Ajker Patrika

খিলক্ষেতে থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

প্রতিনিধি, উত্তরা (ঢাকা) 
খিলক্ষেতে থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

রাজধানীর খিলক্ষেতের একটি বাসার টয়লেট থেকে সাদিয়া আক্তার (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে কীভাবে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে তা এখনো জানাতে পারেনি পুলিশ। 

জানা গেছে, খিলক্ষেতের নামাপাড়ার তাকদিরের ভাড়া বাড়ি থেকে বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের স্বামী জুবায়ের আহমেদ শুভ পলাতক রয়েছে। নিহত গৃহবধূ ওই বাসায় তাঁর স্বামীর সঙ্গে বসবাস করতেন। তাঁর গ্রামের বাড়ি বগুড়া জেলার সদর উপজেলায়। 

এলাকাবাসী আজকের পত্রিকাকে জানায়, সাদিয়া ও তাঁর স্বামী শুভ চলতি মাসের এক তারিখেই এই ভাড়া বাসায় উঠেন। কিন্তু তাঁদের কারও ভোটার আইডি কার্ডের ফটোকপি দেয়নি। শুভ একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করে। 

এ বিষয়ে খিলক্ষেত থানার এসআই মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, এলাকাবাসীর দেওয়া খবরের ভিত্তিতে নামা পাড়ার একটি বাসার টয়লেট থেকে সাদিয়া আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করার সময় ওই বাসার তালা খোলা ছিল। তাঁর স্বামীকে পাওয়া যায়নি। 

তিনি বলেন, গৃহবধূর মরদেহের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

সুরতাল রিপোর্টে আঘাতের চিহ্ন পাওয়া গেছে কি না জানতে চাইলে এসআই মিজান বলেন, প্রাথমিকভাবে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কী মামলা হবে জানতে চাইলে তিনি বলেন, এটি অপমৃত্যু না হত্যা মামলা হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত