একাদশের ২৯০ এমপির শপথ চ্যালেঞ্জ, আপিল খারিজের বিরুদ্ধে রিভিউ আবেদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ মার্চ ২০২৪, ২০: ৩২
Thumbnail image

একাদশ জাতীয় সংসদের ২৯০ এমপির শপথের বৈধতা চ্যালেঞ্জের লিভ টু আপিল খারিজের রায় রিভিউ চেয়ে আবেদন করা হয়েছে। লিভ টু আপিল খারিজের সাত মাস পর এই রিভিউ আবেদন করা হলো। আজ বৃহস্পতিবার আবেদনের বিষয়টি জানান ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।   

দশম সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে শপথ নেওয়া হয়েছে—এমন যুক্তিতে একাদশ সংসদের ২৯০ সদস্যের নেওয়া শপথের বৈধতা নিয়ে ২০১৯ সালের ২০ জানুয়ারি রিট করেন বিএনপিপন্থী আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ। তবে শুনানি শেষে ওই বছরের ১৮ ফেব্রুয়ারি রিট খারিজ করে দেন হাইকোর্ট।

এরপর আবেদনকারী ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন। শুনানি শেষে গত বছরের ১ আগস্ট তা খারিজ করে দেন আপিল বিভাগ। ওই খারিজের সাত মাসের বেশি সময় পরে এই রিভিউ আবেদন করা হলো। 

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, গেজেট দেরি করে করলে জটিলতা তৈরি হতো না। এটি সেটেল হওয়া উচিত। সংবিধানে বলা আছে মেয়াদ শেষ হলে শপথ নিতে হবে। শপথ নিলেই কার্যভার গ্রহণ করেছে বলে গণ্য হবে। দেশ চালাতে হলে সংবিধান অনুযায়ী করতে হবে। বর্তমান সরকার সংবিধান লঙ্ঘন করে দেশ চালাচ্ছে।

রিভিউর যুক্তি হিসেবে ব্যারিস্টার খোকন বলেন, বর্তমান রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি আগে নিয়োগ পেয়েছিলেন। তবে তাঁরা শপথ নিয়েছেন আগেরজনের মেয়াদ শেষ হওয়ার পর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত