নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের বেশির ভাগ উন্নয়ন প্রকল্পই বাস্তবায়িত হচ্ছে কোনো মাস্টারপ্ল্যান ছাড়াই। উন্নয়ন প্রকল্প তদারকির জন্য বাস্তবায়ন মূল্যায়ন পরিবীক্ষণ বিভাগের পর্যাপ্ত দক্ষ জনবল নেই বলেও জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)। শনিবার রাজধানীর বাংলামোটরে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক শেখ মুহম্মদ মেহেদী আহসান।
বিআইপি বলেছে, উন্নয়ন প্রকল্পগুলো তদারকির জন্য পরিকল্পনাবিদদের অন্তর্ভুক্ত করার পাশাপাশি দেশের পৌরসভাগুলোর দেখভালের দায়িত্ব জেলা প্রশাসকদের না দিয়ে সেগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর কথা।
লিখিত বক্তব্যে মেহেদী আহসান বলেন, ‘প্রধানমন্ত্রী বারবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) সভায় বারবার বলেছিলেন মাস্টারপ্ল্যানের কথা। নগর, শহর এমন কী গ্রামেও তিনি অগ্রাধিকার দিয়েছিলেন মাস্টারপ্ল্যানের। তবে আমরা দেখতে পাচ্ছি সরকারের উন্নয়ন প্রকল্পগুলো হচ্ছে মাস্টারপ্ল্যান ছাড়াই।’
বিআইপি সাধারণ সম্পাদক আরও বলেন, ‘মাস্টারপ্ল্যান ছাড়া উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা প্রধানমন্ত্রীর অনুশাসনের সুস্পষ্ট লঙ্ঘন। এতে দেশের উন্নয়ন প্রকল্পের কাজ সঠিকভাবে হয় না বরং এতে করে উন্নয়নকাজ বাধাগ্রস্ত হয়।’
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সক্ষমতার ও দক্ষতার অভাবের কথা উল্লেখ করে বিআইপি সাধারণ সম্পাদক বলেন, ‘উন্নয়ন প্রকল্প মূল্যায়নে আমাদের দক্ষ জনবল ও সক্ষমতার অভাব রয়েছে। সরকারের লাখো-কোটি টাকার প্রকল্প মূল্যায়ন করছে আইএমইডির মাত্র ৮৭ জন কর্মকর্তা।’ উদাহরণ টেনে তিনি আরও বলেন, ‘স্বাস্থ্যসেবা সংক্রান্ত কোনো প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়নের জন্য আইএমইডির কোনো বিশেষজ্ঞ ডাক্তার নেই।’
এ সময় মেহেদী আহসান উন্নয়ন প্রকল্পে পরিকল্পনাবিদদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়ে বলেন, ‘তদারকির অভাবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দেরি হয়, সঠিক সময়ে সঠিকভাবে পরিকল্পনা ও তদারকি করলে প্রকল্পের অগ্রগতি যেমন বাড়ে তেমনি সরকারের লক্ষ্যমাত্রাও পূরণ হয়।’
সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের সভাপতি পরিকল্পনাবিদ ফজলে রেজা সুমন বলেন, ‘উন্নয়ন প্রকল্প তদারকির জন্য জনগণের সম্পৃক্ততা ও স্থানীয় সরকার এবং জনপ্রতিনিধিদের সমন্বয় করতে হবে। সেই লক্ষ্যে কমিটি গঠন করতে হবে এবং সেখানে প্রকল্পের ওপর ভিত্তি করে পেশাজীবীদেরও সমন্বয় করতে হবে।’
বিআইপির সহসভাপতি পরিকল্পনাবিদ আরিফুল ইসলাম বলেন, ‘সরকার এখন কিছু পদক্ষেপ নিচ্ছে কমিটি গঠনের মাধ্যমে প্রকল্প দেখভালের জন্য। এই পদক্ষেপগুলো নেওয়ার অন্যতম কারণ হলো—তারা এই প্রকল্পগুলো থেকে আশানুরূপ ফল পাচ্ছে না। তাই আমি মনে করি, সরকারের উচিত প্রকল্প পরিবীক্ষণের কারিগরি সক্ষমতা বাড়ানোর এবং আশানুরূপ ফলাফল জন্য তদারকির জন্য পরিকল্পনাবিদদের যুক্ত করা।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সহসভাপতি পরিকল্পনাবিদ ড. মো. শফিক-উর রহমান, কোষাধ্যক্ষ ড. মু. মোসলেহ উদ্দীন হাসান প্রমুখ।
