ডা. জাফরুল্লাহর বাসায় মশার লার্ভা, ছেলেকে ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ জুলাই ২০২৩, ০০: ৩২
Thumbnail image

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি প্রয়াত ডা. জাফরুল্লাহর চৌধুরীর বাসায় মশার লার্ভা পাওয়া গেছে। এই ঘটনায় তাঁর ছেলে বারীষ হাসান চৌধুরীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

আজ ২৬ জুলাই (বুধবার) করপোরেশনের অঞ্চল-১-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক এ জরিমানা করেন। 

ধানমন্ডি ৯/এ এলাকার ৫১ নম্বর হোল্ডিংয়ের প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরীর ‘বৈভ্রাজ’ নামক বাসভবনের চারপাশে ও বাসার ছাদে মশার লার্ভা পাওয়ায় এ জরিমানা করা হয়। 

এ ছাড়া আজ করপোরেশনের খিলগাঁও, মায়াকানন, ঝাউচর, হাজারীবাগ, জিগাতলা, টিকাটুলি, পশ্চিম নন্দীপাড়া, উত্তর মান্ডা, কাজীরগাঁও, কুতুবখালী, মেরাজনগর ও জিয়া সরণি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সব মিলিয়ে আজ ১০টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ৫৩৮টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ১৩টিতে মশার লার্ভা পাওয়ায় মোট ২ লাখ ৮৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

অঞ্চল-৩-এ নির্বাহী ম্যাজিস্ট্রেট তায়েব-উর-রহমান ৫৫ নম্বর ওয়ার্ডের ঝাউচরে তিনটি নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ১ লাখ ৬০ হাজার জরিমানা আদায় করেন।

অঞ্চল-৫-এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম ৩৯ নম্বর ওয়ার্ডের টিকাটুলি ও হাটখোলা এলাকায় দুটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। 

 ধানমন্ডি এলাকায় অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারাঅঞ্চল-৬-এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার হক ৭৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম নন্দীপাড়া এলাকায় দুটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় চার হাজার টাকা জরিমানা আদায় করেন। 

অঞ্চল-৭-এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাওসীফ রহমান ৭২ নম্বর ওয়ার্ডের উত্তর মান্ডা এলাকায় একটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় তিন হাজার টাকা জরিমানা আদায় করেন। 

অঞ্চল-৯-এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম ৬৩ নম্বর ওয়ার্ডের কাজীরগাঁও এলাকায় একটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় দুই হাজার টাকা জরিমানা আদায় করেন। 

অঞ্চল-১০-এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা ৫৯, ৬০ ও ৬১ নম্বর ওয়ার্ডের কুতুবখালী, মেরাজনগর ও জিয়া সরণি এলাকায় তিনটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ৮২ হাজার টাকা জরিমানা আদায় করেন। 

এদিকে আজ আজিমপুর কবরস্থানসহ করপোরেশনের নিয়ন্ত্রণাধীন তিনটি কবরস্থানে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশকনিধন কার্যক্রম পরিচালনা করেছে দক্ষিণ সিটি কর্তৃপক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত