Ajker Patrika

আদালতের নির্দেশনা অমান্য করে সালাউদ্দিনকে গ্রেপ্তার, দাবি আইনজীবীদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আদালতের নির্দেশনা অমান্য করে সালাউদ্দিনকে গ্রেপ্তার, দাবি আইনজীবীদের

বিনা অনুমতিতে সমাবেশ, পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদকে গ্রেপ্তার কিংবা হয়রানি করা যাবে না বলে উচ্চ আদালত মৌখিক নির্দেশনা দিয়েছে বলে দাবি করেছেন তার আইনজীবীরা।

আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে আদালতে হাজিরা দিয়ে বাসায় ফেরার পথে যাত্রা বাড়ি থেকে সালাউদ্দিনকে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তারের পর সাংবাদিকদের আইনজীবীরা একথা বলেন।  
 
বিএনপি নেতা সালাউদ্দিনকে গ্রেপ্তার কিংবা হয়রানি না করতে মৌখিক নির্দেশনার বিষয়টি ডিএমপি কমিশনারকে আজ সন্ধ্যায় অবহিত করতে আসেন তার আইনজীবীরা।

প্রায় এক ঘন্টা অবস্থান শেষে রাত ৮টার দিকে ডিএমপি সদর দপ্তর ত্যাগ করেন সুপ্রিম কোর্টে সালাউদ্দিনের আইনজীবীরা। এ সময় সুপ্রিম কোর্টে সালাউদ্দিনের আইনজীবী মো. জহিরুল ইসলাম সুমন সাংবাদিকদের বলেন, ঢাকা-৫ আসনে বিএনপির নির্বাচিত সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। 

তার বিরুদ্ধে যে চারটি মামলা ছিল সেই মামলায় সিনিয়র আইনজীবী মোহাম্মদ আলী ও কায়সার কামাল নেতৃত্বে আইনজীবীরা উচ্চ আদালতে তার জামিন আবেদন করেন। এ সময় আসামিরা উপস্থিত আছেন কিনা সনাক্ত করেন আদালত। পরে এ বিষয়ে আদেশের দিন রোববার (৬ আগস্ট) ধার্য করা হয়। 

আইনজীবী সুমন আরও বলেন, এই সময়ে আদালত মৌখিকভাবে নির্দেশনা দেন কোর্টে ‘আইনজীবী সার্টিফিকেট’ জমা দিতে। যাতে আসামিদের গ্রেপ্তার কিংবা হয়রানি না করা হয় সেই নির্দেশনা জমা দিতে বলা হয়। কিন্তু আইনজীবী সার্টিফিকেট দেখানোর পরেও তাকে ডিবি কার্যালয়ে আনা হয়।

ডিএমপি কমিশনারের কার্যালয়ে আসার বিষয় তিনি বলেন, আমরা ‘আইনজীবী সার্টিফিকেট’ দেখানো জন্য কমিশনারের সঙ্গে দেখা করতে এসেছি। পাশাপাশি আদালতের মৌখিক নির্দেশনার বিষয়টি জানানো হয়েছে। আমাদের আবেদন ডিএমপি কমিশনার কার্যালয়ে রিসিভ করা হয় এবং আমাদের এক ঘন্টা বসিয়ে রেখে কোনো সিদ্ধান্ত দেওয়া হয় নি। তবে ডিএমপি আমাদের একটি রিসিভ কপি দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

একাত্তর ও এক-এগারোর সময় বাংলাদেশ বিষয়ে মার্কিন নীতি ভুল ছিল: ড্যানিলোভিচ

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত