নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর যাত্রাবাড়ির ছনটেকে অভিযান চালিয়ে প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। চক্রটি দীর্ঘদিন ধরে নারী সদস্যদের দিয়ে প্রতিষ্ঠিত পুরুষদের টার্গেট করে ব্ল্যাকমেল করে আসছিল। টার্গেট করা পুরুষদের নির্দিষ্ট ঠিকানায় ডেকে নেওয়া হতো। এরপর ডিবি পরিচয়ে নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ধারণ করে টাকা আদায়ের জন্য ব্ল্যাকমেল ও নির্যাতন করা হতো।
গতকাল বুধবার এক ব্যক্তিকে প্রেমের ফাঁদে ফেলে জিম্মি করে টাকা আদায়ের সময়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—চক্রের মূল হোতা ফয়সাল আহম্মেদ ওরফে রানা (৩৪), মো. রবিউল ওরফে রবিউল হাসান (২৮), মোসা. জেসমিন বেগম ওরফে রিনা (৩০) ও পুতুল (২৮)।
এ সময় তাঁদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ডিবি পুলিশের জ্যাকেট, একটি ওয়াকিটকি ও ছয়টি মোবাইল জব্দ করা হয়। ভুক্তভোগীদের নির্যাতনের কাজে ব্যবহৃত হাতুড়ি, লাঠি, প্লাস ও মাল্টিপ্লাগও জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১০ এর সহকারী মিডিয়া কর্মকর্তা (এএসপি) এনায়েত কবির সোহেব।
এনায়েত কবির সোহেব জানান, প্রতারক চক্রের সদস্য জেসমিন ওরফে রিনা ভুক্তভোগীকে প্রেমের ফাঁদে ফেলে অনৈতিক কাজের প্রস্তাব দেয়। সে রাজি হলে পূর্বপরিকল্পনা অনুযায়ী চক্রের ঠিক করে রাখা যাত্রাবাড়ি থানার ছনটেক এলাকার একটি বাসায় ভুক্তভোগীকে নিয়ে যাওয়া হয়। সেখানে চক্রের মূল হোতা রানা তাঁর সহযোগীদের নিয়ে হাজির হয়। নিজেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে ভুক্তভোগীকে নির্যাতন করে ও চক্রের নারী সদস্য রিনার সঙ্গে আপত্তিকর ভিডিও ধারণ করে। এই সকল ভিডিও দিয়ে মামলা করা ও বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করে।
তিনি আরও জানান, প্রতারক চক্রটির বিষয়ে গোয়েন্দা তথ্য পেয়ে যায় র্যাব-১০। পরবর্তীতে অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার ও ভুয়া ডিবি পরিচয় দেওয়া প্রতারক চক্রের মূল হোতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা নির্যাতন ও টাকা আদায়ের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
চক্রটি র্যাবকে জানিয়েছে, তাঁরা একটি প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তাঁদের দলের নারীরা রাজধানীর যাত্রাবাড়িসহ আশপাশের এলাকায় অর্থ-বিত্তশালী বিভিন্ন ব্যক্তিদের অনৈতিক কাজের লোভ দেখিয়ে তাঁদের আস্তানায় নিয়ে যায়। পরিকল্পনা অনুযায়ী নিজেদের আস্তানায় নিয়ে যাওয়ার পরে চক্রের মূল হোতা ও তাঁর সহযোগীরা ডিবি পুলিশের জ্যাকেট পড়ে ও ওয়াকিটকি সেটসহ হাজির হয়। নিজেকে পুলিশ পরিচয় দিয়ে ভুক্তভোগীদের মারধর ও মোবাইলের মাধ্যমে তাঁদের আপত্তিকর ভিডিও ধারণ করে। এরপর তাঁদের গ্রেপ্তার ও মামলাসহ বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করত।
গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে চারটি মামলার তথ্য পেয়েছে র্যাব। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
রাজধানীর যাত্রাবাড়ির ছনটেকে অভিযান চালিয়ে প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। চক্রটি দীর্ঘদিন ধরে নারী সদস্যদের দিয়ে প্রতিষ্ঠিত পুরুষদের টার্গেট করে ব্ল্যাকমেল করে আসছিল। টার্গেট করা পুরুষদের নির্দিষ্ট ঠিকানায় ডেকে নেওয়া হতো। এরপর ডিবি পরিচয়ে নারীদের সঙ্গে আপত্তিকর ভিডিও ধারণ করে টাকা আদায়ের জন্য ব্ল্যাকমেল ও নির্যাতন করা হতো।
গতকাল বুধবার এক ব্যক্তিকে প্রেমের ফাঁদে ফেলে জিম্মি করে টাকা আদায়ের সময়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—চক্রের মূল হোতা ফয়সাল আহম্মেদ ওরফে রানা (৩৪), মো. রবিউল ওরফে রবিউল হাসান (২৮), মোসা. জেসমিন বেগম ওরফে রিনা (৩০) ও পুতুল (২৮)।
