নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ বন্দরের কবিলের মোড় এলাকায় অবস্থিত ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় মুখোশধারী তিন ব্যক্তি কার্যালয়ে ঢুকে ভাঙচুর করে পালিয়ে যায়। এ ঘটনায় তারা বিএনপি-জামায়াতকে দায়ী করেছে।
এ ঘটনার পরপরই বিএনপি-জামায়াতের বিরুদ্ধে মিছিল করেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তারা।
ঘটনার বর্ণনা দিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের এক কর্মী বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টা দিকে কবিলের মোড়ের পাশে অবস্থিত ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কার্যালয়ে রিকশাযোগে আসে তিন মুখোশধারী। এরপর তারা কার্যালয়ে থাকা চেয়ার, জাতির পিতার ছবি ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করে। তাদের দেখে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।’
একই বিষয়ে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান কমল বলেন, ‘কবিলের মোড়ে ককটেল বিস্ফোরণ শব্দ পেয়ে এগিয়ে এসে দেখি আমাদের কার্যালয় ভাঙচুর করা হয়েছে। ঘটনার পরপরই আমরা স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে মিছিল বের করি। বন্দরে অবস্থিত বিএনপি, জামায়াত শিবিরের লোকজনেরাই আমাদের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে। ওরা শান্ত বন্দরকে অশান্ত করার পাঁয়তারা করছে।’
এ বিষয়ে বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুল বলেন, ‘আমাদের কি সাহস আছে যে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করব? এটা কি কেউ বিশ্বাস করবে? ওরা নিজেরাই ভাঙচুর করে আমাদের নাম দিচ্ছে। মামলায় জড়ানোর জন্য এই কাজ করেছে। সারা দেশেই ভাঙচুর, জ্বালাও পোড়াও করে বিএনপির নাম দিচ্ছে ওরা। এখানেও এর ব্যতিক্রম নয়।’
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, ‘ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
নারায়ণগঞ্জ বন্দরের কবিলের মোড় এলাকায় অবস্থিত ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় মুখোশধারী তিন ব্যক্তি কার্যালয়ে ঢুকে ভাঙচুর করে পালিয়ে যায়। এ ঘটনায় তারা বিএনপি-জামায়াতকে দায়ী করেছে।
এ ঘটনার পরপরই বিএনপি-জামায়াতের বিরুদ্ধে মিছিল করেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তারা।
ঘটনার বর্ণনা দিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের এক কর্মী বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টা দিকে কবিলের মোড়ের পাশে অবস্থিত ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কার্যালয়ে রিকশাযোগে আসে তিন মুখোশধারী। এরপর তারা কার্যালয়ে থাকা চেয়ার, জাতির পিতার ছবি ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করে। তাদের দেখে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।’
একই বিষয়ে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান কমল বলেন, ‘কবিলের মোড়ে ককটেল বিস্ফোরণ শব্দ পেয়ে এগিয়ে এসে দেখি আমাদের কার্যালয় ভাঙচুর করা হয়েছে। ঘটনার পরপরই আমরা স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে মিছিল বের করি। বন্দরে অবস্থিত বিএনপি, জামায়াত শিবিরের লোকজনেরাই আমাদের কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে। ওরা শান্ত বন্দরকে অশান্ত করার পাঁয়তারা করছে।’
এ বিষয়ে বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুল বলেন, ‘আমাদের কি সাহস আছে যে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করব? এটা কি কেউ বিশ্বাস করবে? ওরা নিজেরাই ভাঙচুর করে আমাদের নাম দিচ্ছে। মামলায় জড়ানোর জন্য এই কাজ করেছে। সারা দেশেই ভাঙচুর, জ্বালাও পোড়াও করে বিএনপির নাম দিচ্ছে ওরা। এখানেও এর ব্যতিক্রম নয়।’
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, ‘ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের দায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যথায় তাকে আরও ৩ মাস কারাদণ্ড ভোগ করতে হবে।
৪ মিনিট আগেজাতীয় শিশুশ্রম জরিপ ২০২২ অনুসারে বাংলাদেশে ৫-১৭ বৎসর বয়সী কর্মজীবী শিশুর সংখ্যা ৩৫ লাখের বেশি। এর মধ্যে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুর সংখ্যা প্রায় ১০ লাখ ৬৮ হাজার।
১৩ মিনিট আগেবগুড়ায় কারাবন্দী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শাহাদত আলম ঝুনুর (৫৬) মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৩০ মিনিট আগেকিশোরগঞ্জের ভৈরবে এক বাড়ি থেকে স্বামী, অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যায় ভৈরব রানীর বাজার এলাকার শাহজাহান মিয়া নামের এক ব্যক্তির ছয় তলা বিল্ডিংয়ের ছয় তলার বাসা থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়।
৩৫ মিনিট আগে