ঢামেক প্রতিবেদক
রাজধানীর কলাবাগান গ্রিনরোডে একটি বহুতল ভবন থেকে সানসেট ভেঙে পড়ে দুই পথচারী আহত হয়েছে। আজ বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আহতেরা হলেন—ওই এলাকার কম্পিউটার দোকান মালিক শফিকুল ইসলাম (৪০) ও রূপসা রেস্টুরেন্টের ম্যানেজার এনামুল হক (৫০)। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের হাসপাতালে নিয়ে আসা রূপসা রেস্টুরেন্টের কর্মচারী আরিফুল ইসলাম জানান, গ্রিনরোডে তাঁদের রূপসা রেস্টুরেন্ট নামে একটি রেস্তোরাঁ আছে। সেই রেস্তোরাঁর ম্যানেজার এনামুল হক। আর শফিকুল ইসলাম ওই রেস্তোরাঁর পাশের সায়মা কম্পিউটার-এর মালিক।
আরিফুল জানান, এনামুল ও শফিকুল গ্রিনরোডের গ্রিন লাইফ হাসপাতালের পাশের একটি মসজিদে মাগরিবের নামাজ শেষে নিজেদের প্রতিষ্ঠানে ফিরছিলেন। এ সময় রাস্তার পাশের খাজা হোটেলের ছয়তলা ভবনের সানসেট ভেঙে তাঁদের মাথায় পড়লে তাঁরা মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে অন্য মুসল্লিরা তাঁদের গ্রিন লাইফ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁদের ঢামেক হাসপাতালে পাঠানো হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত দুজনের মাথায় আঘাত লেগেছে। তাঁদের দুজনের অবস্থা গুরুতর। জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা চলছে।
এ বিষয়ে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র বলেন, ‘জানতে পেরেছি একটি পুরাতন ভবনের সানসেট ভেঙে পড়ে দুই পথচারী আহত হয়েছে। তাঁদের স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।’
রাজধানীর কলাবাগান গ্রিনরোডে একটি বহুতল ভবন থেকে সানসেট ভেঙে পড়ে দুই পথচারী আহত হয়েছে। আজ বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আহতেরা হলেন—ওই এলাকার কম্পিউটার দোকান মালিক শফিকুল ইসলাম (৪০) ও রূপসা রেস্টুরেন্টের ম্যানেজার এনামুল হক (৫০)। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের হাসপাতালে নিয়ে আসা রূপসা রেস্টুরেন্টের কর্মচারী আরিফুল ইসলাম জানান, গ্রিনরোডে তাঁদের রূপসা রেস্টুরেন্ট নামে একটি রেস্তোরাঁ আছে। সেই রেস্তোরাঁর ম্যানেজার এনামুল হক। আর শফিকুল ইসলাম ওই রেস্তোরাঁর পাশের সায়মা কম্পিউটার-এর মালিক।
আরিফুল জানান, এনামুল ও শফিকুল গ্রিনরোডের গ্রিন লাইফ হাসপাতালের পাশের একটি মসজিদে মাগরিবের নামাজ শেষে নিজেদের প্রতিষ্ঠানে ফিরছিলেন। এ সময় রাস্তার পাশের খাজা হোটেলের ছয়তলা ভবনের সানসেট ভেঙে তাঁদের মাথায় পড়লে তাঁরা মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে অন্য মুসল্লিরা তাঁদের গ্রিন লাইফ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁদের ঢামেক হাসপাতালে পাঠানো হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত দুজনের মাথায় আঘাত লেগেছে। তাঁদের দুজনের অবস্থা গুরুতর। জরুরি বিভাগে তাঁদের চিকিৎসা চলছে।
এ বিষয়ে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র বলেন, ‘জানতে পেরেছি একটি পুরাতন ভবনের সানসেট ভেঙে পড়ে দুই পথচারী আহত হয়েছে। তাঁদের স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।’
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় স্থানীয়দের ওপর হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় এক গৃহবধূসহ আহত হয়েছে ৩ জন। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে মাদারীপুর সদর উপজেলার পাচখোলা ইউনিয়নের তাল্লুক গ্রামে এ ঘটনা ঘটে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)...
৯ মিনিট আগেখাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ১০ হাজারের বেশি বিদ্যুৎ-সংযোগ রয়েছে আবাসিক গ্রাহকের বাসাবাড়িতে। কিন্তু অনেকের বাড়ি, এমনকি মূল লাইনেও বিদ্যুতের খুঁটি নেই। স্থায়ী খুঁটিতে সংযোগ টানার কথা বলে খুঁটিপ্রতি ১৭-১৮ হাজার টাকা নেওয়া হলেও সেটি হয়নি।
২১ মিনিট আগেআজ সোমবার ভোর ৫টার দিকে এ ঘটনার পর চার ঘণ্টারও বেশি সময় ধরে ঢাকার কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত রেল চলাচলে বিঘ্ন ঘটেছে বলে জানান কমলাপুরের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন।
২৮ মিনিট আগেহবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মোস্তাকিন মিয়া (১৭) নামে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের বসতঘর থেকে মোস্তাকিন মিয়ার লাশ উদ্ধার করা হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
৩৭ মিনিট আগে