উত্তরখানে বকেয়া বেতন-ভাতার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

উত্তরা (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১১: ৫৮
Thumbnail image

রাজধানীর উত্তরখানে রাতের আঁধারে বকেয়া বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ করেছেন রচডেল গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল লিমিটেড কারখানার শ্রমিকেরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টায় আন্দোলন শুরু করেন তাঁরা। 

এ সময় শ্রমিকেরা গার্মেন্টসের সামনে এবং উত্তরখানের চামুরখান মোড়ে অবস্থান করে বিক্ষোভ মিছিল করতে থাকেন। পরে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে বলে জানা গেছে। 

আন্দোলনরত শ্রমিকেরা আজকের পত্রিকাকে জানান, দুই মাস ধরে তাঁদের বেতন-ভাতা বকেয়া রয়েছে। গার্মেন্টসের মালিকপক্ষ নানা অজুহাতে তাঁদের ঘোরাচ্ছিল। অবশেষে তাঁরা আন্দোলনে নামতে বাধ্য হন। 

শ্রমিকেরা আরও বলেন, ‘আমাদের ঘর-সংসার রয়েছে। ভাড়া বাসায় থাকতে হয়। মুদি দোকান থেকে বাকিতে কিনে খেতে হয়। বাসার মালিক ও দোকানদাররা তো বেতন দেয়নি তা বোঝে না। মাস শেষ হলেই বকেয়ার জন্য চাপ দেওয়া শুরু করে।’ 

শ্রমিক আন্দোলন প্রসঙ্গে উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মজিদ আজকের পত্রিকাকে জানান, দুই মাসের বকেয়া বেতনের দাবিতে চামুরখানে শ্রমিকেরা আন্দোলন করছিলেন। পরে পুলিশ বেতন তুলে দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা শান্ত হন। 

রচডেল গার্মেন্টসে আড়াই শতাধিক শ্রমিক কাজ করেন। তাঁদের মোট ২৪ লাখ টাকা বেতন বকেয়া ছিল। পরে পুলিশ গার্মেন্টস মালিক কর্তৃপক্ষের সঙ্গে বসে ১২ লাখ টাকা আদায় করে দেন শ্রমিকদের। এবং মালিক কর্তৃপক্ষ বাকি টাকা আগামী ২৮ সেপ্টেম্বর দিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানা গেছে। 

শেষ খবর পাওয়া পর্যন্ত অর্ধেক বেতন নেওয়ার পর শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন। গার্মেন্টসের সামনে পুলিশ পাহারা দিচ্ছে। তবে এই আন্দোলনকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান ওসি মোহাম্মদ আব্দুল মজিদ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত