কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজের ৯ মাসেও হদিস মেলেনি আবু ছায়েদের। গত ২৪ জানুয়ারি বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁর আর খোঁজ নেই। এখন পর্যন্ত পুলিশও কোনো সূত্র পায়নি।
এ ঘটনায় গত ২৯ জানুয়ারি ছায়েদের বোনের স্বামী কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি ও পরিবার সূত্রে জানা যায়, আবু ছায়েদ (৪০) কালিয়াকৈর উপজেলা পৌরসভার পীরেরটেকি এলাকার মৃত ধলা মিয়ার ছেলে। চার-পাঁচ দিন খোঁজাখুঁজি করে কোনো হদিস না পেয়ে পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়। সেই জিডির সূত্র ধরে পুলিশ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। আবু ছায়েদের মোবাইল নম্বর ধরেও প্রযুক্তি ব্যবহার করে অবস্থান শনাক্ত করতে ব্যর্থ হয়েছে পুলিশ।
আবু ছায়েদের বোনের স্বামী হারুন অর রশিদ বলেন, ‘নিখোঁজের দিন থেকে আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজা হয়েছে ছায়েদকে। ছায়েদের মা ও ছোট ভাই ছায়েদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দুশ্চিন্তার মধ্যে সময় কাটাচ্ছে সাইদের পরিবার।’
ছায়েদের মা বলেন, ‘আমার ছেলেকে কেউ হত্যা করেছে নাকি গুম করেছে, সে বিষয়ে জানতে চাই।’
ছায়েদের সন্ধানে কোনো অগ্রগতি হয়েছ কি না, জানতে চাইলে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) রাহাদুজ্জামান আকন্দ বলেন, ‘অনেক চেষ্টার পরও আবু ছায়েদের সন্ধান মেলেনি। উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।’
গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজের ৯ মাসেও হদিস মেলেনি আবু ছায়েদের। গত ২৪ জানুয়ারি বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁর আর খোঁজ নেই। এখন পর্যন্ত পুলিশও কোনো সূত্র পায়নি।
এ ঘটনায় গত ২৯ জানুয়ারি ছায়েদের বোনের স্বামী কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি ও পরিবার সূত্রে জানা যায়, আবু ছায়েদ (৪০) কালিয়াকৈর উপজেলা পৌরসভার পীরেরটেকি এলাকার মৃত ধলা মিয়ার ছেলে। চার-পাঁচ দিন খোঁজাখুঁজি করে কোনো হদিস না পেয়ে পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়। সেই জিডির সূত্র ধরে পুলিশ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। আবু ছায়েদের মোবাইল নম্বর ধরেও প্রযুক্তি ব্যবহার করে অবস্থান শনাক্ত করতে ব্যর্থ হয়েছে পুলিশ।
আবু ছায়েদের বোনের স্বামী হারুন অর রশিদ বলেন, ‘নিখোঁজের দিন থেকে আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজা হয়েছে ছায়েদকে। ছায়েদের মা ও ছোট ভাই ছায়েদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দুশ্চিন্তার মধ্যে সময় কাটাচ্ছে সাইদের পরিবার।’
ছায়েদের মা বলেন, ‘আমার ছেলেকে কেউ হত্যা করেছে নাকি গুম করেছে, সে বিষয়ে জানতে চাই।’
ছায়েদের সন্ধানে কোনো অগ্রগতি হয়েছ কি না, জানতে চাইলে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) রাহাদুজ্জামান আকন্দ বলেন, ‘অনেক চেষ্টার পরও আবু ছায়েদের সন্ধান মেলেনি। উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।’
সিলেটে ব্যবসায়ী হাসান মিয়া হত্যা মামলায় বাবাসহ দুই ছেলের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আজ সোমবার জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন এ রায় ঘোষণা করেন।
৩ মিনিট আগেনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মতিন তোতা হত্যা মামলার প্রধান আসামি আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজ্জাক ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
১৫ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সজীব হাওলাদার (২৭) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকার একটি ১০ তলা ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেফেসবুকে আওয়ামী লীগের ভিডিও শেয়ার দেওয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত দেলোয়ার হোসেন ওরফে বগা (৩৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।
৩৬ মিনিট আগে