টিএসসিতে ঢাবি সাংস্কৃতিক সংসদের বর্ষা উদ্‌যাপন

ঢাবি প্রতিনিধি
Thumbnail image

বাংলার আবহমানকালরে প্রাণ-সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ বাংলা বছরের দ্বিতীয় ঋতু বর্ষাকে বরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ (ডিইউসিএস)। নানা আয়োজনের মধ্য দিয়ে ১ আষাঢ় ১৪২৯ পালন করা হয়।

আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে রিভাইভাল টি নিবেদিত ‘আষাঢ় পার্বণ ১৪২৯ ’। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ প্রথমবাররে মতো সাংস্কৃতিক অনুষ্ঠান ও কারুশিল্প মেলা আয়োজনের মাধ্যমে উৎসবটি পালন করে। 

বেলা সাড়ে ৪টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রখ্যাত নাট্য ও গণমাধ্যম ব্যক্তিত্ব ম. হামিদ। প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ড. মুহাম্মদ সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শর্মিলা বন্দ্যোপাধ্যায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের উপদেষ্টা ড. শিকদার মনোয়ার মুর্শেদ। মুখ্য আলোচক হিসেবে ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুস। অতিথি হিসেবে ছিলেন রিভাইভাল টি এর ব্যবস্থাপনা পরিচালক রাহতুল আশেকীন। এ ছাড়া সভাপ্রধান হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদরে মডারেটর সাবরিন সুলতানা চৌধুরী। 

এ সময় উদ্বোধক ম. হামিদ বলেন, ‘জীবনে যতই দুঃখবোধ থাকুক, ইতিবাচক দিকগুলোকে আনন্দরে সঙ্গে উদ্‌যাপন করতে হব। বর্ষার নেতিবাচক সকল দিককে পেছনে ফলে আনন্দময় পরিবেশ আমরা এই ঋতুকে উপভোগ করব আশা করি।’ 

বাংলা বছরের দ্বিতীয় ঋতু বর্ষাকে বরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ। রিভাইভাল টি এর ব্যবস্থাপনা পরিচালক রাহতুল আশেকীন বলেন, ‘আমরা সব সময় বাঙালি সংস্কৃতির সঙ্গে আছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চায়ের আড্ডার জন্য বিখ্যাত। স্বাস্থ্যকর চা পণ্যের মাধ্যমে এই ঐতিহ্য নতুন মাত্রা পাক, তাই আমাদের কাম্য।’ 

উপ-উপাচার্য মুহম্মদ সামাদ তাঁর বক্তব্যে বলেন, ‘আমরা যদি আবহমান সংস্কৃতিকে ধরে রাখতে পারি, জঙ্গিবাদ, মৌলবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সম্ভব।’ 

অনুষ্ঠান শুরু হয় বিকেলে সাড়ে ৪টায়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যের পর ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদরে নানান সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি মূল আকর্ষণ হিসেবে ছিল ব্র্যান্ড দল ‘কৃষ্ণপক্ষ’র সংগীত পরিবেশনা। এই আয়োজনে বাংলার কারুশিল্পকে তুলে ধরার প্রয়াসে একই দিন টিএসসি প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজিত হয়েছে কারুশিল্প মেলা, এতে ছিল নবীন উদ্যোক্তাদের বিভিন্ন স্টল ও বর্ষাযাপনের নানা উপাদান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত