গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫ রাউন্ড শটগানের গুলি ছুড়েছে পুলিশ। আজ সোমবার সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় সাহেব আলী মোল্লা (৬০), নূরু দাড়িয়া (২৫) ও আজমির মোল্লাকে (৪৫) নামে তিনজনকে উন্নত চিকিসার জন্য ঢাকা পাঠানো হয়েছে হয়েছে। বাকিদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘ বছর ধরে ভেন্নাবাড়ি গ্রামের আজিজুল মোল্লা ও মিটু মোল্লা মধ্যে বিরোধ চলে আসছিল। তারই জেরে আজ (সোমবার) সকালে দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র–শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। শুরু হয় ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫ রাউন্ড শটগানের গুলি নিক্ষেপ করে।’ এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক আছে বলেও জানান ওই কর্মকর্তা।
আহত নুরু মোল্লার বোন আসমা খানম আজকের পত্রিকাকে বলেন, ‘মিটু মোল্লা এলাকায় প্রভাব খাটিয়ে আসছে। তার বিরুদ্ধে কেউ গেলে তার ওপর নির্যাতন করে। আজকে এলাকায় একটি আকিকার অনুষ্ঠান ছিল। সেখানে যাওয়ার পথে আমার ভাইসহ অন্য লোকদের ওপর মিটু মোল্লা ও তার লোকজন হামলা করে।
এ সময় মিটু মোল্লা ছড়া গুলি ছোড়ে এবং তার লোকজন ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে হামলা চালায়। ভাইয়ের অবস্থা খারাপ হওয়ায় তাকে ঢাকায় নেওয়া হয়েছে। আমরা এ ঘটনার বিচার চাই।’
গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫ রাউন্ড শটগানের গুলি ছুড়েছে পুলিশ। আজ সোমবার সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় সাহেব আলী মোল্লা (৬০), নূরু দাড়িয়া (২৫) ও আজমির মোল্লাকে (৪৫) নামে তিনজনকে উন্নত চিকিসার জন্য ঢাকা পাঠানো হয়েছে হয়েছে। বাকিদের গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘ বছর ধরে ভেন্নাবাড়ি গ্রামের আজিজুল মোল্লা ও মিটু মোল্লা মধ্যে বিরোধ চলে আসছিল। তারই জেরে আজ (সোমবার) সকালে দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র–শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। শুরু হয় ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫ রাউন্ড শটগানের গুলি নিক্ষেপ করে।’ এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক আছে বলেও জানান ওই কর্মকর্তা।
আহত নুরু মোল্লার বোন আসমা খানম আজকের পত্রিকাকে বলেন, ‘মিটু মোল্লা এলাকায় প্রভাব খাটিয়ে আসছে। তার বিরুদ্ধে কেউ গেলে তার ওপর নির্যাতন করে। আজকে এলাকায় একটি আকিকার অনুষ্ঠান ছিল। সেখানে যাওয়ার পথে আমার ভাইসহ অন্য লোকদের ওপর মিটু মোল্লা ও তার লোকজন হামলা করে।
এ সময় মিটু মোল্লা ছড়া গুলি ছোড়ে এবং তার লোকজন ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে হামলা চালায়। ভাইয়ের অবস্থা খারাপ হওয়ায় তাকে ঢাকায় নেওয়া হয়েছে। আমরা এ ঘটনার বিচার চাই।’
ভারত-পাকিস্তান যুদ্ধের আগে পর্যন্ত রাজশাহীর সুলতানগঞ্জ ও ভারতের মুর্শিদাবাদের ময়া পর্যন্ত পদ্মা নদীতে চালু ছিল একটি নৌ-রুট। ৫৯ বছর পর নৌ প্রটোকল চুক্তির আওতায় আবার এই নৌ-রুট চালুর উদ্যোগ নেয় বিগত সরকার।
৪ মিনিট আগেযশোরের বেনাপোল পৌর বাস টার্মিনাল চালু করতে বেনাপোল বন্দর আন্তর্জাতিক বাস টার্মিনাল বন্ধ করে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার এ সিদ্ধান্ত কার্যকরের পর গতকাল শনিবার সারা দেশ থেকে বেনাপোল রুটে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন ব্যবসায়ী সমিতি।
১১ মিনিট আগেকালাবদর নদের তীরের গ্রাম বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার দক্ষিণ জাঙ্গালিয়া। গভীর রাতে খননযন্ত্রের (এক্সকাভেটর) শব্দে গ্রামটির মানুষের ঘুম ভেঙে যায়। প্রতিরাতে একদল লোক কয়েকটি ট্রলারে এসে এক্সকাভেটর দিয়ে নদের তীরের মাটি কেটে নিয়ে যায়। গ্রামবাসী ভয়ে প্রতিবাদ করার সাহস পায় না।
২৬ মিনিট আগে