নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সেগুনবাগিচা কাঁচাবাজার সংলগ্ন জামে মসজিদে বিখ্যাত থ্রিলার সিরিজ মাসুদ রানার লেখক কাজী আনোয়ার হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টায় জোহরের নামাজের পর তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে নিয়ে যাওয়া হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী তাঁর মায়ের কবরে তাঁকে সমাহিত করা হবে।
কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মাইমুর বলেন, ‘কাজী আনোয়ার হোসেনের শেষ ইচ্ছা অনুযায়ী মায়ের কবরে তাঁকে শায়িত করা হবে।’
কাজী আনোয়ার হোসেনের আত্মীয় এ বি এম সাদিক বলেন, ‘তিনি গত দুই বছর ধরেই কিছুটা অসুস্থতায় ভুগছিলেন। শেষ ছয় মাস বেশি অসুস্থ ছিলেন। নতুন করে লেখালেখি সেরকম করতে পারেননি ৷ ডিমেনশিয়ায় ভুগছিলেন। করোনার সময়টাতে খুব রুটিনমাফিক চলতেন, কারও সঙ্গে তেমন দেখা করতেন না।’ তিনি বলেন, ‘মাসুদ রানার স্বত্ব দাবি করাতে তিনি একটু ভেঙে পড়েছিলেন। কারণ, যাকে তিনি কাজের সুযোগ করে দিয়েছেন, সেই যদি এমন করে তাহলে স্বাভাবিক তিনি সেটা ভালোভাবে নিতে পারবেন না। তবে তিনি এগুলো নিয়ে কখনোই ভাবতেন না।’
কাজী আনোয়ার হোসেনের চাচাতো ভাই কাজী রওনক হোসেন বলেন, ‘ওনার শূন্যতা পূরণ করা সম্ভব নয়। যারা চলে যান, তাঁদের কারও শূন্যতাই পূরণ করা যায় না। কাল তাঁর মৃত্যুর পর তাঁর ভক্তরা যেভাবে স্মৃতিচারণ করে শ্রদ্ধা জানিয়েছেন, তা অকল্পনীয়।’ তিনি বলেন, ‘তাঁকে বাংলা একাডেমি পুরস্কার বা রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়নি। এতে তিনি বা তাঁর পরিবার অসন্তুষ্ট নয়। তিনি এমন কিছু কখনো প্রত্যাশাও করেননি। তিনি একজন নিভৃতচারী মানুষ ছিলেন। যখন অ্যান্ড্রয়েড, মোবাইল ছিল না, তখন যেভাবে তিনি তরুণদের উদ্দীপ্ত করেছেন, সেটা এক অসাধারণ ব্যাপার।’
সেগুনবাগিচা কাঁচাবাজার সংলগ্ন জামে মসজিদে বিখ্যাত থ্রিলার সিরিজ মাসুদ রানার লেখক কাজী আনোয়ার হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টায় জোহরের নামাজের পর তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে নিয়ে যাওয়া হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী তাঁর মায়ের কবরে তাঁকে সমাহিত করা হবে।
কাজী আনোয়ার হোসেনের পুত্রবধূ মাসুমা মাইমুর বলেন, ‘কাজী আনোয়ার হোসেনের শেষ ইচ্ছা অনুযায়ী মায়ের কবরে তাঁকে শায়িত করা হবে।’
কাজী আনোয়ার হোসেনের আত্মীয় এ বি এম সাদিক বলেন, ‘তিনি গত দুই বছর ধরেই কিছুটা অসুস্থতায় ভুগছিলেন। শেষ ছয় মাস বেশি অসুস্থ ছিলেন। নতুন করে লেখালেখি সেরকম করতে পারেননি ৷ ডিমেনশিয়ায় ভুগছিলেন। করোনার সময়টাতে খুব রুটিনমাফিক চলতেন, কারও সঙ্গে তেমন দেখা করতেন না।’ তিনি বলেন, ‘মাসুদ রানার স্বত্ব দাবি করাতে তিনি একটু ভেঙে পড়েছিলেন। কারণ, যাকে তিনি কাজের সুযোগ করে দিয়েছেন, সেই যদি এমন করে তাহলে স্বাভাবিক তিনি সেটা ভালোভাবে নিতে পারবেন না। তবে তিনি এগুলো নিয়ে কখনোই ভাবতেন না।’
কাজী আনোয়ার হোসেনের চাচাতো ভাই কাজী রওনক হোসেন বলেন, ‘ওনার শূন্যতা পূরণ করা সম্ভব নয়। যারা চলে যান, তাঁদের কারও শূন্যতাই পূরণ করা যায় না। কাল তাঁর মৃত্যুর পর তাঁর ভক্তরা যেভাবে স্মৃতিচারণ করে শ্রদ্ধা জানিয়েছেন, তা অকল্পনীয়।’ তিনি বলেন, ‘তাঁকে বাংলা একাডেমি পুরস্কার বা রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়নি। এতে তিনি বা তাঁর পরিবার অসন্তুষ্ট নয়। তিনি এমন কিছু কখনো প্রত্যাশাও করেননি। তিনি একজন নিভৃতচারী মানুষ ছিলেন। যখন অ্যান্ড্রয়েড, মোবাইল ছিল না, তখন যেভাবে তিনি তরুণদের উদ্দীপ্ত করেছেন, সেটা এক অসাধারণ ব্যাপার।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৫ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৫ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৬ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৭ ঘণ্টা আগে