দেশের বেশির ভাগ উন্নয়ন প্রকল্পই বাস্তবায়িত হচ্ছে কোনো মাস্টারপ্ল্যান ছাড়াই। উন্নয়ন প্রকল্প তদারকির জন্য বাস্তবায়ন মূল্যায়ন পরিবীক্ষণ বিভাগের পর্যাপ্ত দক্ষ জনবল নেই বলেও জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)। শনিবার রাজধানীর বাংলামোটরে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক শেখ মুহম্মদ মেহেদী আহসান।
বিআইপি বলেছে, উন্নয়ন প্রকল্পগুলো তদারকির জন্য পরিকল্পনাবিদদের অন্তর্ভুক্ত করার পাশাপাশি দেশের পৌরসভাগুলোর দেখভালের দায়িত্ব জেলা প্রশাসকদের না দিয়ে সেগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর কথা।
লিখিত বক্তব্যে মেহেদী আহসান বলেন, ‘প্রধানমন্ত্রী বারবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) সভায় বারবার বলেছিলেন মাস্টারপ্ল্যানের কথা। নগর, শহর এমন কী গ্রামেও তিনি অগ্রাধিকার দিয়েছিলেন মাস্টারপ্ল্যানের। তবে আমরা দেখতে পাচ্ছি সরকারের উন্নয়ন প্রকল্পগুলো হচ্ছে মাস্টারপ্ল্যান ছাড়াই।’
বিআইপি সাধারণ সম্পাদক আরও বলেন, ‘মাস্টারপ্ল্যান ছাড়া উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা প্রধানমন্ত্রীর অনুশাসনের সুস্পষ্ট লঙ্ঘন। এতে দেশের উন্নয়ন প্রকল্পের কাজ সঠিকভাবে হয় না বরং এতে করে উন্নয়নকাজ বাধাগ্রস্ত হয়।’
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সক্ষমতার ও দক্ষতার অভাবের কথা উল্লেখ করে বিআইপি সাধারণ সম্পাদক বলেন, ‘উন্নয়ন প্রকল্প মূল্যায়নে আমাদের দক্ষ জনবল ও সক্ষমতার অভাব রয়েছে। সরকারের লাখো-কোটি টাকার প্রকল্প মূল্যায়ন করছে আইএমইডির মাত্র ৮৭ জন কর্মকর্তা।’ উদাহরণ টেনে তিনি আরও বলেন, ‘স্বাস্থ্যসেবা সংক্রান্ত কোনো প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়নের জন্য আইএমইডির কোনো বিশেষজ্ঞ ডাক্তার নেই।’
এ সময় মেহেদী আহসান উন্নয়ন প্রকল্পে পরিকল্পনাবিদদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়ে বলেন, ‘তদারকির অভাবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দেরি হয়, সঠিক সময়ে সঠিকভাবে পরিকল্পনা ও তদারকি করলে প্রকল্পের অগ্রগতি যেমন বাড়ে তেমনি সরকারের লক্ষ্যমাত্রাও পূরণ হয়।’
সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের সভাপতি পরিকল্পনাবিদ ফজলে রেজা সুমন বলেন, ‘উন্নয়ন প্রকল্প তদারকির জন্য জনগণের সম্পৃক্ততা ও স্থানীয় সরকার এবং জনপ্রতিনিধিদের সমন্বয় করতে হবে। সেই লক্ষ্যে কমিটি গঠন করতে হবে এবং সেখানে প্রকল্পের ওপর ভিত্তি করে পেশাজীবীদেরও সমন্বয় করতে হবে।’
বিআইপির সহসভাপতি পরিকল্পনাবিদ আরিফুল ইসলাম বলেন, ‘সরকার এখন কিছু পদক্ষেপ নিচ্ছে কমিটি গঠনের মাধ্যমে প্রকল্প দেখভালের জন্য। এই পদক্ষেপগুলো নেওয়ার অন্যতম কারণ হলো—তারা এই প্রকল্পগুলো থেকে আশানুরূপ ফল পাচ্ছে না। তাই আমি মনে করি, সরকারের উচিত প্রকল্প পরিবীক্ষণের কারিগরি সক্ষমতা বাড়ানোর এবং আশানুরূপ ফলাফল জন্য তদারকির জন্য পরিকল্পনাবিদদের যুক্ত করা।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সহসভাপতি পরিকল্পনাবিদ ড. মো. শফিক-উর রহমান, কোষাধ্যক্ষ ড. মু. মোসলেহ উদ্দীন হাসান প্রমুখ।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৭ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৭ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৮ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ ঘণ্টা আগে