। ৫৯ বছর পর নৌ প্রটোকল চুক্তির আওতায় আবার এই নৌ-রুট চালুর উদ্যোগ নেয় বিগত সরকার।
২ মিনিট আগেযশোরের বেনাপোল পৌর বাস টার্মিনাল চালু করতে বেনাপোল বন্দর আন্তর্জাতিক বাস টার্মিনাল বন্ধ করে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার এ সিদ্ধান্ত কার্যকরের পর গতকাল শনিবার সারা দেশ থেকে বেনাপোল রুটে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন ব্যবসায়ী সমিতি।
৮ মিনিট আগেকালাবদর নদের তীরের গ্রাম বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার দক্ষিণ জাঙ্গালিয়া। গভীর রাতে খননযন্ত্রের (এক্সকাভেটর) শব্দে গ্রামটির মানুষের ঘুম ভেঙে যায়। প্রতিরাতে একদল লোক কয়েকটি ট্রলারে এসে এক্সকাভেটর দিয়ে নদের তীরের মাটি কেটে নিয়ে যায়। গ্রামবাসী ভয়ে প্রতিবাদ করার সাহস পায় না।
২৩ মিনিট আগে