এ সময় তাঁদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ডিবি পুলিশের জ্যাকেট, একটি ওয়াকিটকি ও ছয়টি মোবাইল জব্দ করা হয়। ভুক্তভোগীদের নির্যাতনের কাজে ব্যবহৃত হাতুড়ি, লাঠি, প্লাস ও মাল্টিপ্লাগও জব্দ করা হয়।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১০ এর সহকারী মিডিয়া কর্মকর্তা (এএসপি) এনায়েত কবির সোহেব।
এনায়েত কবির সোহেব জানান, প্রতারক চক্রের সদস্য জেসমিন ওরফে রিনা ভুক্তভোগীকে প্রেমের ফাঁদে ফেলে অনৈতিক কাজের প্রস্তাব দেয়। সে রাজি হলে পূর্বপরিকল্পনা অনুযায়ী চক্রের ঠিক করে রাখা যাত্রাবাড়ি থানার ছনটেক এলাকার একটি বাসায় ভুক্তভোগীকে নিয়ে যাওয়া হয়। সেখানে চক্রের মূল হোতা রানা তাঁর সহযোগীদের নিয়ে হাজির হয়। নিজেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে ভুক্তভোগীকে নির্যাতন করে ও চক্রের নারী সদস্য রিনার সঙ্গে আপত্তিকর ভিডিও ধারণ করে। এই সকল ভিডিও দিয়ে মামলা করা ও বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করে।
তিনি আরও জানান, প্রতারক চক্রটির বিষয়ে গোয়েন্দা তথ্য পেয়ে যায় র্যাব-১০। পরবর্তীতে অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার ও ভুয়া ডিবি পরিচয় দেওয়া প্রতারক চক্রের মূল হোতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা নির্যাতন ও টাকা আদায়ের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
চক্রটি র্যাবকে জানিয়েছে, তাঁরা একটি প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তাঁদের দলের নারীরা রাজধানীর যাত্রাবাড়িসহ আশপাশের এলাকায় অর্থ-বিত্তশালী বিভিন্ন ব্যক্তিদের অনৈতিক কাজের লোভ দেখিয়ে তাঁদের আস্তানায় নিয়ে যায়। পরিকল্পনা অনুযায়ী নিজেদের আস্তানায় নিয়ে যাওয়ার পরে চক্রের মূল হোতা ও তাঁর সহযোগীরা ডিবি পুলিশের জ্যাকেট পড়ে ও ওয়াকিটকি সেটসহ হাজির হয়। নিজেকে পুলিশ পরিচয় দিয়ে ভুক্তভোগীদের মারধর ও মোবাইলের মাধ্যমে তাঁদের আপত্তিকর ভিডিও ধারণ করে। এরপর তাঁদের গ্রেপ্তার ও মামলাসহ বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করত।
গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে চারটি মামলার তথ্য পেয়েছে র্যাব। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
ডেমরায় ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) খালের ওপর নির্মিত হাজীনগর সেতু প্রয়োজনের তুলনায় কম প্রশস্ত হওয়ায় পারাপারে দুর্ভোগে পড়েছে এলাকার বহু মানুষ। স্টাফ কোয়ার্টার-হাজীনগর এলাকার এই গার্ডার সেতু প্রায় দেড় দশক আগে নির্মিত।
৪ ঘণ্টা আগেসাতক্ষীরার আশাশুনিতে নদী খননের কারণে ৫ কিলোমিটারের মধ্যে তিনটি স্থাপনা (সেতু ও কালভার্ট) ধসে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন আশাশুনিসহ আশপাশের কয়েক লাখ মানুষ। ধসে পড়া সেতুর ওর নির্মিত সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন মানুষ। দীর্ঘদিন এই অবস্থা চললেও কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা।
৪ ঘণ্টা আগেপানির ৫৭টি পরীক্ষার মাধ্যমে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ঠাকুরগাঁও আঞ্চলিক পানি পরীক্ষাগার। কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে উদ্বোধনের চার বছর পরও জেলার একমাত্র পানি পরীক্ষাগারটি চালু করা যায়নি।
৪ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র ইউনিয়নের (একাংশ) সভাপতি মেঘমল্লার বসুর নামে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) যুবাইর বিন নেছারী নামের এক শিক্ষার্থী এ জিডি করেন।
৫ ঘণ্টা আগে