নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুই দিনের সংঘর্ষের পর ছাত্র-ব্যবসায়ী দুই পক্ষই রাস্তা ছেড়ে গেলেও এখনো থমথমে অবস্থা পুরো নিউমার্কেট এলাকায়। আজ বুধবার সকালেও নিউমার্কেটের কোনো দোকানপাট খোলেনি।
জানা গেছে, ঢাকা কলেজের শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার রাত ১০টা ১৫ মিনিটে ক্যাম্পাসে ফিরে যান। এর পরপর কলেজের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। এর কিছুক্ষণ পর ব্যবসায়ীরাও ফিরে যান। তবে দুই পক্ষ সরে গেলেও এখনো থমথমে অবস্থা বিরাজ করছে নিউ মার্কেট এলাকায়।
বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, ঢাকা কলেজ ও নিউমার্কেটের মাঝামাঝি স্থানে জলকামান ও সাঁজোয়া যানসহ অবস্থান নিয়েছে পুলিশের একটি দল। এ সময় ঢাকা কলেজ ও নিউমার্কেটের মূল ফটক বন্ধ থাকলেও ফটকের ভেতরে দুই পক্ষকেই জটলা পাকাতে দেখা গেছে।
এদিকে নিউমার্কেট ও ঢাকা কলেজের সামনে মিরপুর রোডে যান চলাচল একেবারেই সীমিত। কিছু রিকশা ও ব্যক্তিগত গাড়ি চললেও এই রাস্তায় বাস একেবারেই চলছে না।
পুলিশের নিউমার্কেট জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার শাহেন শাহ মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সচেষ্ট আছি। আশা করব ব্যবসায়ী, শিক্ষার্থীরাও পেশাদার ও সহনশীল আচরণ করবেন।’
এর আগে সোমবার মধ্যরাতে ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। রাতভর উত্তেজনা ছিল রাজধানীর নিউমার্কেট এলাকায়। মঙ্গলবার সকালে আবারও পথে নেমে আসেন শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে রণক্ষেত্রে পরিণত হয়েছিল পুরো এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সে সময় টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছিল পুলিশ। এই সংঘর্ষে নাহিদ হাসান (১৮) নামের একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন অর্ধশতাধিক।
এই সম্পর্কিত পড়ুন:
দুই দিনের সংঘর্ষের পর ছাত্র-ব্যবসায়ী দুই পক্ষই রাস্তা ছেড়ে গেলেও এখনো থমথমে অবস্থা পুরো নিউমার্কেট এলাকায়। আজ বুধবার সকালেও নিউমার্কেটের কোনো দোকানপাট খোলেনি।
জানা গেছে, ঢাকা কলেজের শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার রাত ১০টা ১৫ মিনিটে ক্যাম্পাসে ফিরে যান। এর পরপর কলেজের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। এর কিছুক্ষণ পর ব্যবসায়ীরাও ফিরে যান। তবে দুই পক্ষ সরে গেলেও এখনো থমথমে অবস্থা বিরাজ করছে নিউ মার্কেট এলাকায়।
বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, ঢাকা কলেজ ও নিউমার্কেটের মাঝামাঝি স্থানে জলকামান ও সাঁজোয়া যানসহ অবস্থান নিয়েছে পুলিশের একটি দল। এ সময় ঢাকা কলেজ ও নিউমার্কেটের মূল ফটক বন্ধ থাকলেও ফটকের ভেতরে দুই পক্ষকেই জটলা পাকাতে দেখা গেছে।
এদিকে নিউমার্কেট ও ঢাকা কলেজের সামনে মিরপুর রোডে যান চলাচল একেবারেই সীমিত। কিছু রিকশা ও ব্যক্তিগত গাড়ি চললেও এই রাস্তায় বাস একেবারেই চলছে না।
পুলিশের নিউমার্কেট জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার শাহেন শাহ মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সচেষ্ট আছি। আশা করব ব্যবসায়ী, শিক্ষার্থীরাও পেশাদার ও সহনশীল আচরণ করবেন।’
এর আগে সোমবার মধ্যরাতে ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। রাতভর উত্তেজনা ছিল রাজধানীর নিউমার্কেট এলাকায়। মঙ্গলবার সকালে আবারও পথে নেমে আসেন শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে রণক্ষেত্রে পরিণত হয়েছিল পুরো এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সে সময় টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছিল পুলিশ। এই সংঘর্ষে নাহিদ হাসান (১৮) নামের একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন অর্ধশতাধিক।
এই সম্পর্কিত পড়ুন:
সুনামগঞ্জের জগন্নাথপুরে শীত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। ঠান্ডা, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়াসহ শীতজনিত নানান রোগে আক্রান্ত হচ্ছে সব বয়সী মানুষ। তবে আক্রান্ত রোগীদের তালিকায় শিশুদের সংখ্যাই বেশি।
২৫ মিনিট আগে‘বাজারে যে ব্যবস্থা আছে, তাতে ইলিশসহ অন্যান্য মাছের দাম কমানো কঠিন। তবে আমরা প্রমাণ রাখতে চাই- মাছ ধরার উৎস থেকে সরাসরি বিক্রয়ের জায়গায় আনতে পারি, তাহলে এটার দাম কমানো সম্ভব। আমরা বাজারের মধ্যস্বত্বভোগী কমানোর প্রক্রিয়া শুরু করতে চাই...
২৮ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পরীক্ষা দিতে আসা ছাত্রলীগের এক কর্মীকে পুলিশে দিয়েছেন ছাত্রদলের নেতা–কর্মীরা। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিতে এলে তাঁকে আটক করা হয়। পরে আশুলিয়া থানা–পুলিশের কাছে সোপর্দ করা হয়।
৩৩ মিনিট আগেনারায়ণগঞ্জ থেকে গাজীপুরগামী পাওয়ার প্ল্যান্টের জ্বালানি তেল বহনকারী জাহাজ থেকে ৩৬০ মেট্রিক টন ফার্নেস ওয়েল ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তেল লুটে ব্যবহৃত এমভি ভূঁইয়া নামে একটি বাল্কহেড, তেল আনলোড করার শ্যালো মেশিনের দুটি পাইপ ও ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র
৩৬ মিনিট আগে