Ajker Patrika

যাত্রী পারাপারে ঘাটে ফেরি বাড়ছে

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১০ মে ২০২১, ২০: ১৫
যাত্রী পারাপারে ঘাটে ফেরি বাড়ছে

ঢাকা: সরকারি নির্দেশনা মোতাবেক করোনাভাইরাস সংক্রমণ রোধে ফেরি চলাচলে কড়াকড়ির নির্দেশনা দিয়েছিলো কর্তৃপক্ষ। ফলে ফেরি ঘাটে ঘরমুখী যাত্রীদের গত দুইদিন ভোগান্তি পোহাতে হয়েছে। এর প্রেক্ষিতে দেশের দুই ফেরিঘাটে যাত্রী পারাপারে বাড়ানো হয়েছে ফেরি চলাচল।

আজ সোমবার বিকেলে বিষয়টি আজকের পত্রিকাকে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম।

তিনি বলেন, 'আমরা ফেরিতে যাত্রীদের ভিড় দেখতে পারছি। সেটা বিবেচনা করে পাটুরিয়া-দৌলতদিয়া এবং শিমুলিয়া-বাংলাবাজার ফেরিঘাটে দুই একটি করে ফেরি বাড়াবো। এই ফেরিতে সাধারণ মানুষ ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন পারাপার করা হবে। তবে ব্যক্তিগত গাড়ি বা গণপরিবহন পারাপার হবে না।'

এর আগে ফেরিঘাটে ঘরমুখো যাত্রীর চাপ সামাল দিতে না পারায় বিআইডব্লিউটিসি শনিবার (৮ মে) থেকে পাটুরিয়া-দৌলতদিয়া, শিমুলিয়া-বাংলাবাজারসহ সকল ঘাটে দিনের বেলায় সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেয়। শুধুমাত্র রাতের বেলায় পণ্যবাহী পরিবহন পারাপারের জন্য ফেরি চলাচল করবে বলে নির্দেশনা দিয়েছিলো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নির্বাচন: ভোট কমিটির নেতৃত্বে ডিসি–ইউএনওকে না রাখার চিন্তা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিলুপ্তের সিদ্ধান্ত হয়নি, নাহিদের মন্তব্যের জবাবে উমামা

আ.লীগ নেতার গ্রেপ্তার নিয়ে রাজশাহীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত