জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীকে আটক করেছে র্যাব-৪। বুধবার বিকেলে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪ এর কমান্ডার মোজাম্মেল হক। হেফাজতে থাকা ও শিক্ষার্থীর নাম বনি আমিন ফকির। তিনি বিশ্ববিদ্যালয়ের ৪৮ তম ব্যাচের শিক্ষার্থী।
গত মঙ্গলবার মধ্য রাতে জাবি ক্যাম্পাস সংলগ্ন গেরুয়া এলাকার একটি মেস থেকে বনি আমিনকে আটক করে র্যাব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক ছাত্র বনির বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বড়ভুনা গ্রামে। দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় ক্যাম্পাস সংলগ্ন গেরুয়া এলাকায় একটি মেসে ভাড়া থাকতেন তিনি।
কমান্ডার মোজাম্মেল হক বলেন, বনি আমিন র্যাবের হেফাজতে আছে। এটা তেমন কিছু না। আমরা তার কাছ থেকে কিছু তথ্য নেওয়ার জন্য নিয়ে এসেছি।
জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়ে তিনি বলেন, 'ওর বাবা আসতেছেন, তিনি আসলে আগামীকাল আমরা বিষয়টি ডিসপোজাল (নিষ্পত্তি) করতে পারি।'
এ ব্যাপারে জাবির ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, 'বিষয়টি সম্পর্কে আমরা অবগত। র্যাবের সঙ্গে যোগাযোগ হয়েছে। সে এখন র্যাব-৪ এর হেফাজতে আছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।'
এ দিকে বনি আমিনের বাবা আব্দুল জলিল বলেন, ‘আমি শুধু জেনেছি আমার ছেলেকে র্যাব ধরে নিয়ে গেছে। এখন পর্যন্ত কারও সাথে কথা হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।’
বনি আমিনের সঙ্গে একই মেসের জাবি ছাত্র মশিউল তন্ময় জানান, মঙ্গলবার রাতে র্যাব-৪ পরিচয় দিয়ে কয়েকজন লোক মেসে ঢুকে তাদের আলাদা একটি কক্ষে রেখে বনী আমিনের কক্ষে তল্লাশি চালায়। এরপর বনী আমিনকে গাড়িতে তুলে নিয়ে যায় তারা। এ সময় তারা বাধা দিলে তাঁরা নিজেদের র্যাব-৪ এর সদস্য বলে পরিচয় দেয় এবং দ্রুত স্থান ত্যাগ করেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীকে আটক করেছে র্যাব-৪। বুধবার বিকেলে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪ এর কমান্ডার মোজাম্মেল হক। হেফাজতে থাকা ও শিক্ষার্থীর নাম বনি আমিন ফকির। তিনি বিশ্ববিদ্যালয়ের ৪৮ তম ব্যাচের শিক্ষার্থী।
গত মঙ্গলবার মধ্য রাতে জাবি ক্যাম্পাস সংলগ্ন গেরুয়া এলাকার একটি মেস থেকে বনি আমিনকে আটক করে র্যাব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক ছাত্র বনির বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বড়ভুনা গ্রামে। দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় ক্যাম্পাস সংলগ্ন গেরুয়া এলাকায় একটি মেসে ভাড়া থাকতেন তিনি।
কমান্ডার মোজাম্মেল হক বলেন, বনি আমিন র্যাবের হেফাজতে আছে। এটা তেমন কিছু না। আমরা তার কাছ থেকে কিছু তথ্য নেওয়ার জন্য নিয়ে এসেছি।
জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়ে তিনি বলেন, 'ওর বাবা আসতেছেন, তিনি আসলে আগামীকাল আমরা বিষয়টি ডিসপোজাল (নিষ্পত্তি) করতে পারি।'
এ ব্যাপারে জাবির ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, 'বিষয়টি সম্পর্কে আমরা অবগত। র্যাবের সঙ্গে যোগাযোগ হয়েছে। সে এখন র্যাব-৪ এর হেফাজতে আছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।'
এ দিকে বনি আমিনের বাবা আব্দুল জলিল বলেন, ‘আমি শুধু জেনেছি আমার ছেলেকে র্যাব ধরে নিয়ে গেছে। এখন পর্যন্ত কারও সাথে কথা হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।’
বনি আমিনের সঙ্গে একই মেসের জাবি ছাত্র মশিউল তন্ময় জানান, মঙ্গলবার রাতে র্যাব-৪ পরিচয় দিয়ে কয়েকজন লোক মেসে ঢুকে তাদের আলাদা একটি কক্ষে রেখে বনী আমিনের কক্ষে তল্লাশি চালায়। এরপর বনী আমিনকে গাড়িতে তুলে নিয়ে যায় তারা। এ সময় তারা বাধা দিলে তাঁরা নিজেদের র্যাব-৪ এর সদস্য বলে পরিচয় দেয় এবং দ্রুত স্থান ত্যাগ করেন।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৪ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৪ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৫ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে