ঈদে গাজীপুর-পার্বতীপুরে চলবে ৩টি বিশেষ ট্রেন

গাজীপুর প্রতিনিধি
Thumbnail image

পবিত্র ঈদুল ফিতরে উত্তরাঞ্চলগামী মানুষের ঈদযাত্রা সহজ ও নিরাপদ করতে গাজীপুরের জয়দেবপুর থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত তিনটি স্পেশাল ট্রেন চলাচল করবে। ট্রেনটি আগামী ৭,৮ ও ৯ এপ্রিল রাত ১১টায় জয়দেবপুর থেকে ছেড়ে গিয়ে নাটোর, সান্তাহার, জয়পুরহাট, বিরামপুর, ফুলবাড়ী হয়ে দিনাজপুরের পার্বতীপুর সম্ভাব্য সময় ভোর ৫টা ৫৫ মিনিটে পৌঁছাবে।

আজ বুধবার গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. হাসিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আসন্ন পবিত্র ঈদুল-ফিতরে ঘরমুখী মানুষের যাতায়াত সহজ ও নিরাপদ করতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে গাজীপুরের বিভিন্ন শিল্প–কারখানার শ্রমিকদের কথা বিবেচনা করে জয়দেবপুর থেকে দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত তিনটি স্পেশাল ট্রেন চালু করা হচ্ছে।’

মো. হাসিবুর রহমান বলেন, ‘স্পেশাল ট্রেনটি আগামী ৭,৮ ও ৯ এপ্রিল তিন দিনে মোট তিনটি স্পেশাল ট্রেন রাত ১১টায় জয়দেবপুর স্টেশন ছাড়বে। পথে ট্রেনটি নাটোর, সান্তাহার, জয়পুরহাট, বিরামপুর, ফুলবাড়ী স্টেশনে যাত্রা বিরতি করবে। সর্বশেষ ভোর ৫টা ৫৫ মিনিটে দিনাজপুরের পার্বতীপুর পৌঁছাবে।’

তিনি আরও বলেন, ‘ট্রেনটিতে মোট আসনসংখ্যা থাকবে ৭১৬ টি, যার মাঝে ১ম শ্রেণির রয়েছে ২৪ টি। বরাদ্দকৃত সব টিকিট কেবলমাত্র অনলাইনে পাওয়া যাবে। আসনবিহীন টিকিট ট্রেন ছাড়ার দুই ঘন্টা পূর্বে জয়দেবপুর স্টেশন থেকে দেওয়া হবে।’

জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার মো. হানিফ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের পরদিন থেকে তিন দিন ওই ট্রেনটি বিকেল ৪টা ২০ মিনিটে পার্বতীপুর থেকে গাজীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত